ETV Bharat / sports

আস্থা রাখার অনুরোধ, নতুন বিদেশির খোঁজে মারিও রিবেরা

author img

By

Published : Feb 8, 2020, 11:52 PM IST

কোচ মারিও রিবেরা ও সহকারী কোচ বাস্তব রায়, ফিজিও কার্লোস নোদার, বিনিয়োগকারীদের পক্ষে ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চ্যাটার্জিকে নিয়ে আলোচনায় বসেছিলেন লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার । তিনি জানান, নতুন ফুটবলার নেওয়ার বিষয়টি কোচের ওপর ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

Eastbengal coach Mario Rivera request to trust on him
আস্থা রাখার অনুরোধ, নতুন বিদেশির খোঁজে মারিও রিবেরা

কলকাতা, 8 ফেব্রুয়ারি : ভুড়িভোজে দলের সমঝোতা বাড়ানোর চেষ্টা ইস্টবেঙ্গলে । আই লিগের প্রথম দশ ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচে হার । শতবর্ষের লাল হলুদে অবনমনের শঙ্কা । সদস্য সমর্থকরা ক্ষোভে ফুঁসছে । এই অবস্থায় দোষারোপের পালা বন্ধ করে ক্লাব কর্তারা অবস্থা সামাল দিতে নামলেন । কোচ মারিও রিবেরা ও সহকারী কোচ বাস্তব রায়, ফিজিও কার্লোস নোদার, বিনিয়োগ কারীদের পক্ষে ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চ্যাটার্জিকে নিয়ে আলোচনায় বসেছিলেন লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার । ছিলেন ফুটবল সচিব রাজা গুহ,কার্যকরী কমিটির সদস্য সৈকত গাঙ্গুলি । সেখানে দলের বর্তমান হালের কারণ অনুসন্ধানের পাশাপাশি দলের সমঝোতা বাড়াতে ফুটবলারদের মধ্যাহ্ন ভোজে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয় ।

প্রায় ঘণ্টা দুয়েকের দীর্ঘ বৈঠক । দলের হালহকিকত এবং তার সমাধানের পথ খুজতে কোচ মারিও রিবেরার ওপর আস্থা রাখার কথা জানান লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার । নতুন ফুটবলার নেওয়ার বিষয়টি কোচের উপর ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । মারিও রিবেরা তার উপর আস্থা রাখতে বলেছেন । একই সঙ্গে নতুন বিদেশির খোঁজে তিনি যে কথা বলতে শুরু করেছেন তা জানিয়েছেন । মিটিংয়ের মাঝখানে বেরিয়ে ফোনে তাঁকে কথা বলতে দেখা যায় । সোমবার তিনি কয়েকটি নতুন বিদেশির নাম দেবেন বলে জানা গিয়েছে । ক্লাবের তরফে কয়েকজন ভারতীয় ফুটবলারের নাম দেওয়া হয়েছে ৷ ইতিমধ্যে ডিফেন্ডার গুরবিন্দার সিংকে অনুশীলনে যোগ দিতে বলা হয়েছে ।
এদিকে ক্লাবের মাঠের অবস্থা খতিয়ে দেখেন মারিও এবং নোদার । ক্লাবের পরিকাঠামো ব্যবহারের অনুরোধ করা হয়েছে । মারিও রিবেরা এবং ফিজিও নোদার অনুরোধ উড়িয়ে দেননি ।

আস্থা রাখার অনুরোধ, নতুন বিদেশির খোঁজে মারিও রিবেরা
হাল ফেরাতে মরিয়া চেষ্টা শুরু হয়েছে । হাল ফিরল কি না তা জানতে অপেক্ষা ছাড়া উপায় নেই ।

কলকাতা, 8 ফেব্রুয়ারি : ভুড়িভোজে দলের সমঝোতা বাড়ানোর চেষ্টা ইস্টবেঙ্গলে । আই লিগের প্রথম দশ ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচে হার । শতবর্ষের লাল হলুদে অবনমনের শঙ্কা । সদস্য সমর্থকরা ক্ষোভে ফুঁসছে । এই অবস্থায় দোষারোপের পালা বন্ধ করে ক্লাব কর্তারা অবস্থা সামাল দিতে নামলেন । কোচ মারিও রিবেরা ও সহকারী কোচ বাস্তব রায়, ফিজিও কার্লোস নোদার, বিনিয়োগ কারীদের পক্ষে ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চ্যাটার্জিকে নিয়ে আলোচনায় বসেছিলেন লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার । ছিলেন ফুটবল সচিব রাজা গুহ,কার্যকরী কমিটির সদস্য সৈকত গাঙ্গুলি । সেখানে দলের বর্তমান হালের কারণ অনুসন্ধানের পাশাপাশি দলের সমঝোতা বাড়াতে ফুটবলারদের মধ্যাহ্ন ভোজে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয় ।

