কলকাতা, ২৭ ফেব্রুয়ারি : প্রতিপক্ষ খেলোয়াড়ের উপর থুতু ছেটানোর ঘটনায় ক্ষমা চাইলেন ইস্টবেঙ্গল স্ট্রাইকার জবি জাস্টিন। সোমবার আইজ়ল FC-র ডিফেন্ডার করিমকে লক্ষ করে থুতু ছেটান জবি। যারপর তাঁকে এক ম্যাচের জন্য নির্বাসিত করেন ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি।
সোমবার যুবভারতীতে আইজ়ল FC-র সঙ্গে ১-১ গোলে ড্র করে ইস্টবেঙ্গল। সেইসময় ম্যাচ চলাকালীন আইজ়ল ডিফেন্ডারকে থুতু দিয়েছিলেন জবি। যা সেই সময় ধরা না পড়লেও পরে টিভি ক্যামেরায় ধরা পড়ে। যা থেকে তাঁকে এক ম্যাচের নির্বাসনে পাঠাল AIFF। আগামী ৩ মার্চ আইনজীবী ঊষানাথ ব্যানার্জির নেতৃত্বাধীন কমিটি পুরো ঘটনার তদন্ত করবে। দোষি সাব্যস্ত করলে ছয় ম্যাচের নির্বাসন ও আর্থিক জরিমানা হতে পারে।
ঘটনার পর অনুতপ্ত জবি জাস্টিন স্বয়ং। নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তিনি লিখেছেন, একজন পেশাদার ফুটবলারের মাঠ ও মাঠের বাইরে নিজের আচরণ সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন। কারণ, তাদের রোল মডেল হিসেবে দেখা হয়। ঘরের মাঠে মরশুমের শেষ ঘরের মাঠে আইজ়ল FC-র ফুটবলারের প্রতি অনভিপ্রেত আচরণ করে ফেলেছিলেন বলে লিখেছেন জবি জাস্টিন। এই কারণে ইস্টবেঙ্গল, AIFF ও বিপক্ষ দলের খেলোয়াড়ের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। পাশাপাশি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে জানিয়েছেন তিনি।
ফোনে এবিষয়ে জবি জাস্টিনকে বলেন, সাময়িক উত্তেজনার বশে এই ঘটনাটি ঘটেছে। পুরো ঘটনার জন্য তিনি অনুতপ্ত। ৩ মার্চ ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির সামনে ক্ষমা চাইবেন তিনি। আশা করছেন তাঁর এই অনিচ্ছাকৃত ভুল বড় শাস্তির সামনে পড়বে না। তিনি ফুটবলার। দ্রুত মাঠে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন।