ETV Bharat / sports

Copa America 2021 : রবিবাসরীয় সকালে মেসি ম্যাজিক, সেমিতে আর্জেন্টিনা

3-0 গোলে প্রতিপক্ষ ইকুয়েডরকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা ৷

Copa america 2021
Copa america 2021
author img

By

Published : Jul 4, 2021, 8:49 AM IST

Updated : Jul 4, 2021, 10:09 AM IST

রিও ডি জেনেইরো, 4 জুলাই : প্রিয় দলকে সেমিফাইনালে তুলতেই হবে ৷ তাই ঘুম ঘুম চোখে ধোঁয়া ওঠা চায়ের কাপ নিয়ে সকাল হতেই টিভির সামনে বসে পড়া ৷ ছুটির দিনে সকাল সকাল ওঠার কষ্ট পুষিয়ে দিলেন একজন ৷ যাঁর নাম লিওনেল মেসি ৷ রবি সকালে নীল সাদা-দের জিতিয়েই বিছানা ছাড়ল ফুটবলপ্রেমী বাঙালি ৷ 3-0 গোলে প্রতিপক্ষ ইকুয়েডরকে হারানোর ম্যাচ জুড়ে ছড়িয়ে রইলেন আধুনিক ফুটবলের রাজপুত্র ৷ গোল করলেন, করালেন আর আর্জেন্টিনাকে কোপা আমেরিকার সেমিফাইনালে তুললেন ৷

গত ম্যাচে ব্রাজিলকে আটকে দিয়েছিল ইকুয়েডর ৷ গোলের খাতা না খুলতে পারলেও বারবার আর্জেন্টিনাকে ফাঁদে ফেলার চেষ্টা করেছে ইকুয়েডর ৷ যদিও সফল হয়নি ৷ মেসির পাস থেকে প্রথমার্ধে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন রড্রিগো ডি পল ৷ লাউতারো মার্টিনেজের দ্বিতীয় গোলটিতেও মেসির সরাসরি ভূমিকা রয়েছে ৷ এরপর শেষ মুহূর্তে ফ্রি কিক থেকে গোল করে ইকুয়েডরের কফিনে শেষ পেরেকটি পোঁতেন খোদ আর্জেন্টাইন অধিনায়ক ৷

ম্যাচের 22 মিনিটেই এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা ৷ ইকুয়েডরের গোলকিপারকে একা পেয়েও সহজ সুযোগ মিস করেন মেসি ৷ বল পোস্টে লেগে ফিরে আসে ৷ তবে সেই আক্ষেপ পুষিয়ে দিলেন ম্যাচের বাকি সময়টায় ৷ 40 মিনিটের মাথায় মেসির পাস থেকে প্রথম গোলটি করেন ডি পল ৷ 84 মিনিটে সেই মেসির পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ ৷ তার ঠিক পরের মিনিটেই দি মারিয়াকে ফাউল করে বসেন ইকুয়েডরের হিনকাপি ৷ ফ্রি কিক পায় আর্জেন্টিনা ৷ 90+3 মিনিটে ফ্রি কিক থেকে নেওয়া মেসির দুরন্ত শট ইকুয়েডরের জালে জড়িয়ে যায় ৷

আরও পড়ুন : Euro 2020 : রোমে হ্যারি কেনের আগুনে পুড়ে ছাই ইউক্রেন, সেমিতে থ্রি লায়ন্সরা

সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কলম্বিয়া ৷ আজ টাইব্রেকারে কোপা আমেরিকার সবচেয়ে সফল দল উরুগুয়েকে ছিটকে দিয়ে সেমিফাইনালে উঠেছে কলম্বিয়া ৷ ম্যাচের নির্ধারিত সময় গোলশূন্য ছিল ৷ এরপর পেনাল্টি শুট আউটে সুয়ারেজদের 4-2 গোলে হারিয়ে সেমিতে পা রাখে কলম্বিয়া ৷ সেমির লড়াইয়ের আগে মেসিদের এই পারফরম্যান্স কলম্বিয়াকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখল ৷

রিও ডি জেনেইরো, 4 জুলাই : প্রিয় দলকে সেমিফাইনালে তুলতেই হবে ৷ তাই ঘুম ঘুম চোখে ধোঁয়া ওঠা চায়ের কাপ নিয়ে সকাল হতেই টিভির সামনে বসে পড়া ৷ ছুটির দিনে সকাল সকাল ওঠার কষ্ট পুষিয়ে দিলেন একজন ৷ যাঁর নাম লিওনেল মেসি ৷ রবি সকালে নীল সাদা-দের জিতিয়েই বিছানা ছাড়ল ফুটবলপ্রেমী বাঙালি ৷ 3-0 গোলে প্রতিপক্ষ ইকুয়েডরকে হারানোর ম্যাচ জুড়ে ছড়িয়ে রইলেন আধুনিক ফুটবলের রাজপুত্র ৷ গোল করলেন, করালেন আর আর্জেন্টিনাকে কোপা আমেরিকার সেমিফাইনালে তুললেন ৷

গত ম্যাচে ব্রাজিলকে আটকে দিয়েছিল ইকুয়েডর ৷ গোলের খাতা না খুলতে পারলেও বারবার আর্জেন্টিনাকে ফাঁদে ফেলার চেষ্টা করেছে ইকুয়েডর ৷ যদিও সফল হয়নি ৷ মেসির পাস থেকে প্রথমার্ধে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন রড্রিগো ডি পল ৷ লাউতারো মার্টিনেজের দ্বিতীয় গোলটিতেও মেসির সরাসরি ভূমিকা রয়েছে ৷ এরপর শেষ মুহূর্তে ফ্রি কিক থেকে গোল করে ইকুয়েডরের কফিনে শেষ পেরেকটি পোঁতেন খোদ আর্জেন্টাইন অধিনায়ক ৷

ম্যাচের 22 মিনিটেই এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা ৷ ইকুয়েডরের গোলকিপারকে একা পেয়েও সহজ সুযোগ মিস করেন মেসি ৷ বল পোস্টে লেগে ফিরে আসে ৷ তবে সেই আক্ষেপ পুষিয়ে দিলেন ম্যাচের বাকি সময়টায় ৷ 40 মিনিটের মাথায় মেসির পাস থেকে প্রথম গোলটি করেন ডি পল ৷ 84 মিনিটে সেই মেসির পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ ৷ তার ঠিক পরের মিনিটেই দি মারিয়াকে ফাউল করে বসেন ইকুয়েডরের হিনকাপি ৷ ফ্রি কিক পায় আর্জেন্টিনা ৷ 90+3 মিনিটে ফ্রি কিক থেকে নেওয়া মেসির দুরন্ত শট ইকুয়েডরের জালে জড়িয়ে যায় ৷

আরও পড়ুন : Euro 2020 : রোমে হ্যারি কেনের আগুনে পুড়ে ছাই ইউক্রেন, সেমিতে থ্রি লায়ন্সরা

সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কলম্বিয়া ৷ আজ টাইব্রেকারে কোপা আমেরিকার সবচেয়ে সফল দল উরুগুয়েকে ছিটকে দিয়ে সেমিফাইনালে উঠেছে কলম্বিয়া ৷ ম্যাচের নির্ধারিত সময় গোলশূন্য ছিল ৷ এরপর পেনাল্টি শুট আউটে সুয়ারেজদের 4-2 গোলে হারিয়ে সেমিতে পা রাখে কলম্বিয়া ৷ সেমির লড়াইয়ের আগে মেসিদের এই পারফরম্যান্স কলম্বিয়াকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখল ৷

Last Updated : Jul 4, 2021, 10:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.