কলকাতা, 17 ডিসেম্বর : মিশন এফসি গোয়া সফলভাবে শেষ করার পরে এবার সামনে সুনীল ছেত্রীর বেঙ্গালেরু এফসি । জয়ের সরণিতে প্রত্যাবর্তনের পরে এটিকে-মোহনবাগান পুরো দলটা আত্মবিশ্বাসে ফুটছে। ইতিমধ্যে কোচ আন্তেনিও লোপেজ হাবাস দলের দুই স্ট্রাইকার রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামসের প্রশংসা করেছেন। গোয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় পাওয়ার নেপথ্যে শুধু পেনাল্টি থেকে ফিজিয়ান স্ট্রাইকারের গোল যথেষ্ট ছিল না। বারের তলায় গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের দুরন্ত ফুটবলকে কৃতিত্ব দিতে হবে ।
বেঙ্গালেরু এফসির বিরুদ্ধে নামার আগে সবুজ মেরুন দূর্গের শেষ প্রহরী অরিন্দম বলছেন, শেষ মুহূর্তে নিশ্চিত গোল বাচানোর জন্য অনেকেই কৃতিত্ব দিচ্ছেন। বিষয়টি ভালো লাগলেও ভুললে চলবে না একজন গোলরক্ষকের কাজ গোলরক্ষা করা। তবে এফসি গোয়ার মত শক্তিশালী দলের বিরুদ্ধে জয় পাওয়া যে পরের ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়াবে ।
এবার চ্যালেঞ্জ সুনীল ছেত্রীকে থামানো। বেঙ্গালেরু এফসির অধিনায়ক এখনও পর্যন্ত নজরকাড়া পারফরম্যান্স করেননি। তার দলকেও গত বছরের মত শক্তিশালী মনে হয়নি। তা সত্ত্বেও অরিন্দম বলছেন,"ওদের হালকাভাবে নেওয়ার কোনও কারণ নেই। তবে আমরা যে ফুটবল খেলছি তা বজায় রেখে রক্ষণ অটুট রাখতে পারলে জয় পেতে সমস্যা হবে না।"
আরও পড়ুন : কৃষ্ণ সহায়, এফসি গোয়াকে হারাল মোহনবাগান
চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকতে হলে বেশি সংখ্যক ম্যাচে জয় তুলে নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি । বলা হচ্ছে হাবাস এই বছর রক্ষণাত্মক কৌশল নিয়ে দলকে খেলাচ্ছেন । অরিন্দম কোচের হয়ে ব্যাট ধরে বলছেন,"ডিফেন্সিভ ফুটবল এবং ট্যাকটিকাল ফুটবলের মধ্যে তফাৎ রয়েছে । প্রতিপক্ষকে মাঝমাঠে হতোদ্যম করে জয়ের গোল তুলে নেওয়া মোটেই রক্ষণাত্মক কৌশল নয়।"
অরিন্দমের কথার সুর কার্ল ম্যাকহিউজের গলায়। ছয় ম্যাচের মধ্যে দুবার সেরা হয়েছেন। এবার সামনে বিএফসি। ম্যাকহিউজ বলছেন পয়েন্ট টেবিলে তারা যেখানে পৌছতে চাইছেন তা সম্ভব করতে হলে পরের ম্যাচে যেকোনও মূল্যে পয়েন্ট নিতেই হবে। সুনীল ছেত্রী ছাড়া প্রতিপক্ষ শিবিরে একাধিক ভালো ফুটবলারের উপস্থিতির কথা মাথায় রেখে সতর্ক থাকার কথা বলেছেন । জাভি হার্নান্দেজ চোটের কারনে বাইরে । তিনি ছাড়াও বেশ । কয়েকজনের অল্প চোট রয়েছে । তবে গোয়ার বিরুদ্ধে জয় এটিকে-মোহনবাগানকে বদলে দিয়েছে ।