ETV Bharat / sports

এরিকসেন অসুস্থতায় ফিনল্যান্ডের সমর্থক এবং ফুটবলারদের ব্যবহারে মুগ্ধ বিশ্ব - Christian Eriksen

এরিকসেনকে আড়াল করে মাঠের বাইরে নিয়ে যেতে নিজেদের জাতীয় পতাকা দিতে দেখা গেল ফিনল্যান্ডের সমর্থকদের ৷ একই সঙ্গে, জয়সূচক একমাত্র গোল করার পরেও এরিকসেনের পাশে থাকতে কোনওরকম উচ্ছ্বাস প্রকাশ করলেন না ফিনল্যান্ডের ফুটবলাররা ৷ ফিনল্যান্ডের সমর্থক এবং ফুটবলারদের এই ব্যবহারে মুগ্ধ ফুটবল বিশ্ব ৷

euro-2020-gesture-of-finland-supporters-and-footballers-are-appreciated-by-football-world
ফিনল্যান্ডের সমর্থক এবং ফুটবলারদের ব্যবহারে মুগ্ধ ফুটবল বিশ্ব
author img

By

Published : Jun 13, 2021, 2:38 PM IST

কোপেনহেগেন, 13 জুন : দর্শকদের আবেগ এবং প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের প্রতি সম্মান ৷ এটাই হয়তো বিশ্বের অন্যান্য সব খেলা থেকে ফুটবলকে আলাদা করেছে ৷ আর তাই বিশ্বের সব দেশেই ফুটবলের জনপ্রিয়তা রয়েছে ৷ যা ফের একবার চাক্ষুস করল গোটা ফুটবল বিশ্ব ৷ গতকাল কোপেনহেগেনে ইউরো 2020’র (Euro 2020) গ্রুপ বি’র ডেনমার্ক বনাম ফিনল্যান্ড ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে জ্ঞান হারান ড্যানিস মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন (Christian Eriksen) ৷ মাঠের মধ্যেই তাঁকে সুস্থ করতে সিপিআর দিতে দেখা যায় সতীর্থ এবং মেডিকেল স্টাফদের ৷ কিন্তু, এ সবের মাঝেই ফুটবল বিশ্বের মন ছুঁয়ে নিলেন ফিনল্যান্ড দলের ফুটবলার থেকে মাঠে উপস্থিত সমর্থক সবাই ৷

  • I think there’s also something warming as the Finland fans threw on their flags to help cover and provide privacy Eriksen as he left the pitch. pic.twitter.com/XYx9FDA1cJ

    — CáI (@CaIMcI) June 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাথমিক চিকিৎসার পর ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেনকে (Christian Eriksen) স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় ৷ সেই সময় এরিকসেনের প্রাইভেসি রক্ষার জন্য, অর্থাৎ যাতে এরিকসেন’র ওই অবস্থায় কেউ ছবি তুলতে না পারে তা নিশ্চিত করতে ফিনল্যান্ডের সমর্থকদের তরফে নিজেদের জাতীয় পতাকা দিয়ে সাহায্য করা হয় ৷ যাতে সেই পতাকা দিয়ে আড়াল করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এরিকসেনকে ৷ ফিনল্যান্ডের সমর্থকদের এই আচরণ মন ছুঁয়ে গিয়েছে বিশ্বের প্রতিটি ফুটবল ভক্তের ৷ সেই মুহূর্তের ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট ছেয়ে গিয়েছে ৷ যেখানে ফিনল্যান্ডের সমর্থকদের এই ব্যবহারের প্রশংসা করা হয়েছে ৷

  • Start a chant of Eriksen after he's been taken off the pitch.

    Gift Finnish flags for cover when he gets taken off.

    Score Finland's first goal in a major tournament against a far superior opponent but choose not to celebrate out of respect.

