হাওড়া, 12 জুন : সালকিয়ার পাড়ার মাঠ থেকে বায়ার্ন এফসি-র পথ ৷ গলি থেকে রাজপথে উত্তরণে শুভ পালের আশ্রয় ফুটবলে । হাওড়ার সালকিয়ার গলি তস্য গলির ভেতরের নিম্নবিত্ত পরিবারের ছেলেটির ফুটবল নৈপুণ্য এই শহর, রাজ্য, দেশ ছাড়িয়ে ফুটবলের উচ্চবিত্তদের দেশে পা রাখবে সেটা বোধ হয় কেউ ভাবেননি ।
বাবা গেঞ্জি কারখানার শ্রমিক । দারিদ্র পাল পরিবারের নিত্যসঙ্গী । ফুটবল পাগল শুভ একটা নতুন বুট কেনার স্বপ্ন দেখতে সাহস করেননি । কিন্তু প্রতিভার সামনে প্রতিবন্ধকতা চিরকালই পরাজিতের দলে । পাঁচ বছর আগে 2016 সালে বেঙ্গালুরু এফসির অনূর্ধ্ব-13 দলে ডাক পড়ে । কিন্তু অজ্ঞাত কারণে যোগ দেওয়া হয়নি । পরের বছর ইস্টবেঙ্গল এবং দিল্লির সুদেভা এফসিতে সুযোগ পান শুভ ।
-
1⃣5⃣ players, 1⃣5⃣ countries, 1⃣ dream: become a pro!
— 🏆CHAMPIONS🏆 (@FCBayernEN) June 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Coming 🔜: The #FCBayernWorldSquad 😍 #Ad #MiaSanFamily #wedrivefootball pic.twitter.com/TBWT1rioLd
">1⃣5⃣ players, 1⃣5⃣ countries, 1⃣ dream: become a pro!
— 🏆CHAMPIONS🏆 (@FCBayernEN) June 7, 2021
Coming 🔜: The #FCBayernWorldSquad 😍 #Ad #MiaSanFamily #wedrivefootball pic.twitter.com/TBWT1rioLd1⃣5⃣ players, 1⃣5⃣ countries, 1⃣ dream: become a pro!
— 🏆CHAMPIONS🏆 (@FCBayernEN) June 7, 2021
Coming 🔜: The #FCBayernWorldSquad 😍 #Ad #MiaSanFamily #wedrivefootball pic.twitter.com/TBWT1rioLd
লাল-হলুদ জার্সির থেকে সেবার দিল্লির দলকেই বেছে নিয়েছিলেন তিনি । নিজেকে সেখানে পরিশীলিত করেন ৷ যার সুফল মিলেছে হাতেনাতে ৷ এর জন্য চিমা (চিমা ওকোরি) স্যারের কাছে কৃতজ্ঞ শুভ । আই লিগে মাত্র 16 বছর বয়সে সুদেভা এফসিকে প্রতিনিধিত্ব করেছেন শুভ পাল ৷ কিন্তু এবার তাঁর যাত্রাটা দেশ ছাড়িয়ে বিদেশের ক্লাবে ৷ গোটা বিশ্বজুড়ে তরুণ ফুটবলারদের খোঁজে স্কাউটিং শুরু করেছিল এফসি বায়ার্ন মিউনিখ ৷
64টি দেশ থেকে 654 জন ফুটবলারের ট্রায়াল নেয় জার্মানির ক্লাবটি । প্রচুর ভিডিয়ো জমা পড়ে । সেগুলি থেকে 15 জনকে বেছে নেওয়া হয় । সেই তালিকায় রয়েছেন হাওড়ার সালকিয়ার শুভ পাল । খুব তাড়াতাড়ি অলিভার কান, ফ্রেঞ্জ বেকেনবাওয়ারদের মতো কিংবদন্তিদের খেলে যাওয়া বায়ার্নের আবাসিক শিবিরে যোগ দেবেন শুভ ৷ শুভর সাফল্যে বেজায় খুশি তাঁর কোচ তপন কর্মকার ।
ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভকে অভিনন্দন জানিয়েছেন । যাঁকে নিয়ে এত হইচই সেই শুভ বলছেন, "দারুণ খুশি হয়েছি । ভারতের প্রথম ফুটবলার হিসেবে এই সুযোগটা পেয়েছি । তাই বলে বাড়তি চিন্তিত নই । কোচ বলেছেন খোলা মনে খেলতে । খেলাটিকে উপভোগ করতে । আশা করি দেশের নাম উজ্বল করতে পারব ৷"
আরও পড়ুন : বায়ার্ন মিউনিখে বাংলার শুভ পাল, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
চিমা ওকোরির কাছে ফুটবল শিখলেও শুভর চোখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফুটবল নৈপুণ্য লেগে রয়েছে ৷ সিআর সেভেনকে অনুকরণ করার চেষ্টা করেন । তবে সেন্টার ফরোয়ার্ড হিসেবে লেওয়ানডস্কির খেলা ভালো লাগে । আই লিগে সুদেভার এফসির আট ম্যাচে দুটো গোল রয়েছে শুভ-র । 2019 সালে কল্যাণীতে শুভ অনূর্ধ্ব-17 ভারতীয় দলের হয়ে সাফ কাপ চ্যাম্পিয়ন দলের সদস্য । সেই টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ।
28 জুন জার্মানির উদ্দেশে পাড়ি দেবেন ৷ তার আগে শুভ বলেছেন, "এতদিন যে দেশের নাম শুনেছি সেখানেই খেলার সুযোগ । নিজেকে প্রমাণ করার চেষ্টা করব । যতটা পারব ওদের কাছ থেকে শিখব ৷" বুন্দেশলিগায় জামাল মুসিয়ালা বা সরপ্রীত সিংয়ের মত ভারতীয় বংশোদ্ভূত ফুটবলাররা খেলেছেন । সেই তালিকায় শুভ পালের নাম উঠবে কি না তার উত্তর একমাত্র সময়ই বলতে পারে ।