ETV Bharat / sports

জবির সই জাল নয়, রায় ইস্টবেঙ্গলের পক্ষে - kolkata derby

আগামী মরসুমে লাল-হলুদেই খেলতে হবে জবি জাস্টিনকে, এদিকে 22 জুলাই শুরু হচ্ছে কলকাতা লিগ, ডার্বি 17 অগাস্ট

জবি জাস্টিন
author img

By

Published : Jun 9, 2019, 12:05 PM IST

কলকাতা, 9 জুন : নতুন মরশুমে লাল হলুদ জার্সিতেই খেলতে হবে জবি জাস্টিনকে। শনিবার প্লেয়ার্স কমিটির বৈঠকের পরে একথা জানিয়ে দিল IFA। আই লিগে ভালো খেলায় ISL ফ্র্যাঞ্চাইজি ATK জবির সঙ্গে চুক্তি করেছিল।

এদিকে ইস্টবেঙ্গল দাবি করে জবি জাস্টিন তাদের হয়ে ইতিমধ্যেই দুই মরশুমের জন্য চুক্তিবদ্ধ। জবির চুক্তির বিষয়টি নিয়ে টানাপোড়েন শুরু হয় এবং তা IFA-র কোর্টে গড়ায়।

IFA-র প্লেয়ার্স কমিটি সমস্যা সমাধানে ইস্টবেঙ্গলের কাছে চুক্তিপত্র নেয় । সেখানে দেখা যায় গত 4 মার্চ ইস্টবেঙ্গলে সই করেছেন জবি। এদিকে ATK-র সঙ্গে তিনি যে চুক্তির কাগজ জমা দিয়েছেন তা 1 মার্চের।

জবি জাস্টিনের দাবি ছিল তাঁর সই জাল করা হয়েছে। বিষয়টি নিষ্পত্তি করতে IFA হস্তরেখা বিশারদদের শরণাপন্ন হয়েছিল। তাঁরা গত বৃহস্পতিবার মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেয়। যা খোলা হয় প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির বৈঠকে। তাতে বলা হয়েছে ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে করা জবির সইটি আসল । ATK-র চুক্তিপত্রে লেখা 1 মার্চ তারিখটি জাল । ফলে নতুন মরসুমে জবিকে ইস্টবেঙ্গলে খেলতে হবে বলে রায় দেয় IFA ।

বল এবার AIFF-এর কোর্টে। কারণ ISL-কে চটিয়ে AIFF ইস্টবেঙ্গলে জবিকে খেলার রায় দেবে কি না তা নিয়ে লাল-হলুদের অন্দরে সংশয় রয়েছে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে কেরলের স্ট্রাইকারের লাল সাদা জার্সিতে প্রথম একাদশে খেলার সুযোগ কম। ফলে জবি ফের ইস্টবেঙ্গলে ফিরে আসার সিদ্ধান্ত নিলে অবাক হওয়ার কিছু থাকবে না।


এদিকে নতুন মরসুমে কলকাতা লিগ শুরু হবে ২২ জুলাই । ক্লাবগুলোর সঙ্গে আলোচনার পরে এই সিদ্ধান্ত নিয়েছে IFA । ইস্টবেঙ্গল, মোহনবাগান সাতদিন পরে নামবে। দুই বড় ক্লাবের সূচি দেওয়া হয়েছে তাদের অনুরোধে। ১৭ অগাস্ট কলকাতা লিগের ডার্বির হওয়ার সম্ভাবনা। এদিকে এবছর কলকাতায় হবে ডুরান্ড কাপ। ফাইনাল হবে 24 অগাস্ট। ফাইনালের সঙ্গে তারিখের সংঘাত এড়াতেই IFA প্রায় সাতদিন আগে ডার্বি করে নিতে চাইছে।

কলকাতা, 9 জুন : নতুন মরশুমে লাল হলুদ জার্সিতেই খেলতে হবে জবি জাস্টিনকে। শনিবার প্লেয়ার্স কমিটির বৈঠকের পরে একথা জানিয়ে দিল IFA। আই লিগে ভালো খেলায় ISL ফ্র্যাঞ্চাইজি ATK জবির সঙ্গে চুক্তি করেছিল।

এদিকে ইস্টবেঙ্গল দাবি করে জবি জাস্টিন তাদের হয়ে ইতিমধ্যেই দুই মরশুমের জন্য চুক্তিবদ্ধ। জবির চুক্তির বিষয়টি নিয়ে টানাপোড়েন শুরু হয় এবং তা IFA-র কোর্টে গড়ায়।

IFA-র প্লেয়ার্স কমিটি সমস্যা সমাধানে ইস্টবেঙ্গলের কাছে চুক্তিপত্র নেয় । সেখানে দেখা যায় গত 4 মার্চ ইস্টবেঙ্গলে সই করেছেন জবি। এদিকে ATK-র সঙ্গে তিনি যে চুক্তির কাগজ জমা দিয়েছেন তা 1 মার্চের।

জবি জাস্টিনের দাবি ছিল তাঁর সই জাল করা হয়েছে। বিষয়টি নিষ্পত্তি করতে IFA হস্তরেখা বিশারদদের শরণাপন্ন হয়েছিল। তাঁরা গত বৃহস্পতিবার মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেয়। যা খোলা হয় প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির বৈঠকে। তাতে বলা হয়েছে ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে করা জবির সইটি আসল । ATK-র চুক্তিপত্রে লেখা 1 মার্চ তারিখটি জাল । ফলে নতুন মরসুমে জবিকে ইস্টবেঙ্গলে খেলতে হবে বলে রায় দেয় IFA ।