    Class from fans and players today. pic.twitter.com/6F9NJ75ezB

    — Antti Korpela (@Antti_K_QPR) June 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : EURO 2020 : সুস্থ এরিকসন, এক গোলে হার ডেনমার্কের

সমর্থকরা যেখানে জাতীয় পতাকা দিয়ে সাহায্য করেছেন, সেখানে ফিনল্য়ান্ডের ফুটবলার কীভাবে পিছিয়ে থাকেন ! এরিকসেনের ভিডিয়ো বার্তার পর ভারতীয় সময় রাত 12টা নাগাদ ফের বাকি ম্যাচ শুরু হয় ৷ যে ম্যাচে 1-0 গোলে জেতে ফিনল্যান্ড ৷ কিন্তু, নিজেদের থেকে অনেক উচ্চমানের একটি দলের বিরুদ্ধে গোল করেও কোনও প্রকার উচ্ছ্বাস প্রকাশ করেননি ফিনল্যান্ড দল ৷ বিশেষ করে গোলদাতা ফিনল্যান্ডের ফরওর্য়াড জোয়েল পোহানপালো (Joel Pohjanpalo) ৷ গোল করার পর পুরোপুরি নির্বিকার থাকতে দেখা গিয়েছে তাঁকে ৷ এমনকি সতীর্থদের শাবাসিতে কোনও আবেগ দেখাননি তিনি ৷

আরও পড়ুন : এরিকসেন’র অজ্ঞান থাকার মুহূর্তের কথা জানালেন ডেনমার্ক দলের চিকিৎসক

ফিনল্যান্ডের খেলোয়াড়দের এই ব্য়বহার ক্রিশ্চিয়ান এরিকসেন এবং ডেনমার্ক দলের পাশে থাকার বার্তা বহন করেছে ৷ প্রথমে দর্শক এবং পরবর্তী সময়ে ফিনল্যান্ড দল ৷ তাঁদের এই ব্যবহার প্রমাণ করল, এই খেলাকে ঘিরে সকলের আবেগ এবং তার সঙ্গে জড়িত সবার প্রতি শ্রদ্ধা আজও অটুট রয়েছে ৷ বর্তমানে সুস্থ রয়েছেন ড্যানিস মিডফিলডার ৷ গতকাল রাতেই হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর চিকিৎসা শুরু হয় ৷ সেখানে চিকিৎসকরা প্রাথমিক ধাক্কা সামলে ক্রিশ্চিয়ানের জ্ঞান ফেরাতে সক্ষম হয়েছেন ৷ ডেনমার্ক ফুটবল ফেডারেশনের তরফে এ কথা জানানো হয়েছে ৷

কোপেনহেগেন, 13 জুন : দর্শকদের আবেগ এবং প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের প্রতি সম্মান ৷ এটাই হয়তো বিশ্বের অন্যান্য সব খেলা থেকে ফুটবলকে আলাদা করেছে ৷ আর তাই বিশ্বের সব দেশেই ফুটবলের জনপ্রিয়তা রয়েছে ৷ যা ফের একবার চাক্ষুস করল গোটা ফুটবল বিশ্ব ৷ গতকাল কোপেনহেগেনে ইউরো 2020’র (Euro 2020) গ্রুপ বি’র ডেনমার্ক বনাম ফিনল্যান্ড ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে জ্ঞান হারান ড্যানিস মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন (Christian Eriksen) ৷ মাঠের মধ্যেই তাঁকে সুস্থ করতে সিপিআর দিতে দেখা যায় সতীর্থ এবং মেডিকেল স্টাফদের ৷ কিন্তু, এ সবের মাঝেই ফুটবল বিশ্বের মন ছুঁয়ে নিলেন ফিনল্যান্ড দলের ফুটবলার থেকে মাঠে উপস্থিত সমর্থক সবাই ৷

  • I think there’s also something warming as the Finland fans threw on their flags to help cover and provide privacy Eriksen as he left the pitch. pic.twitter.com/XYx9FDA1cJ

