ETV Bharat / sports

শুরু হল ইস্টবেঙ্গলের প্র্যাকটিস, আগামীকাল যোগ দেবেন আলেয়ান্দ্র - supercup

আই লিগ শেষ হওয়ার পরে দশদিনের ছুটি কাটিয়ে ফের মাঠে লাল হলুদ ফুটবলাররা। সুপার কাপের প্রস্তুতিই লক্ষ্য।

মাঠে লাল হলুদ ফুটবলাররা
author img

By

Published : Mar 24, 2019, 3:36 AM IST

কলকাতা, ২৪ মার্চ : "সুপার কাপের জন্য দল তৈরি। তবে প্রতিযোগিতাটি কবে হবে, এই মরশুমে না নতুন মরশুমে?" অনুশীলন শেষে হালকা মেজাজে এভাবেই কথাটা ছুড়ে দিলেন মারিও। ইস্টবেঙ্গলের কোচিং স্টাফদের মধ্যে তাঁর ভূমিকা ভিডিও অ্যানালিস্টের। শুধু তাই নয়, কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়ার সহকারি হিসেবেও দায়িত্ব সামলান তিনি। লাল হলুদ থিঙ্ক ট্যাঙ্কের বেশিরভাগ সদস্য যখন স্প্যানিশভাষী তখন মারিও অল্প হলেও ইংরেজি বলতে পারেন। তাই আলেয়ান্দ্রোর মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম তিনি।

আই লিগ শেষ হওয়ার পরে দশদিনের ছুটি কাটিয়ে ফের মাঠে লাল হলুদ ফুটবলাররা। ভিডিও বিশ্লেষক হিসেবে পরিচিত হলেও মারিও একজন ডিগ্রিধারী কোচ। তাই আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া গতকাল ভোরে শহরে পা দিয়ে সোমবার থেকে প্র্যাকটিসে নামবেন বলে জানালেও ইস্টবেঙ্গলের প্র্যাকটিস বন্ধ হয়নি। দল নিয়ে নেমে পড়েছিলেন মারিও। সুপার কাপের প্রস্তুতিই লক্ষ্য। এনরিকে এস্কুয়েদা কোচের নির্দেশে দলের বাইরে। তাই তিনি আসেননি। পেটের অসুখে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হওয়ায় জেমস স্যান্টোস কোলাডো অনুপস্থিত। বাকি সব বিদেশি অনুশীলন করেছেন। ভারতীয় ফুটবলারদের মধ্যে সালামরঞ্জন সিং ছুটি নিয়েছেন। চুলোভাসহ চারজন বিমান ধরতে না পারায় গতকালের অনুশীলনে ছিলেন না।

আই লিগ জিততে না পারার আক্ষেপ রয়েছে কিন্তু ভেঙে পড়ার লক্ষণ নেই লাল হলুদ সাজঘরে। সকলেই সুপার কাপে মেলে ধরতে চাইছেন নিজেদের। এখন দেখার জট কাটিয়ে সুপার কাপ হয় কি না। নচেৎ প্রস্তুতি কি হবে তা ভেবে দেখবে কোয়েস ইস্টবেঙ্গলের কর্তা ব্যক্তিরা।

কলকাতা, ২৪ মার্চ : "সুপার কাপের জন্য দল তৈরি। তবে প্রতিযোগিতাটি কবে হবে, এই মরশুমে না নতুন মরশুমে?" অনুশীলন শেষে হালকা মেজাজে এভাবেই কথাটা ছুড়ে দিলেন মারিও। ইস্টবেঙ্গলের কোচিং স্টাফদের মধ্যে তাঁর ভূমিকা ভিডিও অ্যানালিস্টের। শুধু তাই নয়, কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়ার সহকারি হিসেবেও দায়িত্ব সামলান তিনি। লাল হলুদ থিঙ্ক ট্যাঙ্কের বেশিরভাগ সদস্য যখন স্প্যানিশভাষী তখন মারিও অল্প হলেও ইংরেজি বলতে পারেন। তাই আলেয়ান্দ্রোর মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম তিনি।

