ETV Bharat / sports

ঘুরে দাঁড়াতে এক পয়েন্ট পাখির চোখ এফসি'র

author img

By

Published : Dec 14, 2019, 4:38 AM IST

শনিবার কল্যাণী স্টেডিয়ামে এফসির প্রতিপক্ষ ইস্টবেঙ্গল । প্রথমবার আই লিগের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করলেও মণিপুরের ক্লাব দলটির শুরুটা ভালো হয়নি । গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই এফসির বিরুদ্ধে লড়াই করে হারলেও মোহনবাগান ম্যাচে ডগলাস ডি'সিলভার ছেলেরা অসহায় ভাবে পরাজিত হয়েছেন ।

football
football


কলকাতা, 14 ডিসেম্বর : নতুন ভাবে ঘুরে দাঁড়াতে চায় ট্রাও এফসি । শনিবার কল্যাণী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ইস্টবেঙ্গল । প্রথমবার আই লিগের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করলেও মণিপুরের ক্লাব দলটির শুরুটা ভালো হয়নি । গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই এফসির বিরুদ্ধে লড়াই করে হারলেও মোহনবাগান ম্যাচে ডগলাস ডি'সিলভার ছেলেরা অসহায় ভাবে পরাজিত হয়েছেন । অভিষেক দাসকে পাশে নিয়ে দলের সহকারী কোচ সুরমানি সিং জানিয়েছেন, তাঁরা শনিবারের ম্যাচে নিজেদের উজার দেবেন । ডগলাস ডি'সিলভা প্রশিক্ষণের দায়িত্বে থাকলেও লাইসেন্স সংক্রান্ত সমস্যা রয়েছে । ফলে ম্যাচ প্রিভিউয়ের সাংবাদিক সম্মেলনে আসেননি । শনিবার ডাগ আউটে সম্ভবত থাকবেন না । যদিও দলের তরফে বলা হয়েছে প্রাক্তন ব্রাজিলিয়ান মিডিও তাদের কোচ ।

সুরমানি সিং বলেছেন, "প্রতিপক্ষ হিসেবে ইস্টবেঙ্গল বড় এবং শক্তিশালী দল । তাদের বিরুদ্ধে তিন পয়েন্ট পাওয়া লক্ষ্য হলেও তা সহজ হবে না ।" আলেয়ান্দ্রোর দলকে সংঘবদ্ধ বললেও তাদের বিরুদ্ধে লড়াই করতে ট্রাও এফসির ভরসা দলের তারুণ্যই ।

নির্বাসনের কারণে কোলাডোকে এই ম্যাচে পাবে না ইস্টবেঙ্গল । তাতে বিশেষ ক্ষতি হবে বলে ট্রাও এফসির সুরমানি সিং মনে করেন না । মোহনবাগানের বিরুদ্ধে হারলেও ট্রাও শিবির বলছে সুযোগ নষ্টের খেসারত তারা ওই ম্যাচে দিয়েছিলেন । ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেই ভুল সংশোধন করতে চায় ট্রাও ।

দলের সহকারী কোচের পাশে বসে ট্রাও এফসির সাইড ব্যাক অভিষেক দাস বলছেন," তাঁদের এই ম্যাচ থেকে হারানোর কিছু নেই । পাওয়ার অনেক কিছু আছে । তাই তিন পয়েন্ট পাখির চোখ হলেও অন্তত এক পয়েন্ট পেলে অখুশি হবেন না । মোহনবাগানের বিরুদ্ধে বেশ কয়েক জন ফুটবলারকে ট্রাও পায় নি । ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তারা ফিরছেন । তাই নতুনভাবে ঘুরে দাঁড়ানোর কথা ট্রাও শিবিরে। "


কলকাতা, 14 ডিসেম্বর : নতুন ভাবে ঘুরে দাঁড়াতে চায় ট্রাও এফসি । শনিবার কল্যাণী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ইস্টবেঙ্গল । প্রথমবার আই লিগের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করলেও মণিপুরের ক্লাব দলটির শুরুটা ভালো হয়নি । গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই এফসির বিরুদ্ধে লড়াই করে হারলেও মোহনবাগান ম্যাচে ডগলাস ডি'সিলভার ছেলেরা অসহায় ভাবে পরাজিত হয়েছেন । অভিষেক দাসকে পাশে নিয়ে দলের সহকারী কোচ সুরমানি সিং জানিয়েছেন, তাঁরা শনিবারের ম্যাচে নিজেদের উজার দেবেন । ডগলাস ডি'সিলভা প্রশিক্ষণের দায়িত্বে থাকলেও লাইসেন্স সংক্রান্ত সমস্যা রয়েছে । ফলে ম্যাচ প্রিভিউয়ের সাংবাদিক সম্মেলনে আসেননি । শনিবার ডাগ আউটে সম্ভবত থাকবেন না । যদিও দলের তরফে বলা হয়েছে প্রাক্তন ব্রাজিলিয়ান মিডিও তাদের কোচ ।

