ETV Bharat / sports

ইস্টবেঙ্গলের নামেই ISL- এর বিড পেপার জমা দেওয়া হচ্ছে

author img

By

Published : Sep 14, 2020, 4:48 PM IST

স্পোর্টিং রাইটস এবং NOC দুটোই রয়েছে ক্লাবের নামে । AFC-র লাইসেন্সিংও হয়েছে ক্লাবের নামে । এই অবস্থায় নতুন কম্পানির নামে দরপত্র জমা দিলেও তা গৃহীত হবে না ।

Eastbengal
Eastbengal

কলকাতা, 14 সেপ্টেম্বর : শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন নামে নয় । ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেডের নামেই ISL- এর বিড পেপার জমা দেওয়া হচ্ছে । আজ বিকেল পাঁচটার মধ্যে অনলাইনে বিড পেপার জমা দেওয়া হবে । 17 সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় কাগজ ক্যুরিয়ার করে পাঠানো হবে ।

শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন নামে নথিভুক্তকরণ এবং বিড পেপার জমা করার কথা চিন্তা করেও কেন ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেডের নামে জমা দেওয়া হচ্ছে ? কারণ স্পোর্টিং রাইটস এবং NOC দুটোই রয়েছে ক্লাবের নামে । AFC-র লাইসেন্সিংও হয়েছে ক্লাবের নামে । এই অবস্থায় নতুন কম্পানির নামে দরপত্র জমা দিলেও তা গৃহীত হবে না । কারণ নতুন কম্পানি ফেডারেশন এবং FSDL- এর কাছে নথিভুক্ত নয় । এই অবস্থায় ISL- এর মঞ্চে জায়গা করতে হলে দুই পা পিছিয়ে আসা ছাড়া কোনও পথ ছিল না ইস্টবেঙ্গল ক্লাব এবং তাদের বিনিয়োগ সংস্থার ।

সমস্ত প্রক্রিয়া সুসম্পন্ন করতে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেডের যাবতীয় ফ্র্যাঞ্চাইজি শেয়ার বিনিয়োগ সংস্থা কিনে নিয়েছে । এর ফলে নতুন লাইসেন্সিং করার নানান নিয়মের বেড়াজাল যেমন এড়ানো গেল তেমনি দীর্ঘ মেয়াদী চুক্তিতে থাকা ফুটবলারদের দলে নেওয়ার জটিলতা মেটানো গেল । পরবর্তী পর্যায়ে এই শেয়ারের অংশীদারিত্ব ক্লাবের হাতে থাকবে 24 শতাংশ এবং 76 শতাংশ থাকবে বিনিয়োগ সংস্থার হাতে ।

এই সপ্তাহের শেষে ISL- এর সূচি ঘোষিত হতে পারে । তাই লাল হলুদের অন্দরমহলে এখন যুদ্ধকালীন তৎপরতা । এবং সেটা করতে গিয়ে কোনও পদক্ষেপে যাতে ভুল না হয় সেদিকেই নজর । লাল হলুদ জনতার আবেগকে মূল্য দিতেই আপাত স্ট্যান্স বদল । ভবিষ্যতে বিষয়টি নতুন ভাবে সাজিয়ে নেওয়া হবে ।

কলকাতা, 14 সেপ্টেম্বর : শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন নামে নয় । ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেডের নামেই ISL- এর বিড পেপার জমা দেওয়া হচ্ছে । আজ বিকেল পাঁচটার মধ্যে অনলাইনে বিড পেপার জমা দেওয়া হবে । 17 সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় কাগজ ক্যুরিয়ার করে পাঠানো হবে ।

শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন নামে নথিভুক্তকরণ এবং বিড পেপার জমা করার কথা চিন্তা করেও কেন ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেডের নামে জমা দেওয়া হচ্ছে ? কারণ স্পোর্টিং রাইটস এবং NOC দুটোই রয়েছে ক্লাবের নামে । AFC-র লাইসেন্সিংও হয়েছে ক্লাবের নামে । এই অবস্থায় নতুন কম্পানির নামে দরপত্র জমা দিলেও তা গৃহীত হবে না । কারণ নতুন কম্পানি ফেডারেশন এবং FSDL- এর কাছে নথিভুক্ত নয় । এই অবস্থায় ISL- এর মঞ্চে জায়গা করতে হলে দুই পা পিছিয়ে আসা ছাড়া কোনও পথ ছিল না ইস্টবেঙ্গল ক্লাব এবং তাদের বিনিয়োগ সংস্থার ।

সমস্ত প্রক্রিয়া সুসম্পন্ন করতে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেডের যাবতীয় ফ্র্যাঞ্চাইজি শেয়ার বিনিয়োগ সংস্থা কিনে নিয়েছে । এর ফলে নতুন লাইসেন্সিং করার নানান নিয়মের বেড়াজাল যেমন এড়ানো গেল তেমনি দীর্ঘ মেয়াদী চুক্তিতে থাকা ফুটবলারদের দলে নেওয়ার জটিলতা মেটানো গেল । পরবর্তী পর্যায়ে এই শেয়ারের অংশীদারিত্ব ক্লাবের হাতে থাকবে 24 শতাংশ এবং 76 শতাংশ থাকবে বিনিয়োগ সংস্থার হাতে ।

এই সপ্তাহের শেষে ISL- এর সূচি ঘোষিত হতে পারে । তাই লাল হলুদের অন্দরমহলে এখন যুদ্ধকালীন তৎপরতা । এবং সেটা করতে গিয়ে কোনও পদক্ষেপে যাতে ভুল না হয় সেদিকেই নজর । লাল হলুদ জনতার আবেগকে মূল্য দিতেই আপাত স্ট্যান্স বদল । ভবিষ্যতে বিষয়টি নতুন ভাবে সাজিয়ে নেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.