ETV Bharat / sports

Cristiano Ronaldo : সন্তানসম্ভবা জর্জিনা, যমজ সন্তানের প্রতীক্ষায় ক্রিশ্চিয়ানো - যমজ সন্তানের প্রতীক্ষায় ক্রিশ্চিয়ানো

প্রথম সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়রের পর দ্বিতীয়বার সারোগেসির মাধ্যমে বাবা হয়েছিলেন সিআর সেভেন ৷ জন্ম হয়েছিল তাঁর যমজ সন্তান ইভা এবং মাতেওর ৷ সবমিলিয়ে ছয় সন্তানের বাবা হওয়ার প্রতীক্ষায় দিন গুনছেন আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের মালিক ৷

Cristiano Ronaldo
সন্তানসম্ভবা জর্জিনা, যমজ সন্তানের প্রতীক্ষায় ক্রিশ্চিয়ানো
author img

By

Published : Oct 29, 2021, 10:09 AM IST

ম্যাঞ্চেস্টার, 29 অক্টোবর : আবারও বাবা হতে চলেছেন গ্রহের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ দ্বিতীয়বার সন্তানসম্ভবা পর্তুগিজ সুপারস্টারের বান্ধবী জর্জিনা রডরিগেজ ৷ বৃহস্পতিবার ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে সুখবর শেয়ার করে নিলেন ম্যান ইউ তারকা ৷ শুধু তাই নয়, এবার যমজ সন্তানের মা হচ্ছেন তাঁর আর্জেন্তাইন বান্ধবী ৷ সোশ্যাল মিডিয়া পোস্টে তেমনটাই জানিয়েছেন ক্রিশ্চিয়ানো ৷

এদিন ইনস্টায় বান্ধবীর সঙ্গে একটি অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করেন ক্রিশ্চিয়ানো ৷ তাঁর হাতে ছিল আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট ৷ যা দেখিয়ে যমজ সন্তানের প্রত্যাশী ম্যান ইউ তারকা তাঁর অনুরাগীদের উদ্দেশে বার্তা দেন ৷ ক্রিশ্চিয়ানোর পাশে বিছানায় শুয়ে থাকা জর্জিনার মুখে তখন স্মিত হাসি ৷

ক্রিশ্চিয়ানো লেখেন, "খুবই আনন্দিত তোমাদের জানাতে পেরে যে আমরা যমজ সন্তানের প্রত্যাশা করছি ৷ আমাদের হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ ৷ অপেক্ষার তর সইছে না ৷" উল্লেখ্য, ক্রিশ্চিয়ানো-জর্জিনার প্রথম সন্তান আলানার বয়স তিন ৷ পর্তুগিজ সুপারস্টারের বাকি তিন সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়র, ইভা এবং মাতেও (যমজ) ৷

আরও পড়ুন : কার্তিক-দীপিকার কোল আলো করে এল যমজ পুত্রসন্তান

প্রথম সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়রের পর দ্বিতীয়বার সারোগেসির মাধ্যমে বাবা হয়েছিলেন সিআর সেভেন ৷ জন্ম হয়েছিল তাঁর যমজ সন্তান ইভা এবং মাতেওর ৷ এরপর ক্রিশ্চিয়ানো-জর্জিনার কোল আলো করে আসে আলানা ৷ সবমিলিয়ে ছয়টি সন্তানের বাবা হওয়ার প্রতীক্ষায় দিন গুনছেন আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক (115) গোলের মালিক ৷

2016 মাদ্রিদে আর্জেন্তাইন মডেল জর্জিনা রডরিগেজের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল সিআর সেভেনের ৷ গুচ্চির এক সাধারণ রিটেইল অ্য়াসিস্ট্য়ান্ট থেকে এই গ্রহের অন্যতম সেরা ফুটবলারের বান্ধবী হয়ে ওঠার গল্প নিয়ে নেটফ্লিক্সে শীঘ্রই মুক্তি পাবে 'আই এম জর্জিনা' |

ম্যাঞ্চেস্টার, 29 অক্টোবর : আবারও বাবা হতে চলেছেন গ্রহের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ দ্বিতীয়বার সন্তানসম্ভবা পর্তুগিজ সুপারস্টারের বান্ধবী জর্জিনা রডরিগেজ ৷ বৃহস্পতিবার ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে সুখবর শেয়ার করে নিলেন ম্যান ইউ তারকা ৷ শুধু তাই নয়, এবার যমজ সন্তানের মা হচ্ছেন তাঁর আর্জেন্তাইন বান্ধবী ৷ সোশ্যাল মিডিয়া পোস্টে তেমনটাই জানিয়েছেন ক্রিশ্চিয়ানো ৷

এদিন ইনস্টায় বান্ধবীর সঙ্গে একটি অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করেন ক্রিশ্চিয়ানো ৷ তাঁর হাতে ছিল আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট ৷ যা দেখিয়ে যমজ সন্তানের প্রত্যাশী ম্যান ইউ তারকা তাঁর অনুরাগীদের উদ্দেশে বার্তা দেন ৷ ক্রিশ্চিয়ানোর পাশে বিছানায় শুয়ে থাকা জর্জিনার মুখে তখন স্মিত হাসি ৷

ক্রিশ্চিয়ানো লেখেন, "খুবই আনন্দিত তোমাদের জানাতে পেরে যে আমরা যমজ সন্তানের প্রত্যাশা করছি ৷ আমাদের হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ ৷ অপেক্ষার তর সইছে না ৷" উল্লেখ্য, ক্রিশ্চিয়ানো-জর্জিনার প্রথম সন্তান আলানার বয়স তিন ৷ পর্তুগিজ সুপারস্টারের বাকি তিন সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়র, ইভা এবং মাতেও (যমজ) ৷

আরও পড়ুন : কার্তিক-দীপিকার কোল আলো করে এল যমজ পুত্রসন্তান

প্রথম সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়রের পর দ্বিতীয়বার সারোগেসির মাধ্যমে বাবা হয়েছিলেন সিআর সেভেন ৷ জন্ম হয়েছিল তাঁর যমজ সন্তান ইভা এবং মাতেওর ৷ এরপর ক্রিশ্চিয়ানো-জর্জিনার কোল আলো করে আসে আলানা ৷ সবমিলিয়ে ছয়টি সন্তানের বাবা হওয়ার প্রতীক্ষায় দিন গুনছেন আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক (115) গোলের মালিক ৷

2016 মাদ্রিদে আর্জেন্তাইন মডেল জর্জিনা রডরিগেজের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল সিআর সেভেনের ৷ গুচ্চির এক সাধারণ রিটেইল অ্য়াসিস্ট্য়ান্ট থেকে এই গ্রহের অন্যতম সেরা ফুটবলারের বান্ধবী হয়ে ওঠার গল্প নিয়ে নেটফ্লিক্সে শীঘ্রই মুক্তি পাবে 'আই এম জর্জিনা' |

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.