সুরমানি সিং বলেছেন, "প্রতিপক্ষ হিসেবে ইস্টবেঙ্গল বড় এবং শক্তিশালী দল । তাদের বিরুদ্ধে তিন পয়েন্ট পাওয়া লক্ষ্য হলেও তা সহজ হবে না ।" আলেয়ান্দ্রোর দলকে সংঘবদ্ধ বললেও তাদের বিরুদ্ধে লড়াই করতে ট্রাও এফসির ভরসা দলের তারুণ্যই ।

নির্বাসনের কারণে কোলাডোকে এই ম্যাচে পাবে না ইস্টবেঙ্গল । তাতে বিশেষ ক্ষতি হবে বলে ট্রাও এফসির সুরমানি সিং মনে করেন না । মোহনবাগানের বিরুদ্ধে হারলেও ট্রাও শিবির বলছে সুযোগ নষ্টের খেসারত তারা ওই ম্যাচে দিয়েছিলেন । ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেই ভুল সংশোধন করতে চায় ট্রাও ।

দলের সহকারী কোচের পাশে বসে ট্রাও এফসির সাইড ব্যাক অভিষেক দাস বলছেন," তাঁদের এই ম্যাচ থেকে হারানোর কিছু নেই । পাওয়ার অনেক কিছু আছে । তাই তিন পয়েন্ট পাখির চোখ হলেও অন্তত এক পয়েন্ট পেলে অখুশি হবেন না । মোহনবাগানের বিরুদ্ধে বেশ কয়েক জন ফুটবলারকে ট্রাও পায় নি । ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তারা ফিরছেন । তাই নতুনভাবে ঘুরে দাঁড়ানোর কথা ট্রাও শিবিরে। "

Intro:নতুন ভাবে ঘুরে দাড়াতে চায় ট্রাও এফসি। শনিবার কল্যানী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ইস্টবেঙ্গল। প্রথমবার আই লিগের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করলেও মনিপুরের ক্লাব দলটির শুরুটা ভালো হয়নি। গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই এফসির বিরুদ্ধে লড়াই করে হারলেও মোহনবাগান ম্যাচে ডগলাস ডি সিলভার ছেলেরা অসহায় ভাবে পরাজিত হয়েছে। অভিষেক দাসকে পাশে নিয়ে দলের সহকারী কোচ সুরমানি সিং জানিয়েছেন তারা শনিবারের ম্যাচে নিজেদের নিংড়ে দেবেন। ডগলাস ডি সিলভা প্রশিক্ষণের দায়িত্বে থাকলেও লাইসেন্স সংক্রান্ত সমস্যা রয়েছে।ফলে ম্যাচ প্রিভিউ এর সাংবাদিক সম্মেলনে আসেননি।শনিবার ডাগ আউটে সম্ভবত থাকবেন না।যদিও দলের তরফে বলা হয়েছে প্রাক্তন ব্রাজিলিয়ান মিডিও তাদের কোচ।
সুরমানি সিং বলেছেন প্রতিপক্ষ হিসেবে ইস্টবেঙ্গল বড় এবং শক্তিশালী দল।তাদের বিরুদ্ধে তিন পয়েন্ট পাওয়া লক্ষ হলেও তা সহজ হবে না বলে মনে করেন।
আলেয়ান্দ্রোর দলকে সংঘবদ্ধ দল বললেও তাদের বিরুদ্ধে লড়াই করতে ট্রাও এফসির ভরসা দলের তারুন্য।
নির্বাসনের কারনে কোলাডোকে এই ম্যাচে পাবে না ইস্টবেঙ্গল।তাতে বিশেষ ক্ষতি হবে বলে ট্রাও এফসির সুরমানি সিং মনে করেন না।
মোহনবাগানের বিরুদ্ধে হারলেও ট্রাও শিবির বলছে সুযোগ নষ্টের খেসারত তারা ওই ম্যাচে দিয়েছিলেন। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেই ভুল সংশোধন করতে চায় ট্রাও।
দলের সহকারী কোচের পাশে বসে ট্রাও এফসির সাইড ব্যাক অভিষেক দাস বলছেন তাদের এই ম্যাচ থেকে হারানোর কিছু নেই।পাওয়ার অনেক কিছু আছে।তাই তিন পয়েন্ট পাখির চোখ হলেও অন্তত এক পয়েন্ট পেলে অখুশি হবেন না।
মোহনবাগানের বিরুদ্ধে বেশ কয়েকজন ফুটবলারকে ট্রাও পায়নি।ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তারা ফিরছেন।তাই নতুনভাবে ঘুরে দাড়ানোর কথা ট্রাও শিবিরে।


Body:ট্রাও


Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.