ETV Bharat / sports

আমফান বিধ্বস্ত সুন্দরবনের পাশে দাঁড়াচ্ছেন শিলটন পাল

মোহনবাগানের এই অভিজ্ঞ গোলরক্ষক ব্যক্তিগত উদ্যোগে একটি দল নিয়ে সুন্দরবন যাচ্ছেন । তার দলে সহমর্মী, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন । রয়েছেন অভিজ্ঞ চিকিৎসক ।

আমফান বিধ্বস্ত সুন্দরবনের পাশে দাঁড়াচ্ছেন শিলটন পাল
আমফান বিধ্বস্ত সুন্দরবনের পাশে দাঁড়াচ্ছেন শিলটন পাল
author img

By

Published : May 25, 2020, 10:09 PM IST

কলকাতা, 25 মে: তাঁর বিশ্বস্ত হাতে নিশ্চিত বোধ করে দলের বাকি 10 সদস্য । গোলপোস্টের নিচে শিলটন পালের উপস্থিতি দল স্বস্তিতে থাকে আর প্রতিপক্ষের চিন্তা বাড়ে । প্রতিপক্ষ স্ট্রাইকারদের পা থেকে বাজপাখির মতো বল ছিনিয়ে নেওয়া মোহনবাগানের অভিজ্ঞ গোলরক্ষকের সহজাত ক্ষমতা । আমফানে বিধ্বস্ত সুন্দরবন রক্ষায় এবার সাহায্যের হাত বাড়ালেন ময়দানের বাজপাখি । সেখানকার দূর্গত মানুষের দিনযাপনের যাবতীয় সামগ্রী নিয়ে এবার নামখানা, পাথরপ্রতিমা যাচ্ছেন শিলটন ।

মোহনবাগানের এই অভিজ্ঞ গোলরক্ষক ব্যক্তিগত উদ্যোগে একটি দল নিয়ে সুন্দরবন যাচ্ছেন । তার দলে সহমর্মী, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন । রয়েছেন অভিজ্ঞ চিকিৎসক । কয়েক দিনের মধ্যে সুন্দরবনের অবস্থা সরজমিনে দেখে আগামী সপ্তাহে ত্রাণ সামগ্রী নিয়ে দূর্গত এলাকায় যাবেন শিলটন পাল । এই নিয়ে তিনি বলেন, "কোরোনা ভাইরাসের কারণে মানুষ এমনিতেই সমস্যার মধ্যে রয়েছে । আমফানের তাণ্ডব তাদের ভিটেহীন করেছে । দৈনন্দিন বেঁচে থাকার রসদ তাদের নেই । এই কঠিন পরিস্থিতিতে ওই মানুষগুলির পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি ।" একইসঙ্গে তিনি বলেন, "চাল, ডাল সহ যাবতীয় খাদ্যসামগ্রী, মোমবাতিসহ দৈনন্দিন জীবনে প্রয়োজন লাগে এমন সব উপকরণ নিয়ে যাব আমরা । জামাকাপড় দেওয়ারও পরিকল্পনা রয়েছে । ইতিমধ্যে সবকিছু জোগাড় করেছি । এই উদ্যোগের কথা শুনে আমার বন্ধু সাহায্যের হাত বাড়িয়েছেন । এখন যত বেশি সম্ভব ত্রাণ পৌঁছে দেওয়াই লক্ষ্য ।"

আমফান বিধ্বস্ত সুন্দরবনের পাশে দাঁড়াচ্ছেন শিলটন পাল
আমফান বিধ্বস্ত সুন্দরবনের পাশে দাঁড়াচ্ছেন শিলটন পাল
গোলরক্ষক শিলটন পালের অনবদ্য পারফরম্যান্স বছরের পর বছর উপভোগ করেছে ফুটবল ভক্ত মানুষ । এবার কলকাতা ময়দানের এই তারকা গোলরক্ষকের মানবিক দিক দেখতে পাচ্ছে তারা । তবে ফুটবলের বাইরে সামাজিক দায়িত্ব পালন শিলটন পালের কাছে নতুন নয় । কোরোনা ভাইরাস থেকে কর্তব্যরত পুলিশদের বাঁচাতে তাঁদের হাতে হোমিওপ্যাথি ওষুধ পৌঁছে দিয়েছেন । ডেনসন দেবদাস, অভ্র মণ্ডল, সুব্রত পাল, লালকমল, প্রবীর দাস সহ একাধিক ফুটবলারদের নিয়ে গড়া সংগঠন পুলিশের পাশে দাঁড়িয়েছে । সেই কাজে শিলটন নিয়মিত রয়েছেন । কিন্তু আমফান বিধ্বস্ত সুন্দরবনের পাশে দাঁড়ানোর ভাবনা কেবল মাত্র তাঁর একার । পাশে পেয়েছেন মানবিক মনের কিছু মানুষকে ।

