ETV Bharat / sports

হারের ধাক্কা সরিয়ে জয়ের খোঁজে এটিকে মোহনবাগান - জয়ের খোঁজে এটিকে মোহনবাগান

এফসি গোয়ার বিরুদ্ধে খেলার জন্য সকলেই ফিট বলে জানিয়েছেন সবুজ মেরুন হেডস্যার । গতবছরের সঙ্গে চলতি বছরের আইএসএলের তুলনা তিনি চান না । তেমনই প্রতিপক্ষ এফসি গোয়ার কোনও একজন ফুটবলারকে গুরুত্ব দেওয়ার চেয়ে পুরো দলকেই সমীহ করতে চান হাবাস ।

হাবাস
হাবাস
author img

By

Published : Jan 16, 2021, 7:25 PM IST

কলকাতা, 16 জানুয়ারি : শীর্ষে ওঠার দৌড়ে মুম্বই এফসির থেকে পাঁচ পয়েন্টের ব্যবধান এটিকে-মোহনবাগানের । সেই ব্যবধান মেটানোর ব্যাপারে নিশ্চিত আন্তেনিও লোপেজ হাবাস ।

আইএসএলের সুপার সানডের সন্ধ্যায় সবুজ মেরুনের মুখোমুখি এফসি গোয়া । শেষ ম্যাচে মুম্বই সিটির কাছে পরাজয় হয়েছে হাবাসের ছেলেদের । সেই হারের ধাক্কা সরিয়ে জয়ের রাস্তা বের করার চ্যালেঞ্জ এটিকে মোহনবাগানের সামনে । যদিও সবুজ মেরুন হেডস্যার বলছেন,"শেষ ম্যাচে এডু গার্সিয়া গোলের সুযোগ নষ্ট না করলে ছবিটা অন্যরকম হত ।" তবে ফুটবলে এরকম হয়েই থাকে এ কথা মেনে নিয়ে তিনি বলেন, সবদিন সমান যাবে না । প্রতিপক্ষ এফসি গোয়া তাদের শেষ ম্যাচে জামশেদপুর এফসির বিপক্ষে বড় জয় পেয়েছে । এই অবস্থায় মানসিকভাবে এগিয়ে থাকার কথা এডু বেদিয়াদের । যদিও তা নিয়ে বাড়তি চাপ রয় কৃষ্ণদের ওপর রয়েছে বলে মনে করেন না এটিকে-মোহনবাগানের হেডস্যার । হাবাস বলেন,"এফসি গোয়া দলে বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছে । আমাদের দলেও ভালো ফুটবলার রয়েছেন । আমরা এখানে 90 মিনিটের ম্যাচ নিয়ে কথা বলতে এসেছি । তবে ম্যাচের আগে বেশি কথা বলা পছন্দ করি না ।"

আরও পড়ুন : স্কট নেভিলের শেষ মিনিটের গোলে হার বাঁচাল ইস্টবেঙ্গল

প্রথম পর্বের সাক্ষাতে এফসি গোয়ার বিরুদ্ধে জয় পেয়েছিল প্রবীর দাসরা । পরিবর্তিত পরিস্থিতিতে বদল এসেছে এফসি গোয়ার । সেকথা মাথায় রেখেই হাবাস বলছেন, ফুটবলে পুরোনো পারফরম্যান্স দাম পায়না । নতুন ম্যাচে নতুনভাবে লড়াই শুরু হয় । সমালোচকরা মনে করছেন, রয় কৃষ্ণ আক্রমণভাগে একা হয়ে যাচ্ছেন । এই ব্যাপারে সমালোচকদের সঙ্গে একমত নন হাবাস । বলেন,"শেষ ম্যাচে রয় কৃষ্ণের সঙ্গে ডেভিড উইলিয়ামস, মনবীর, এদু গার্সিয়া, জাভি হার্নান্দেজ খেলেছে । এদের বাইরে আর কোনও স্ট্রাইকার দলে নেই ।"

কলকাতা, 16 জানুয়ারি : শীর্ষে ওঠার দৌড়ে মুম্বই এফসির থেকে পাঁচ পয়েন্টের ব্যবধান এটিকে-মোহনবাগানের । সেই ব্যবধান মেটানোর ব্যাপারে নিশ্চিত আন্তেনিও লোপেজ হাবাস ।

আইএসএলের সুপার সানডের সন্ধ্যায় সবুজ মেরুনের মুখোমুখি এফসি গোয়া । শেষ ম্যাচে মুম্বই সিটির কাছে পরাজয় হয়েছে হাবাসের ছেলেদের । সেই হারের ধাক্কা সরিয়ে জয়ের রাস্তা বের করার চ্যালেঞ্জ এটিকে মোহনবাগানের সামনে । যদিও সবুজ মেরুন হেডস্যার বলছেন,"শেষ ম্যাচে এডু গার্সিয়া গোলের সুযোগ নষ্ট না করলে ছবিটা অন্যরকম হত ।" তবে ফুটবলে এরকম হয়েই থাকে এ কথা মেনে নিয়ে তিনি বলেন, সবদিন সমান যাবে না । প্রতিপক্ষ এফসি গোয়া তাদের শেষ ম্যাচে জামশেদপুর এফসির বিপক্ষে বড় জয় পেয়েছে । এই অবস্থায় মানসিকভাবে এগিয়ে থাকার কথা এডু বেদিয়াদের । যদিও তা নিয়ে বাড়তি চাপ রয় কৃষ্ণদের ওপর রয়েছে বলে মনে করেন না এটিকে-মোহনবাগানের হেডস্যার । হাবাস বলেন,"এফসি গোয়া দলে বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছে । আমাদের দলেও ভালো ফুটবলার রয়েছেন । আমরা এখানে 90 মিনিটের ম্যাচ নিয়ে কথা বলতে এসেছি । তবে ম্যাচের আগে বেশি কথা বলা পছন্দ করি না ।"

আরও পড়ুন : স্কট নেভিলের শেষ মিনিটের গোলে হার বাঁচাল ইস্টবেঙ্গল

প্রথম পর্বের সাক্ষাতে এফসি গোয়ার বিরুদ্ধে জয় পেয়েছিল প্রবীর দাসরা । পরিবর্তিত পরিস্থিতিতে বদল এসেছে এফসি গোয়ার । সেকথা মাথায় রেখেই হাবাস বলছেন, ফুটবলে পুরোনো পারফরম্যান্স দাম পায়না । নতুন ম্যাচে নতুনভাবে লড়াই শুরু হয় । সমালোচকরা মনে করছেন, রয় কৃষ্ণ আক্রমণভাগে একা হয়ে যাচ্ছেন । এই ব্যাপারে সমালোচকদের সঙ্গে একমত নন হাবাস । বলেন,"শেষ ম্যাচে রয় কৃষ্ণের সঙ্গে ডেভিড উইলিয়ামস, মনবীর, এদু গার্সিয়া, জাভি হার্নান্দেজ খেলেছে । এদের বাইরে আর কোনও স্ট্রাইকার দলে নেই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.