ETV Bharat / sports

Christian Eriksen : ‘এখন ভাল আছি’, ছবি শেয়ার করে বার্তা এরিকসনের - Christian Eriksen Shares Picture From Hospital

হাসপাতালে দু‘দিন কাটিয়ে কিছুটা সুস্থ এরিকসন । মঙ্গলবার তিনি সোশ্যাল মিডিয়ার পোস্টে লিখেছেন, ‘আমার পাশে থাকর জন্য সবাইকে ধন্যবাদ । বিশ্বজুড়ে সকলে এই কঠিন সময় আমার পাশে থেকেছেন । তাঁদের মিষ্টি শুভেচ্ছা আমায় অনেকটাই অনুপ্রেরণা দিয়েছে । সকলকে ধন্যবাদ ।’

Christian Eriksen
Christian Eriksen
author img

By

Published : Jun 15, 2021, 3:59 PM IST

কোপোনহেগেন (Copenhagen) , 15 জুন : ভাল আছেন ডেনমার্কের অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন (Christian Eriksen) । হাসপাতাল থেকে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন তিনি । লিখেছেন, ‘আমি ভাল আছি , অনেকটাই সুস্থ বোধ করছি ।’

হাসপাতালে দু‘দিন কাটিয়ে কিছুটা সুস্থ এরিকসন । মঙ্গলবার তিনি সোশ্যাল মিডিয়ার পোস্টে লিখেছেন, ‘আমার পাশে থাকর জন্য সবাইকে ধন্যবাদ । বিশ্বজুড়ে সকলে এই কঠিন সময় আমার পাশে থেকেছেন । তাঁদের মিষ্টি শুভেচ্ছা আমায় অনেকটাই অনুপ্রেরণা দিয়েছে । সকলকে ধন্যবাদ । এখন আমি ডেনমার্কের সকল সতীর্থদের জন্য শুভকামনা করছি । আগামী ম্যাচে সকলে খুব ভাল খেল । দেশের জন্য জয় এনে দাও ।’ 17 জুন গ্রুপ কোহেনহেগেনের পার্কসেন স্টেডিয়ামে বেলজিয়ামের মুখোমুখি হবে ডেনমার্ক ।

রবিবার কোপেনহেগেনে ইউরোর গ্রুপ বি-র ম্যাচে ফিনল্যান্ডের মুখোমুখি হয় ডেনমার্ক । ম্যাচের প্রথমার্ধের 43 মিনিটে হঠাৎ অচৈতন্য হয়ে পড়ে যান এরিকসন । মাঠেই প্রাথমিক চিকিৎসা করা হয় । চেস্ট পাম্প করা হয় ৷ মুখে মুখ দিয়ে এয়ার সাকশন করা হয় ৷ কিছুক্ষণের মধ্যেই তাঁর জ্ঞান ফেরে । মেডিকেল স্টাফরা 15 মিনিট তাঁর চিকিৎসা করেন । এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরিকসনকে ৷ হাসপাতাল থেকে জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ইন্টার মিলানের অ্যাটাকিং মিডিও ।

আরও পড়ুন : EURO 2020: সুযোগ হাতছাড়া হওয়ার খেসারত, সুইডেনের বিরুদ্ধে গোল শূন্য ড্র স্পেনের

ক্রিশ্চিয়ান এরিকসনকে (Christian Eriksen) হাসপাতালে নিয়ে যাওয়ার পর ম্যাচ স্থগিত রাখা হয়েছিল ৷ কারণ ডেনমার্কের ফুটবলাররা সেই সময় মানসিকভাবে প্রস্তুত ছিলেন না ৷ এমনকি মনে করা হচ্ছিল, ম্যাচটি বাতিল হতে পারে ৷ হাসপাতালে জ্ঞান ফেরার পর ক্রিশ্চিয়ান নিজে ভিডিয়ো কনফারেন্সে তাঁর সতীর্থদের ম্যাচ খেলার অনুরোধ জানান ৷ তারপর গোটা দল মাঠে নামে ৷ তবে ম্যাচে ফিনল্যান্ডের কাছে 1-0 গোলে হারতে হয় ডেনমার্ককে ।

কোপোনহেগেন (Copenhagen) , 15 জুন : ভাল আছেন ডেনমার্কের অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন (Christian Eriksen) । হাসপাতাল থেকে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন তিনি । লিখেছেন, ‘আমি ভাল আছি , অনেকটাই সুস্থ বোধ করছি ।’

হাসপাতালে দু‘দিন কাটিয়ে কিছুটা সুস্থ এরিকসন । মঙ্গলবার তিনি সোশ্যাল মিডিয়ার পোস্টে লিখেছেন, ‘আমার পাশে থাকর জন্য সবাইকে ধন্যবাদ । বিশ্বজুড়ে সকলে এই কঠিন সময় আমার পাশে থেকেছেন । তাঁদের মিষ্টি শুভেচ্ছা আমায় অনেকটাই অনুপ্রেরণা দিয়েছে । সকলকে ধন্যবাদ । এখন আমি ডেনমার্কের সকল সতীর্থদের জন্য শুভকামনা করছি । আগামী ম্যাচে সকলে খুব ভাল খেল । দেশের জন্য জয় এনে দাও ।’ 17 জুন গ্রুপ কোহেনহেগেনের পার্কসেন স্টেডিয়ামে বেলজিয়ামের মুখোমুখি হবে ডেনমার্ক ।

রবিবার কোপেনহেগেনে ইউরোর গ্রুপ বি-র ম্যাচে ফিনল্যান্ডের মুখোমুখি হয় ডেনমার্ক । ম্যাচের প্রথমার্ধের 43 মিনিটে হঠাৎ অচৈতন্য হয়ে পড়ে যান এরিকসন । মাঠেই প্রাথমিক চিকিৎসা করা হয় । চেস্ট পাম্প করা হয় ৷ মুখে মুখ দিয়ে এয়ার সাকশন করা হয় ৷ কিছুক্ষণের মধ্যেই তাঁর জ্ঞান ফেরে । মেডিকেল স্টাফরা 15 মিনিট তাঁর চিকিৎসা করেন । এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরিকসনকে ৷ হাসপাতাল থেকে জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ইন্টার মিলানের অ্যাটাকিং মিডিও ।

আরও পড়ুন : EURO 2020: সুযোগ হাতছাড়া হওয়ার খেসারত, সুইডেনের বিরুদ্ধে গোল শূন্য ড্র স্পেনের

ক্রিশ্চিয়ান এরিকসনকে (Christian Eriksen) হাসপাতালে নিয়ে যাওয়ার পর ম্যাচ স্থগিত রাখা হয়েছিল ৷ কারণ ডেনমার্কের ফুটবলাররা সেই সময় মানসিকভাবে প্রস্তুত ছিলেন না ৷ এমনকি মনে করা হচ্ছিল, ম্যাচটি বাতিল হতে পারে ৷ হাসপাতালে জ্ঞান ফেরার পর ক্রিশ্চিয়ান নিজে ভিডিয়ো কনফারেন্সে তাঁর সতীর্থদের ম্যাচ খেলার অনুরোধ জানান ৷ তারপর গোটা দল মাঠে নামে ৷ তবে ম্যাচে ফিনল্যান্ডের কাছে 1-0 গোলে হারতে হয় ডেনমার্ককে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.