দিল্লি , 29 জুলাই : কোরোনা সংক্রমণের জন্য বন্ধ অনুশীালন । কবে মাঠে বল গড়াবে তা এখনও ঠিক করে উঠতে পারেনি AIFF । তাই বাবা- মায়ের সঙ্গে চাষের কাজে হাত লাগিয়েছেন 2017 ফিফা অনূর্ধ্ব -17 বিশ্বকাপে ভারতের অধিনায়ক অমরজিৎ সিং কিয়াম ।
উনিশ বছর বয়সি এই মিডফিল্ডার ইতিমধ্যে সিনিয়র জাতীয় দলে জায়গা পাকা করে নিয়েছেন । বর্তমানে সে ব্যস্ত মণিপুরে নিজেদের জমিতে বাবার সঙ্গে ধানের চারা রোপণে ।
অমরজিৎ বলেন, "আমি পরিবারকে চাষের কাজে সাহায্য করছিলাম । আপনার শিকড়ে ফিরে গিয়ে চাষের কাজে পরিবারকে সহায়তা করতে কোনও লজ্জা নেই।" তিনি আরও বলেন, "আমার পরিবার বহু প্রজন্ম ধরে কৃষিকাজ করে আসছে। তবে আমি যখন ছোটো ছিলাম তখন কৃষিকাজে খুব বেশি মনোযোগ দিতাম না । ছোটোবেলা থেকেই আমি সবসময় ফুটবল খেলতে ভালবাসতাম ।"
অমরজিতের মত য়ুব তারকা যাঁরা বছরের বেশিরভাগ সময়ই খেলার জন্য বাইরে থাকেন কোরোনা সংক্রমণ তাঁদের শিকড়ের কাছে পৌঁছে দিয়েছে ।