ETV Bharat / sports

অভিযোগ পেলে ট্রাওয়ের কোচের বিরুদ্ধে তদন্ত ক‍রবে ফেডারেশন : সুব্রত দত্ত

author img

By

Published : Jan 27, 2020, 9:04 PM IST

রবিবার ট্রাও FC তাদের কোচ দিমিত্রিস দিমিত্রিউকে বরখাস্ত করে । কোচের বিরুদ্ধে ক্লাবের অভিযোগ, ম্যাচ গড়াপেটা করেছেন তিনি ৷ প্রথমবার আই লিগের প্রথম ডিভিশনে খেলার সুযোগ পাওয়া ট্রাও FC-র শুরুটা ভালো হয়নি ।

image
সুব্রত দত্ত

কলকাতা, 27 জানুয়ারি : ম্যাচ গড়াপেটার অভিযোগে বরখাস্ত ট্রাও FC-র কোচের বিষয়ে মুখ খুললেন ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত ৷ বলেন, ‘‘অভিযোগ উঠলেই দোষী প্রমাণিত হয় না । উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে অভিযোগ এলে ফেডারেশন তদন্ত করবে । শাস্তির ব্যবস্থা করবে ফেডারেশন ।’’ সোমবার দুপুরে প্রেস ক্লাবে ফুটবলার মেহতাব হোসেনের আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে এসে সাংবাদিকদের একথা বলেন ।

রবিবার ট্রাও FC তাদের কোচ দিমিত্রিস দিমিত্রিউকে বরখাস্ত করে । কোচের বিরুদ্ধে ক্লাবের অভিযোগ, ম্যাচ গড়াপেটা করেছেন তিনি ৷ প্রথমবার আই লিগের প্রথম ডিভিশনে খেলার সুযোগ পাওয়া ট্রাও FC-র শুরুটা ভালো হয়নি । প্রথম তিনটি ম্যাচে হারের পরে কোচ হিসেবে দিমিত্রিস দিমিত্রিউকে ফিরিয়ে আনেন কর্তারা । মরশুমের শুরুতে প্রিসিজন-এর পরে এই কোচকেই সরিয়ে দিয়েছিলেন ট্রাও কর্তারা । তবে সব তিক্ততা ভুলে প্রত্যাবর্তনের পরে ট্রাও FC শেষ ছটি ম্যাচের চরটিতে জিতেছে । বাকি দুটো ড্র । 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে মনিপুরের ক্লাবটি । এই অবস্থায় ম্যাচ গড়াপেটার অভিযোগ কোচের বিরুদ্ধে উঠতে দেখে বিস্মিত সকলে ।

ট্রাওয়ের কোচের বিরুদ্ধে তদন্ত ক‍রবে ফেডারেশন :সুব্রত দত্ত

এদিকে মেহতাব হোসেনের মত ফুটবল ব্যক্তিত্বের আত্মজীবনী প্রকাশের প্রশংসা করেন ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায়, ইস্টবেঙ্গল ও মোহনবাগানের দুই শীর্ষকর্তা দেবব্রত সরকার, দেবাশিস দত্ত এবং মেয়র পারিষদ দেবাশিস কুমার । উপস্থিত ছিলেন অর্ণব মণ্ডল, দীপঙ্কর রায়, অভ্র মণ্ডল, আলভিটো ডিকুনহা, ডেনসন দেবদাস, ষষ্ঠী দুলের মত কলকাতা ময়দানের পরিচিত মুখ ।

কলকাতা, 27 জানুয়ারি : ম্যাচ গড়াপেটার অভিযোগে বরখাস্ত ট্রাও FC-র কোচের বিষয়ে মুখ খুললেন ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত ৷ বলেন, ‘‘অভিযোগ উঠলেই দোষী প্রমাণিত হয় না । উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে অভিযোগ এলে ফেডারেশন তদন্ত করবে । শাস্তির ব্যবস্থা করবে ফেডারেশন ।’’ সোমবার দুপুরে প্রেস ক্লাবে ফুটবলার মেহতাব হোসেনের আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে এসে সাংবাদিকদের একথা বলেন ।

রবিবার ট্রাও FC তাদের কোচ দিমিত্রিস দিমিত্রিউকে বরখাস্ত করে । কোচের বিরুদ্ধে ক্লাবের অভিযোগ, ম্যাচ গড়াপেটা করেছেন তিনি ৷ প্রথমবার আই লিগের প্রথম ডিভিশনে খেলার সুযোগ পাওয়া ট্রাও FC-র শুরুটা ভালো হয়নি । প্রথম তিনটি ম্যাচে হারের পরে কোচ হিসেবে দিমিত্রিস দিমিত্রিউকে ফিরিয়ে আনেন কর্তারা । মরশুমের শুরুতে প্রিসিজন-এর পরে এই কোচকেই সরিয়ে দিয়েছিলেন ট্রাও কর্তারা । তবে সব তিক্ততা ভুলে প্রত্যাবর্তনের পরে ট্রাও FC শেষ ছটি ম্যাচের চরটিতে জিতেছে । বাকি দুটো ড্র । 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে মনিপুরের ক্লাবটি । এই অবস্থায় ম্যাচ গড়াপেটার অভিযোগ কোচের বিরুদ্ধে উঠতে দেখে বিস্মিত সকলে ।

