ETV Bharat / sports

অতিরিক্ত মিনিটের গোলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ম্যান ইউ

প্যারিস সেইন্ট জারমেইন-কে হারিয়ে UEFA চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে গতরাতে শেষ ষোলোর ফিরতি পর্বে ৩-১ গোলে জিতে ইংলিশ ক্লাবটি। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩। কিন্তু প্রতিপক্ষের মাঠে এক গোল বেশি করে পরের রাউন্ডের টিকিট পায় ওলে গুনার সোলস্কজারের দল।

g
author img

By

Published : Mar 7, 2019, 10:47 AM IST

প্যারিস, ৭ মার্চ : প্যারিস সেইন্ট জারমেইন-কে হারিয়ে UEFA চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল PSG। ফিরতি লেগের প্রথমার্ধেই দুই গোল হজম করে বসে PSG। তারপরও দুই লেগ মিলিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে লক্ষ্য পূরণের পথেই ছিল তাঁরা। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয় গোলে বদলে যায় ফল। প্রতিপক্ষের মাঠে গতরাতে শেষ ষোলোর ফিরতি পর্বে ৩-১ গোলে জিতে ইংলিশ ক্লাবটি। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩। কিন্তু প্রতিপক্ষের মাঠে এক গোল বেশি করে পরের রাউন্ডের টিকিট পায় ওলে গুনার সোলস্কজারের দল।

রোমেলু লুকাকুর গোলে ইউনাইটেড এগিয়ে যাওয়ার পর PSG-কে সমতায় ফেরান হুয়ান বের্নাত। কিছুক্ষণ পর লুকাকুর দ্বিতীয় গোলে আবারও এগিয়ে যায় ম্যান ইউ। আর শেষ দিকে মার্কাস পেনাল্টি থেকে র‌্যাশফোর্ডের গোলে পরের রাউন্ডের টিকিট পায় তিনবারের ইউরোপ চ্যাম্পিয়নরা।

ম্যাচের দ্বিতীয় মিনিটে PSG-র জার্মান ডিফেন্ডার টিলো কেরার ভুল থেকে দলকে এগিয়ে দেন লুকাকু। শুরুর ধাক্কা দ্রুতই সামলে ওঠে PSG। ১০ মিনিট বাদে দলকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপে।

undefined

চ্যাম্পিয়ন্স লিগের দলগুলির মধ্যে সবচেয়ে বেশি বয়সি গোলরক্ষক বুফোঁর মারাত্মক ভুলে ৩০ মিনিটে দ্বিতীয় গোল হজম করে PSG। র‌্যাশফোর্ডের মারা সোজা একটি শট ধরতে ভুল হওয়ায় তার সুযোগ তুলে বল জালে জড়ান লুকাকু।


দ্বিতীয়ার্ধে বল দখলে রেখে আক্রমণ করতে থাকে লিগ ওয়ান চ্যাম্পিয়ন PSG। তবে খেলার গতির বিপরীতে অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে গোল করে PSG সমর্থকদের স্তব্ধ করে দেন ইংলিশ ফরোয়ার্ড র‌্যাশফোর্ড। এই নিয়ে টানা তিন মরশুমে প্রতিযোগিতার শেষ ষোলো থেকেই বিদায় নিল PSG।

একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে দুর্দান্ত জয়ে কোয়ার্টার ফাইনালে উঠল পোর্তো। ঘরের মাঠে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে রোমাকে ৩-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে পরের রাউন্ডে ওঠে পর্তুগালের ক্লাবটি। প্রথম পর্বে নিজেদের মাঠে ২-১ গোলে জিতেছিল ইট্যালিয়ান ক্লাব রোমা।

প্যারিস, ৭ মার্চ : প্যারিস সেইন্ট জারমেইন-কে হারিয়ে UEFA চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল PSG। ফিরতি লেগের প্রথমার্ধেই দুই গোল হজম করে বসে PSG। তারপরও দুই লেগ মিলিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে লক্ষ্য পূরণের পথেই ছিল তাঁরা। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয় গোলে বদলে যায় ফল। প্রতিপক্ষের মাঠে গতরাতে শেষ ষোলোর ফিরতি পর্বে ৩-১ গোলে জিতে ইংলিশ ক্লাবটি। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩। কিন্তু প্রতিপক্ষের মাঠে এক গোল বেশি করে পরের রাউন্ডের টিকিট পায় ওলে গুনার সোলস্কজারের দল।

রোমেলু লুকাকুর গোলে ইউনাইটেড এগিয়ে যাওয়ার পর PSG-কে সমতায় ফেরান হুয়ান বের্নাত। কিছুক্ষণ পর লুকাকুর দ্বিতীয় গোলে আবারও এগিয়ে যায় ম্যান ইউ। আর শেষ দিকে মার্কাস পেনাল্টি থেকে র‌্যাশফোর্ডের গোলে পরের রাউন্ডের টিকিট পায় তিনবারের ইউরোপ চ্যাম্পিয়নরা।

ম্যাচের দ্বিতীয় মিনিটে PSG-র জার্মান ডিফেন্ডার টিলো কেরার ভুল থেকে দলকে এগিয়ে দেন লুকাকু। শুরুর ধাক্কা দ্রুতই সামলে ওঠে PSG। ১০ মিনিট বাদে দলকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপে।

undefined

চ্যাম্পিয়ন্স লিগের দলগুলির মধ্যে সবচেয়ে বেশি বয়সি গোলরক্ষক বুফোঁর মারাত্মক ভুলে ৩০ মিনিটে দ্বিতীয় গোল হজম করে PSG। র‌্যাশফোর্ডের মারা সোজা একটি শট ধরতে ভুল হওয়ায় তার সুযোগ তুলে বল জালে জড়ান লুকাকু।


দ্বিতীয়ার্ধে বল দখলে রেখে আক্রমণ করতে থাকে লিগ ওয়ান চ্যাম্পিয়ন PSG। তবে খেলার গতির বিপরীতে অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে গোল করে PSG সমর্থকদের স্তব্ধ করে দেন ইংলিশ ফরোয়ার্ড র‌্যাশফোর্ড। এই নিয়ে টানা তিন মরশুমে প্রতিযোগিতার শেষ ষোলো থেকেই বিদায় নিল PSG।

একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে দুর্দান্ত জয়ে কোয়ার্টার ফাইনালে উঠল পোর্তো। ঘরের মাঠে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে রোমাকে ৩-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে পরের রাউন্ডে ওঠে পর্তুগালের ক্লাবটি। প্রথম পর্বে নিজেদের মাঠে ২-১ গোলে জিতেছিল ইট্যালিয়ান ক্লাব রোমা।


Guntur (Andhra Pradesh), Mar 07 (ANI): A delegation of Telugu Desam Party (TDP) leaders on Wednesday met Guntur Supritendent of Police (SP) over IT raids in Hyderabad on a firm that developed TDP's Sevamitra app amid allegations of data theft. "Rival political parties taking the aid and assistance of the Telangana Police which is misusing its official position to facilitate the illegal and clandestine activity of YSRCP for their political prospects" read the letter submitted by the TDP delegation. Earlier in the day, a delegation of the YSR Congress party led by YS Jaganmohan Reddy met Andhra Pradesh Governor ESL Narasimhan and demanded an enquiry in the data theft case. The delegation asked the Governor that if Andhra Pradesh Chief Minister N Chandrababu Naidu is involved in the matter, action should be initiated against him.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.