    — CáI (@CaIMcI) June 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাথমিক চিকিৎসার পর ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেনকে (Christian Eriksen) স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় ৷ সেই সময় এরিকসেনের প্রাইভেসি রক্ষার জন্য, অর্থাৎ যাতে এরিকসেন’র ওই অবস্থায় কেউ ছবি তুলতে না পারে তা নিশ্চিত করতে ফিনল্যান্ডের সমর্থকদের তরফে নিজেদের জাতীয় পতাকা দিয়ে সাহায্য করা হয় ৷ যাতে সেই পতাকা দিয়ে আড়াল করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এরিকসেনকে ৷ ফিনল্যান্ডের সমর্থকদের এই আচরণ মন ছুঁয়ে গিয়েছে বিশ্বের প্রতিটি ফুটবল ভক্তের ৷ সেই মুহূর্তের ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট ছেয়ে গিয়েছে ৷ যেখানে ফিনল্যান্ডের সমর্থকদের এই ব্যবহারের প্রশংসা করা হয়েছে ৷

  • Start a chant of Eriksen after he's been taken off the pitch.

    Gift Finnish flags for cover when he gets taken off.

    Score Finland's first goal in a major tournament against a far superior opponent but choose not to celebrate out of respect.

    Class from fans and players today. pic.twitter.com/6F9NJ75ezB

    — Antti Korpela (@Antti_K_QPR) June 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : EURO 2020 : সুস্থ এরিকসন, এক গোলে হার ডেনমার্কের

সমর্থকরা যেখানে জাতীয় পতাকা দিয়ে সাহায্য করেছেন, সেখানে ফিনল্য়ান্ডের ফুটবলার কীভাবে পিছিয়ে থাকেন ! এরিকসেনের ভিডিয়ো বার্তার পর ভারতীয় সময় রাত 12টা নাগাদ ফের বাকি ম্যাচ শুরু হয় ৷ যে ম্যাচে 1-0 গোলে জেতে ফিনল্যান্ড ৷ কিন্তু, নিজেদের থেকে অনেক উচ্চমানের একটি দলের বিরুদ্ধে গোল করেও কোনও প্রকার উচ্ছ্বাস প্রকাশ করেননি ফিনল্যান্ড দল ৷ বিশেষ করে গোলদাতা ফিনল্যান্ডের ফরওর্য়াড জোয়েল পোহানপালো (Joel Pohjanpalo) ৷ গোল করার পর পুরোপুরি নির্বিকার থাকতে দেখা গিয়েছে তাঁকে ৷ এমনকি সতীর্থদের শাবাসিতে কোনও আবেগ দেখাননি তিনি ৷

আরও পড়ুন : এরিকসেন’র অজ্ঞান থাকার মুহূর্তের কথা জানালেন ডেনমার্ক দলের চিকিৎসক

ফিনল্যান্ডের খেলোয়াড়দের এই ব্য়বহার ক্রিশ্চিয়ান এরিকসেন এবং ডেনমার্ক দলের পাশে থাকার বার্তা বহন করেছে ৷ প্রথমে দর্শক এবং পরবর্তী সময়ে ফিনল্যান্ড দল ৷ তাঁদের এই ব্যবহার প্রমাণ করল, এই খেলাকে ঘিরে সকলের আবেগ এবং তার সঙ্গে জড়িত সবার প্রতি শ্রদ্ধা আজও অটুট রয়েছে ৷ বর্তমানে সুস্থ রয়েছেন ড্যানিস মিডফিলডার ৷ গতকাল রাতেই হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর চিকিৎসা শুরু হয় ৷ সেখানে চিকিৎসকরা প্রাথমিক ধাক্কা সামলে ক্রিশ্চিয়ানের জ্ঞান ফেরাতে সক্ষম হয়েছেন ৷ ডেনমার্ক ফুটবল ফেডারেশনের তরফে এ কথা জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.