ট্রাওয়ের কোচের বিরুদ্ধে তদন্ত ক‍রবে ফেডারেশন :সুব্রত দত্ত

এদিকে মেহতাব হোসেনের মত ফুটবল ব্যক্তিত্বের আত্মজীবনী প্রকাশের প্রশংসা করেন ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায়, ইস্টবেঙ্গল ও মোহনবাগানের দুই শীর্ষকর্তা দেবব্রত সরকার, দেবাশিস দত্ত এবং মেয়র পারিষদ দেবাশিস কুমার । উপস্থিত ছিলেন অর্ণব মণ্ডল, দীপঙ্কর রায়, অভ্র মণ্ডল, আলভিটো ডিকুনহা, ডেনসন দেবদাস, ষষ্ঠী দুলের মত কলকাতা ময়দানের পরিচিত মুখ ।

Intro:অভিযোগ হলেই দোষী প্রমাণিত হয় না। উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে অভিযোগ আসলে ফেডারেশন তদন্ত করবে।শাস্তির ব্যবস্থা করবে।এভাবেই ট্রাও এফসির বরখাস্ত কোচের বিরুদ্ধে এআইএফএফ এর অবস্থান ব্যাখ্যা করলেন ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত। সোমবার দুপুরে প্রেস ক্লাবে ফুটবলার মেহতাব হোসেনের জীবনী বই আকারে প্রকাশ অনুষ্ঠানে এসেছিলেন তিনি।
প্রজাতন্ত্র দিবসের সকালে ট্রাও এফসি তাদের কোচ দিমিত্রিস দিমিত্রিউকে বরখাস্ত করে।কোচের বিরুদ্ধে ক্লাবের অভিযোগ ম্যাচ গড়াপেটা করেছেন কোচ।অথচ প্রথমবার আই লিগের প্রথম ডিভিশনে খেলার সুযোগ পাওয়া ট্রাও এফসির শুরুটা ভালো হয়নি।প্রথম তিনটি ম্যাচে হারের পরে কোচ হিসেবে দিমিত্রিস দিমিত্রিউকে ফিরিয়ে আনেন কর্তারা।মরসুমের শুরুতে প্রিসিজন এর পরে এই কোচকে সরিয়ে দিয়েছিলেন তারা। তবে সব ভুলে প্রত্যাবর্তনের পরে ট্রাও এফসি শেষ ছয়টি ম্যাচের চখরটিতে জিতেছে।বাকি দুটো ড্র।14পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে মনিপুরের ক্লাবটি।এই অবস্থায় ম্যাচ গড়াপেটার অভিযোগ কোচের বিরুদ্ধে উঠতে দেখে বিস্মিত সকলে।
ভারতীয় ফুটবলের হালহকিকত নিয়ে অবস্থান জানানোর পাশাপাশি সুব্রত দত্ত এই অনুষ্ঠানে মেহতাব হোসেনের মত ফুটবল ব্যক্তিত্বের জীবনী প্রকাশের চেষ্টাকে সাধুবাদ জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি, ইস্টবেঙ্গল ও মোহনবাগানের দুই শীর্ষকর্তা দেবব্রত সরকার ও দেবাশিষ দত্ত।এবং মেয়র পারিষদ দেবাশীষ কুমার।
উপস্থিত ছিলেন অর্নব মণ্ডল,দীপঙ্কর রায়,অভ্র মণ্ডল,আলভিটো ডিকুনহা,ডেনসন দেবদাস,ষষ্ঠী দুলের মত কলকাতা ময়দানের পরিচিত মুখ।
মেহতাব হোসেন বলেন তার জীবনের ওঠা পড়ার কথা জানাতে গিয়ে অপ্রিয় বিষয় এসেছে।এবং তা তিন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেননি।আলভিটো ডি কুনহার সেই সময়ের আচরনের খারাপ লাগার কথা রয়েছে বইয়ে।যা মেহতাবের কথায় এক জঙ্গলে দুই বাঘের সহবস্থানে তিক্ততা অনিবার্য।সেটাই সেই সময় হয়েছিল।বর্তমানে তারা অতীতের যাবতীয় তিক্ততা ভুলে ভালো বন্ধু।



Body:মেহতাব


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.