ETV Bharat / sports

ট্রাও FC-র বিরুদ্ধে জিতে আই লিগ টেবিলের শীর্ষে ইস্টবেঙ্গল

author img

By

Published : Dec 14, 2019, 8:32 PM IST

Updated : Dec 14, 2019, 9:33 PM IST

17 মিনিটে ইস্টবেঙ্গলের প্রথম গোল । সামাদ আলি মল্লিকের সেন্টারে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে দেন মার্কোস এসপাদা । চার ম্যাচে তিন গোল করে বোঝালেন তিনি একটু ভিন্ন জাতের ফুটবলার । তার ওপর ভরসা রাখা যায় । যা ডার্বির আগে আলেয়ান্দ্রোকে স্বস্তি দেবে । দুই ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে করা মার্কোসের হেডের ট্রাও গোলরক্ষক হদিশ পাননি । বাকি সময় দলের আক্রমণে অংশ নেওয়া ছাড়াও মাঝমাঠকে সাহায্য করলেন মার্কোস ।

image
ইস্টবেঙ্গলের জয়

কল্যাণী, 14 ডিসেম্বর : 22 ডিসেম্বর আই লিগের প্রথম ডার্বি । তার আগে ট্রাও FC-র বিরুদ্ধে ড্রেস রিহার্সাল সেরে নিতে চেয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া । ম্যাচ জিতে শীর্ষে পৌঁছালেও চিন্তা কমল না তাঁর ।

এবারের আই লিগে দুর্বলতম দল মনিপুরের ক্লাব ট্রাও FC ৷ তিনটে ম্যাচের প্রথমটিতে লড়াই করলেও দ্বিতীয়টিতে চার গোলে আত্মসমর্পণ করে তারা । এই অবস্থায় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাদের ভেঙে পড়ার কথা । কিন্তু কল্যাণীতে লাল হলুদ সমর্থকদের হৃদকম্প বাড়ল । কারণ লাল হলুদ ফুটবলারদের গোল করা সুযোগ নষ্ট । ফলে বিরতির আগে পড়ে পাওয়া চোদ্দ আনা সুযোগ থেকে সমতায় ফিরে প্রায় ম্যাচ ড্র করে ফেলেছিল ট্রাও FC ।

17 মিনিটে ইস্টবেঙ্গলের প্রথম গোল । সামাদ আলি মল্লিকের সেন্টারে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে দেন মার্কোস এসপাদা । চার ম্যাচে তিন গোল করে বোঝালেন তিনি একটু ভিন্ন জাতের ফুটবলার । তার ওপর ভরসা রাখা যায় । যা ডার্বির আগে আলেয়ান্দ্রোকে স্বস্তি দেবে । দুই ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে করা মার্কোসের হেডের ট্রাও গোলরক্ষক হদিশ পাননি । বাকি সময় দলের আক্রমণে অংশ নেওয়া ছাড়াও মাঝমাঠকে সাহায্য করলেন মার্কোস ।

image
দুই গোলদাতা

গোল নষ্ট এবারের ইস্টবেঙ্গলের বড় সমস্যা । এদিনও পিন্টু, রোনাল্ডো অলিভেরা, অভিষেক আম্বেকররা সহজ সুযোগ নষ্ট করে ম্যাচটি কঠিন করে ফেলেছিলেন । বিরতির আগে দীপক দেবরানির গোলে সমতায় ফেরে ট্রাও FC। সমতায় ফিরে ড্র করার লক্ষ্য নিয়ে বলের দখল নিজেদের পায়ে রাখা ছাড়াও সময় নেয় তারা ৷ প্রায় লক্ষ্যে পৌঁছেও গিয়েছিল ট্রাও FC । তাদের সুবিধা হয়েছিল বিরতির পরে ইস্টবেঙ্গলের খারাপ ফুটবল ।

কোলাডোর অনুপস্থিতি ঢাকতে পারলেন না বাকিরা । বিশেষ করে পিন্টু মাহাত, রোনাল্ডো অলিভেরা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ । ফলে তাদের তুলে নিয়ে অভিজিৎ সরকার ও বিদ্যাসাগর সিংকে নামান আলেয়ান্দ্রো । 88 মিনিটে জটলার মধ্যে থেকে মার্টি ক্রেসপি করেন জয়সূচক গোল । চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ইস্টবেঙ্গল ৷ সামনে ডার্বি এবং তা নিয়ে লাল হলুদ সমর্থকদের আবেগ জানেন আলেয়ান্দ্রো । আপাতত এগারো দিনে চারটি ম্যাচ খেলার ক্লান্তি কাটানো প্রথম লক্ষ্য । তারপর ডার্বির অঙ্ক শুরু করবেন লাল হলুদ হেডস্যার ।

