কলকাতা, 18 মে: নতুন মরশুমের জন্য পরিকল্পনা করতে শুরু করে দিয়েছেন ATK কোচ আন্তোনিও লোপেজ হাবাস । গত মরশুমে ISL ট্রফি ঘরে তুলেছে ATK । নতুন মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগানের নাম জুড়তে চলেছে । দেশের দুটি লিগের চ্যাম্পিয়ন দলকে ঢেলে সাজাতে চাইছেন তিনি । এক্ষেত্রে তাঁর প্রথম পছন্দ স্প্যানিশ ফুটবলাররা । তেমনই ইঙ্গিত দিয়েছেন ATK-র স্প্যানিশ কোচ ।
ISL-এ এবার নতুন চ্যালেঞ্জের সামনে পড়তে চলেছে ATK । আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগানের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর সম্ভবত ATK-মোহনবাগান নামে আত্মপ্রকাশ করতে চলেছে বর্তমান ISL চ্যাম্পিয়নরা । কোচের দায়িত্বে হাবাসই থাকছেন । একই দলের হয়ে দুটো ISL খেতাব জয়ের কৃতিত্ব তাঁর দখলে । এই অবস্থায় প্রথম দিন থেকে তিনি দলের রাশ শক্ত হাতে ধরতে চান । বিদেশি ফুটবলার নেওয়ার ক্ষেত্রে ATK-র আর দুজনকে নেওয়ার সুযোগ রয়েছে । সেক্ষেত্রে তাঁর স্প্যানিশ ফুটবলারই পছন্দ তা টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন হাবাস । গতবার ISL চ্যাম্পিয়ন হওয়ার পিছনে দলের স্প্যানিশ ব্রিগেডের অবদান অনস্বীকার্য । আক্রমণভাগে রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস মোট 22টি গোল করেছেন । মাঝমাঠে লুই গার্সিয়া, জাভি হার্নান্দেজের পারফরমেন্স ATK-র জয়ের মূল কারণ । হাবাস বলছেন, স্প্যানিশ ফুটবলার দলে নিলে তাদের খেলার পদ্ধতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে সুবিধা হবে । তা ছাড়া স্প্যানিশ ফুটবলারদের পেশাদার মানসিকতা কাজের পক্ষে সুবিধাজনক ।
হাবাস মানেই কড়া শৃঙ্খলা । নতুন মরশুমে যা প্রথম দিন থেকে দলে বলবৎ করতে চান তিনি । তাই নতুন রিক্রুটের ক্ষেত্রে মাঠ এবং মাঠের বাইরে শৃঙ্খলাপরায়ণ ফুটবলারদের দিকে জোর দেওয়ার কথা বলছেন । দীর্ঘদিন ভারতে কোচিং করার সুবাদে ফুটবল নিয়ে মানুষের আবেগ বোঝেন তিনি । কলকাতার ফুটবল আবেগ তাঁর জানা । আর মোহনবাগানের সঙ্গে ATK-র গাঁটছড়া মানে সমর্থকদের প্রত্যাশার চাপ বৃদ্ধি । তা সামলানোর জন্য প্রথম দিন থেকেই দলকে শক্ত হাতে বাঁধতে চান । তাই কোরোনা পরিস্থিতিতে ISL-এর ভবিষ্যৎ নিয়ে ছবিটা পরিষ্কার না হলেও হাবাস তাঁর কাজ শুরু করে দিয়েছেন ।