প্রায় ঘণ্টা দুয়েকের দীর্ঘ বৈঠক । দলের হালহকিকত এবং তার সমাধানের পথ খুজতে কোচ মারিও রিবেরার ওপর আস্থা রাখার কথা জানান লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার । নতুন ফুটবলার নেওয়ার বিষয়টি কোচের উপর ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । মারিও রিবেরা তার উপর আস্থা রাখতে বলেছেন । একই সঙ্গে নতুন বিদেশির খোঁজে তিনি যে কথা বলতে শুরু করেছেন তা জানিয়েছেন । মিটিংয়ের মাঝখানে বেরিয়ে ফোনে তাঁকে কথা বলতে দেখা যায় । সোমবার তিনি কয়েকটি নতুন বিদেশির নাম দেবেন বলে জানা গিয়েছে । ক্লাবের তরফে কয়েকজন ভারতীয় ফুটবলারের নাম দেওয়া হয়েছে ৷ ইতিমধ্যে ডিফেন্ডার গুরবিন্দার সিংকে অনুশীলনে যোগ দিতে বলা হয়েছে ।
এদিকে ক্লাবের মাঠের অবস্থা খতিয়ে দেখেন মারিও এবং নোদার । ক্লাবের পরিকাঠামো ব্যবহারের অনুরোধ করা হয়েছে । মারিও রিবেরা এবং ফিজিও নোদার অনুরোধ উড়িয়ে দেননি ।

আস্থা রাখার অনুরোধ, নতুন বিদেশির খোঁজে মারিও রিবেরা
হাল ফেরাতে মরিয়া চেষ্টা শুরু হয়েছে । হাল ফিরল কি না তা জানতে অপেক্ষা ছাড়া উপায় নেই ।
Intro:ভুড়িভোজে দলের সমঝোতা বাড়ানোর চেষ্টা ইস্টবেঙ্গলে। আই লিগের প্রথম দশ ম্যাচে র মধ্যে পাচ ম্যাচে হার। শতবর্ষের লাল হলুদে অবনমনের শঙ্কা। সদস্য সমর্থকরা ক্ষোভে ফুসছে। এই অবস্থায় দোষারোপের পালা বন্ধ করে ক্লাব কর্তারা অবস্থা সামাল দিতে নামলেন। কোচ মারিও রিবেরা ও সহকারী কোচ বাস্তব রায়, ফিজিও কার্লোস নোদার, বিনিয়োগ কারীদের পক্ষে ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চ্যাটার্জীকে নিয়ে আলোচনায় বসেছিলেন লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার। ছিলেন ফুটবল সচিব রাজা গুহ,কার্যকরী কমিটি র সদস্য সৈকত গাঙ্গুলী। সেখানে দলের বর্তমান হালের কারন অনুসন্ধানের পাশাপাশি দলের সমঝোতা বাড়াতে ফুটবলারদের মধ্যাহ্ন ভোজে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রায় ঘণ্টা দুয়েকের দীর্ঘ বৈঠক। দলের হালহকিকত এবং তার সমাধানের পথ খুজতে কোচ মারিও রিবেরার ওপর আস্থা রাখার কথা জানান লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার। নতুন ফুটবলার নেওয়ার বিষয়টি কোচের ওপর ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মারিও রিবেরা তার ওপর আস্থা রাখতে বলেছেন। একই সঙ্গে নতুন বিদেশির খোজে তিনি যে কথা বলতে শুরু করেছেন তা জানিয়েছেন।মিটিংয়ের মাঝখানে বেরিয়ে ফোনে তাকে কথা বলতে দেখা যায়।সোমবার তিনি কয়েকটি নতুন বিদেশির নাম দেবেন বলে জানা গিয়েছে। ক্লাবের তরফে কয়েকজন ভারতীয় ফুটবলারের নাম দেওয়া হয়েছে। ইতিমধ্যে ডিফেন্ডার গুরবিন্দার সিংকে অনুশীলনে যোগ দিতে বলা হয়েছে।
এদিকে ক্লাবের মাঠের অবস্থা খতিয়ে দেখেন মারিও এবং নোদার।ক্লাবের পরিকাঠামো ব্যবহারের অনুরোধ করা হয়েছে। মারিও রিবেরা এবং ফিজিও নোদার অনুরোধ উড়িয়ে দেননি।
হাল ফেরাতে মরিয়া চেষ্টা শুরু হয়েছে। হাল ফিরল কি না তা জানতে অপেক্ষা ছাড়া উপায় নেই।



Body:লাল হলুদ


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.