কলকাতা, 25 জানুয়ারি : চেন্নাইয়িন এফসি ম্যাচের জয়ের আনন্দ সরিয়ে মিশন নর্থ ইস্ট ইউনাইটেডে আন্তেনিও লোপেজ হাবাস। 24 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে এটিকে মোহনবাগান। দলের শেষ ম্যাচের পারফরম্যান্স জয় নিয়ে এলেও চিন্তা বাড়িয়েছে। তা গোপন করেননি সবুজ মেরুন কোচ। তবে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামার 24 ঘণ্টা আগে স্প্যানিশ কোচ বলছেন, "চেন্নাইয়িনের বিরুদ্ধে আমরা ভালো খেলেছিলাম। ছেলেরা বুঝেছিল যেকোনও মূল্যে জিততে হবে । আমরা কৌশল বদল করেছি। যা আমাদের গোল করতে অনুপ্রাণিত করবে।"
নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচে জয় পেয়েছিল এটিকে মোহনবাগান৷ স্বাভাবিকভাবেই তাতে বাড়তি আত্মবিশ্বাস কাজ করে৷ তবে এই ভাবনার শরিক নন হাবাস। তাঁর মতে, ফুটবলে দুটো ম্যাচ সবসময় আলাদা। প্রতিযোগিতায় আরও একটি ম্যাচ, যেখানে আগের পারফরম্যান্সের গুরুত্ব নেই। বাড়তি আত্মবিশ্বাসের জায়গা নেই। তাই প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেডকে সমীহ করে সেরাটা দেওয়ার কথা বলেছেন।
দলের আক্রমণভাগের পারফরম্যান্সে উন্নতির কথা বারবার বলেছেন। রয় কৃ্ষ্ণা গোলের মধ্যে নেই। সুপার সাব হয়ে মাঠে নেমে জয়সূচক গোল করেছিলেন ডেভিড উইলিয়ামস। হাবাস বলছেন, "ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল। তা প্রথম মিনিটে হোক বা শেষ মিনিটে। তবে প্রথমে গোল করলে অনেক খোলা মনে, শান্তভাবে পরিকল্পনা অনুযায়ী খেলা সম্ভব হয়। তাই স্কোরলাইন নিয়ে আমি খুশি।"
চোট সমস্যায় এডু গার্সিয়া এবং শুভাশিস বসুকে নিয়ে বড় প্রশ্নচিহ্ন রয়েছে। যদিও সবুজ মেরুন থিঙ্কট্যাঙ্ক বলছেন, এখনও তাঁদের কাছে দুই ফুটবলারের চোটের চূড়ান্ত আপডেট আসেনি।
আরও পড়ুন: সমস্যা সরিয়ে দলগত সংহতিতে জোর এটিকে-মোহনবাগানের
দলের ফুটবলাররা সকলেই শীর্ষস্থান দখলের কথা বলেছেন। হাবাস তা নিয়ে বাড়তি শব্দ ব্যয় করতে চান না। তাঁর মতে, কোথায় শেষ করবে দল তা আগাম বলা সম্ভব নয়। পরিকল্পনা অনুসারে জয়ের অভ্যাস গড়ে তোলাই তাঁদের কাজ। ধাপে ধাপে লক্ষ্য পূরণের কথা বলে নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচের নীল নকশা তৈরিতে মগ্ন আন্তেনিও লোপেজ হাবাস।