কলকাতা, ২৪ মার্চ : "সুপার কাপের জন্য দল তৈরি। তবে প্রতিযোগিতাটি কবে হবে, এই মরশুমে না নতুন মরশুমে?" অনুশীলন শেষে হালকা মেজাজে এভাবেই কথাটা ছুড়ে দিলেন মারিও। ইস্টবেঙ্গলের কোচিং স্টাফদের মধ্যে তাঁর ভূমিকা ভিডিও অ্যানালিস্টের। শুধু তাই নয়, কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়ার সহকারি হিসেবেও দায়িত্ব সামলান তিনি। লাল হলুদ থিঙ্ক ট্যাঙ্কের বেশিরভাগ সদস্য যখন স্প্যানিশভাষী তখন মারিও অল্প হলেও ইংরেজি বলতে পারেন। তাই আলেয়ান্দ্রোর মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম তিনি।
আই লিগ শেষ হওয়ার পরে দশদিনের ছুটি কাটিয়ে ফের মাঠে লাল হলুদ ফুটবলাররা। ভিডিও বিশ্লেষক হিসেবে পরিচিত হলেও মারিও একজন ডিগ্রিধারী কোচ। তাই আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া গতকাল ভোরে শহরে পা দিয়ে সোমবার থেকে প্র্যাকটিসে নামবেন বলে জানালেও ইস্টবেঙ্গলের প্র্যাকটিস বন্ধ হয়নি। দল নিয়ে নেমে পড়েছিলেন মারিও। সুপার কাপের প্রস্তুতিই লক্ষ্য। এনরিকে এস্কুয়েদা কোচের নির্দেশে দলের বাইরে। তাই তিনি আসেননি। পেটের অসুখে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হওয়ায় জেমস স্যান্টোস কোলাডো অনুপস্থিত। বাকি সব বিদেশি অনুশীলন করেছেন। ভারতীয় ফুটবলারদের মধ্যে সালামরঞ্জন সিং ছুটি নিয়েছেন। চুলোভাসহ চারজন বিমান ধরতে না পারায় গতকালের অনুশীলনে ছিলেন না।
আই লিগ জিততে না পারার আক্ষেপ রয়েছে কিন্তু ভেঙে পড়ার লক্ষণ নেই লাল হলুদ সাজঘরে। সকলেই সুপার কাপে মেলে ধরতে চাইছেন নিজেদের। এখন দেখার জট কাটিয়ে সুপার কাপ হয় কি না। নচেৎ প্রস্তুতি কি হবে তা ভেবে দেখবে কোয়েস ইস্টবেঙ্গলের কর্তা ব্যক্তিরা।