বল এবার AIFF-এর কোর্টে। কারণ ISL-কে চটিয়ে AIFF ইস্টবেঙ্গলে জবিকে খেলার রায় দেবে কি না তা নিয়ে লাল-হলুদের অন্দরে সংশয় রয়েছে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে কেরলের স্ট্রাইকারের লাল সাদা জার্সিতে প্রথম একাদশে খেলার সুযোগ কম। ফলে জবি ফের ইস্টবেঙ্গলে ফিরে আসার সিদ্ধান্ত নিলে অবাক হওয়ার কিছু থাকবে না।


এদিকে নতুন মরসুমে কলকাতা লিগ শুরু হবে ২২ জুলাই । ক্লাবগুলোর সঙ্গে আলোচনার পরে এই সিদ্ধান্ত নিয়েছে IFA । ইস্টবেঙ্গল, মোহনবাগান সাতদিন পরে নামবে। দুই বড় ক্লাবের সূচি দেওয়া হয়েছে তাদের অনুরোধে। ১৭ অগাস্ট কলকাতা লিগের ডার্বির হওয়ার সম্ভাবনা। এদিকে এবছর কলকাতায় হবে ডুরান্ড কাপ। ফাইনাল হবে 24 অগাস্ট। ফাইনালের সঙ্গে তারিখের সংঘাত এড়াতেই IFA প্রায় সাতদিন আগে ডার্বি করে নিতে চাইছে।

Intro:জবি ইস্যুতে ইস্টবেঙ্গলের পক্ষে রায় আইএফএর,লিগ শুরু ২২ জুলাই

কলকাতা,৮জুনঃ নতুন মরসুমে লাল হলুদ জার্সিতেই খেলতে হবে জবি জাস্টিনকে। শনিবার প্লেয়ার্স কমিটির বৈঠকের পরে একথা জানিয়ে দিল আইএফএ। কেলের স্ট্রাইকার আই লিগে ভালো খেলায় আইএসএলের ফ্র্যাঞ্চাইজি এটিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এবং তা এটিকে সরকারী ভাবে জানিয়ে দিয়েছে। কিন্তু ইস্টবেঙ্গলের দাবি জবি জাস্টিন তাদের হয়ে দুই মরসুম খেলবে বলে চুক্তিতে সই করেছে। স্বাভাবিক ভাবে বিষয়টি নিয়ে টানাপোড়েন শুরু হয় এবং তা আইএফএ র কোর্টে গড়ায়। আইএফএ র প্লেয়ার্স কমিটি সমস্যা সমাধানে ইস্টবেঙ্গলের কাছে চুক্তিপত্র চায় ও জবি জাস্টিনের বক্তব্য শোনে। সেখানে দেখা যায় চার মার্চ ইস্টবেঙ্গলের হয়ে খেলার ব্যাপারে সম্মত হয়ে চার মার্চ কেরলের স্ট্রাইকার সই করেছেন। এটিকের সঙ্গে তিনি যে চুক্তিবদ্ধ হওয়ার কাগজ জমা দিয়েছেন তা পয়লা মার্চের। একই সঙ্গে জবি জাস্টিনের দাবি ছিল তাঁর সই জাল করা হয়েছে। বিষয়টি নিষ্পত্তি করতে আইএফএ হস্তরেখাবিশারদের শরণাপন্ন হয়েছিল। তাঁরা গত বৃহস্পতিবার মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেন। যা খোলা হয় প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে। তাতে বলা হয়েছে ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে করা জবির সইটি আসল। এটিকের চুক্তিপত্রে বসানো পয়লা মার্চ তারিখটি জাল। এই অবস্থায় আইএফএ সচিব বলেছেন নতুন মরসুমে জবিকে ইস্টবেঙ্গলে খেলার রায় দেওয়া হচ্ছে। এই অবস্থায় ফেডারেশনের অবস্থান জানা জরুরি। কারণ আইএসএলকে চটিয়ে ইস্টবেঙ্গলে জবিকে খেলার রায় দেবে কি না তা নিয়ে লাল হলুদের অন্দরে সংশয় রয়েছে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে কেরলের স্ট্রাইকারের লাল সাদা জার্সিতে প্রথম একাদশে খেলার সুযোগ কম। ফলে জবি ফের ইস্টবেঙ্গলে ফিরে আসার সিদ্ধান্ত নিলে অবাক হওয়ার কিছু থাকবে না।
এদিকে নতুন মরসুমে ২২ জুলাই থেকে কলকাতা লিগের বল গড়াবে। ক্লাবগুলোর সঙ্গে আলোচনার পরে এই সিদ্ধান্ত নিয়েছে আইএফএ। ইস্টবেঙ্গল মোহনবাগান সাতদিন পরে নামবে। এবং এই ভাবে দুই বড় ক্লাবের সূচি দেওয়া হয়েছে তাদের অনুরোধে। ১৭ আগস্ট কলকাতা লিগ ডার্বির সাম্ভাব্য তারিখ। এবছর কলকাতায় হবে ডুরান্ড কাপ। ফাইনাল চব্বিশ অগস্ট। ফাইনালের সঙ্গে তারিখের সংঘাত এড়াতেই আইএফএ সাতদিন আগে ডার্বি করে নিতে চাইছে।Body:Joby justinConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.