কল্যাণী, 14 ডিসেম্বর : 22 ডিসেম্বর আই লিগের প্রথম ডার্বি । তার আগে ট্রাও FC-র বিরুদ্ধে ড্রেস রিহার্সাল সেরে নিতে চেয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া । ম্যাচ জিতে শীর্ষে পৌঁছালেও চিন্তা কমল না তাঁর ।

এবারের আই লিগে দুর্বলতম দল মনিপুরের ক্লাব ট্রাও FC ৷ তিনটে ম্যাচের প্রথমটিতে লড়াই করলেও দ্বিতীয়টিতে চার গোলে আত্মসমর্পণ করে তারা । এই অবস্থায় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাদের ভেঙে পড়ার কথা । কিন্তু কল্যাণীতে লাল হলুদ সমর্থকদের হৃদকম্প বাড়ল । কারণ লাল হলুদ ফুটবলারদের গোল করা সুযোগ নষ্ট । ফলে বিরতির আগে পড়ে পাওয়া চোদ্দ আনা সুযোগ থেকে সমতায় ফিরে প্রায় ম্যাচ ড্র করে ফেলেছিল ট্রাও FC ।

17 মিনিটে ইস্টবেঙ্গলের প্রথম গোল । সামাদ আলি মল্লিকের সেন্টারে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে দেন মার্কোস এসপাদা । চার ম্যাচে তিন গোল করে বোঝালেন তিনি একটু ভিন্ন জাতের ফুটবলার । তার ওপর ভরসা রাখা যায় । যা ডার্বির আগে আলেয়ান্দ্রোকে স্বস্তি দেবে । দুই ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে করা মার্কোসের হেডের ট্রাও গোলরক্ষক হদিশ পাননি । বাকি সময় দলের আক্রমণে অংশ নেওয়া ছাড়াও মাঝমাঠকে সাহায্য করলেন মার্কোস ।

image
দুই গোলদাতা

গোল নষ্ট এবারের ইস্টবেঙ্গলের বড় সমস্যা । এদিনও পিন্টু, রোনাল্ডো অলিভেরা, অভিষেক আম্বেকররা সহজ সুযোগ নষ্ট করে ম্যাচটি কঠিন করে ফেলেছিলেন । বিরতির আগে দীপক দেবরানির গোলে সমতায় ফেরে ট্রাও FC। সমতায় ফিরে ড্র করার লক্ষ্য নিয়ে বলের দখল নিজেদের পায়ে রাখা ছাড়াও সময় নেয় তারা ৷ প্রায় লক্ষ্যে পৌঁছেও গিয়েছিল ট্রাও FC । তাদের সুবিধা হয়েছিল বিরতির পরে ইস্টবেঙ্গলের খারাপ ফুটবল ।

কোলাডোর অনুপস্থিতি ঢাকতে পারলেন না বাকিরা । বিশেষ করে পিন্টু মাহাত, রোনাল্ডো অলিভেরা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ । ফলে তাদের তুলে নিয়ে অভিজিৎ সরকার ও বিদ্যাসাগর সিংকে নামান আলেয়ান্দ্রো । 88 মিনিটে জটলার মধ্যে থেকে মার্টি ক্রেসপি করেন জয়সূচক গোল । চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ইস্টবেঙ্গল ৷ সামনে ডার্বি এবং তা নিয়ে লাল হলুদ সমর্থকদের আবেগ জানেন আলেয়ান্দ্রো । আপাতত এগারো দিনে চারটি ম্যাচ খেলার ক্লান্তি কাটানো প্রথম লক্ষ্য । তারপর ডার্বির অঙ্ক শুরু করবেন লাল হলুদ হেডস্যার ।

Intro:পাহাড়ের সূর্যোদয় সমতলে আসতেই মেঘাচ্ছন্ন।কল্যানী স্টেডিয়ামে ট্রাও এফসির বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেল ইস্টবেঙ্গল। ম্যাচের ফল 2-1। লাল হলুদের পক্ষে গোল মার্কোস ও মার্তি ক্রিসপির। ট্রাওয়ের গোল দীপক দেবরানির। চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে শীর্ষে ইস্টবেঙ্গল।


Body:ইস্টবেঙ্গল


Conclusion:
Last Updated : Dec 14, 2019, 9:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.