কলকাতা, 25 মে: তাঁর বিশ্বস্ত হাতে নিশ্চিত বোধ করে দলের বাকি 10 সদস্য । গোলপোস্টের নিচে শিলটন পালের উপস্থিতি দল স্বস্তিতে থাকে আর প্রতিপক্ষের চিন্তা বাড়ে । প্রতিপক্ষ স্ট্রাইকারদের পা থেকে বাজপাখির মতো বল ছিনিয়ে নেওয়া মোহনবাগানের অভিজ্ঞ গোলরক্ষকের সহজাত ক্ষমতা । আমফানে বিধ্বস্ত সুন্দরবন রক্ষায় এবার সাহায্যের হাত বাড়ালেন ময়দানের বাজপাখি । সেখানকার দূর্গত মানুষের দিনযাপনের যাবতীয় সামগ্রী নিয়ে এবার নামখানা, পাথরপ্রতিমা যাচ্ছেন শিলটন ।

মোহনবাগানের এই অভিজ্ঞ গোলরক্ষক ব্যক্তিগত উদ্যোগে একটি দল নিয়ে সুন্দরবন যাচ্ছেন । তার দলে সহমর্মী, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন । রয়েছেন অভিজ্ঞ চিকিৎসক । কয়েক দিনের মধ্যে সুন্দরবনের অবস্থা সরজমিনে দেখে আগামী সপ্তাহে ত্রাণ সামগ্রী নিয়ে দূর্গত এলাকায় যাবেন শিলটন পাল । এই নিয়ে তিনি বলেন, "কোরোনা ভাইরাসের কারণে মানুষ এমনিতেই সমস্যার মধ্যে রয়েছে । আমফানের তাণ্ডব তাদের ভিটেহীন করেছে । দৈনন্দিন বেঁচে থাকার রসদ তাদের নেই । এই কঠিন পরিস্থিতিতে ওই মানুষগুলির পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি ।" একইসঙ্গে তিনি বলেন, "চাল, ডাল সহ যাবতীয় খাদ্যসামগ্রী, মোমবাতিসহ দৈনন্দিন জীবনে প্রয়োজন লাগে এমন সব উপকরণ নিয়ে যাব আমরা । জামাকাপড় দেওয়ারও পরিকল্পনা রয়েছে । ইতিমধ্যে সবকিছু জোগাড় করেছি । এই উদ্যোগের কথা শুনে আমার বন্ধু সাহায্যের হাত বাড়িয়েছেন । এখন যত বেশি সম্ভব ত্রাণ পৌঁছে দেওয়াই লক্ষ্য ।"

আমফান বিধ্বস্ত সুন্দরবনের পাশে দাঁড়াচ্ছেন শিলটন পাল
আমফান বিধ্বস্ত সুন্দরবনের পাশে দাঁড়াচ্ছেন শিলটন পাল
গোলরক্ষক শিলটন পালের অনবদ্য পারফরম্যান্স বছরের পর বছর উপভোগ করেছে ফুটবল ভক্ত মানুষ । এবার কলকাতা ময়দানের এই তারকা গোলরক্ষকের মানবিক দিক দেখতে পাচ্ছে তারা । তবে ফুটবলের বাইরে সামাজিক দায়িত্ব পালন শিলটন পালের কাছে নতুন নয় । কোরোনা ভাইরাস থেকে কর্তব্যরত পুলিশদের বাঁচাতে তাঁদের হাতে হোমিওপ্যাথি ওষুধ পৌঁছে দিয়েছেন । ডেনসন দেবদাস, অভ্র মণ্ডল, সুব্রত পাল, লালকমল, প্রবীর দাস সহ একাধিক ফুটবলারদের নিয়ে গড়া সংগঠন পুলিশের পাশে দাঁড়িয়েছে । সেই কাজে শিলটন নিয়মিত রয়েছেন । কিন্তু আমফান বিধ্বস্ত সুন্দরবনের পাশে দাঁড়ানোর ভাবনা কেবল মাত্র তাঁর একার । পাশে পেয়েছেন মানবিক মনের কিছু মানুষকে ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.