আই লিগ শেষ হওয়ার পরে দশদিনের ছুটি কাটিয়ে ফের মাঠে লাল হলুদ ফুটবলাররা। ভিডিও বিশ্লেষক হিসেবে পরিচিত হলেও মারিও একজন ডিগ্রিধারী কোচ। তাই আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া গতকাল ভোরে শহরে পা দিয়ে সোমবার থেকে প্র্যাকটিসে নামবেন বলে জানালেও ইস্টবেঙ্গলের প্র্যাকটিস বন্ধ হয়নি। দল নিয়ে নেমে পড়েছিলেন মারিও। সুপার কাপের প্রস্তুতিই লক্ষ্য। এনরিকে এস্কুয়েদা কোচের নির্দেশে দলের বাইরে। তাই তিনি আসেননি। পেটের অসুখে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হওয়ায় জেমস স্যান্টোস কোলাডো অনুপস্থিত। বাকি সব বিদেশি অনুশীলন করেছেন। ভারতীয় ফুটবলারদের মধ্যে সালামরঞ্জন সিং ছুটি নিয়েছেন। চুলোভাসহ চারজন বিমান ধরতে না পারায় গতকালের অনুশীলনে ছিলেন না।

আই লিগ জিততে না পারার আক্ষেপ রয়েছে কিন্তু ভেঙে পড়ার লক্ষণ নেই লাল হলুদ সাজঘরে। সকলেই সুপার কাপে মেলে ধরতে চাইছেন নিজেদের। এখন দেখার জট কাটিয়ে সুপার কাপ হয় কি না। নচেৎ প্রস্তুতি কি হবে তা ভেবে দেখবে কোয়েস ইস্টবেঙ্গলের কর্তা ব্যক্তিরা।

Intro:আইপিএলে নামার আগেই চোটের ধাক্কা সানরাইজার্স হায়দরাবাদের সাজঘরে। কাধের চোটের কারণে রবিবাস‍রীয় ইডেনে খেলতে পারবেন না অধিনায়ক কেন উইলিয়ামসন। ফলে নেতৃত্বে র আর্মব্যান্ড সহ অধিনায়ক ভূবনেশ্বর কুমারের হাতে।পাওয়া না পাওয়া র তালিকায় কোচ টম মুডি দলের বোলিং আক্রমনে আস্থা রাখছেন।


Body:মার্টিন গাপটিল, ইউসুফ পাঠানের মত মারকুটে ব্যাটসম্যান নিজের দিনে যেকোন ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। রবিবাসরীয় ইডেনে নিজামের শহরের ব্যাটসম্যান রা যে নাইটদের জন্য কড়া প্রশ্নপত্র তৈরি রাখবেন তার ইঙ্গিত কোচ টম মুডি সাংবাদিক সম্মেলনে দিয়ে রাখলেন। ইডেনে র বাউন্স ভরা উইকেট দেখে হায়দরাবাদ ব্যাটসম্যান রা জিভ চাটছে ন। তাই আইপিএলে র প্রথম ম্যাচ ঘরের মাঠে খেলার সুযোগ না পেয়েও তাই চিন্তা নেই। নাইটদের স্পিনার দের নিয়ে হোম ওয়ার্ক সারা বলেছেন সানরাইজার্স হেডস্যার। রশিদ খান কে নিয়ে আগ্রহ তুঙ্গে উঠলেও আফগানিস্তানে র স্পিনারের উন্নতি হয়েছে কি না তা নিয়ে এখনই কোনও মন্তব্য করতে রাজি নন টম মুডি। বিশ্বকাপের ধাক্কায় গুরুত্বপূর্ণ ক্রিকেটার দের না পাওয়ার আশঙ্কায় সব দলগুলো। কিন্তু টম মুডি দলের সব ক্রিকেটার কে পাওয়ার ব্যাপারে আশাবাদী।কলকাতায় খেলা। ঋদ্ধিমান সাহার খেলা ঘিরে আগ্রহ তুঙ্গে। টম মুডি বলছেন বঙ্গ উইকেট কিপারের ফিরে আসা সত্যিই প্রশংসনীয়। জন বেয়ারস্টোকে দলে নেওয়া হয়েছিল তার অলরাউন্ডার দক্ষতা র জন্য। তাই সবদিক থেকে তৈরি হয়ে নাইটদের চ্যালেঞ্জ জানাচ্ছে হায়দরাবাদ।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.