কলকাতা, 27 ফেব্রুয়ারি : ড্র করলেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেয়ে যাবে এটিকে মোহনবাগান । কিন্তু এক পয়েন্ট নয় তিন পয়েন্টের জন্য ঝাঁপাতে চায় সবুজ মেরুন ব্রিগেড । প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি চলতি আইএসএলে অন্যতম শক্তিশালী দল । তাদের বিরুদ্ধে প্রথম পর্বের লড়াইয়ে হেরেছিলেন রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসরা । এবার মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ । তবে, মুম্বই যথেষ্ট ভালো ছন্দে রয়েছে।
শেষ ম্যাচে ওড়িশার বিরুদ্ধে মুম্বই সিটি এফসির 6-1 গোলে জয় দাপুটে পারফরম্যান্সের চিহ্ন । সেকথা মাথায় রেখে এটিকে মোহনবাগানের চাণক্য বলছেন, "আমরা জেতার জন্য তৈরি হচ্ছি। ড্র করার জন্য নয় । সেই রকম চিন্তা আমাদের সাজঘরে নেই।" রবিবারের ম্যাচে মুম্বই উগো বুমোজকে পাবে না । যা তাদের কাছে বড় ধাক্কা । অন্যদিকে, শুভাশিস বসুর কার্ড সমস্যা ছাড়া এটিকে মোহনবাগানের প্রত্যেক ফুটবলার তৈরি । হাবাস জানিয়েছেন চোট সমস্যা কাটিয়ে এডু গার্সিয়া এবং মার্সেলিনহো ফিরে এসেছেন। "প্রতিযোগিতা এমনই । আপনি কোনও মুহূর্তকে বেছে নিতে পারবেন না এবং সেটা সব দলের জন্য প্রযোজ্য । আমাদের দলে অতীতে কিছু সমস্যা ছিল । এখন তা নেই । মুম্বই এফসির বিরুদ্ধে শেষ ম্যাচ ড্র হতে পারত । যদি এডু গার্সিয়া গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ না হতেন । তবে, আমি কোনও অজুহাত দিচ্ছি না । ফুটবলে এমন হয়ে থাকে । এখন নতুন প্রেক্ষাপটে নতুন ম্যাচ । আমরা জেতার জন্য নিজেদের অভিজ্ঞতা কাজে লাগাব," দলের মানসিকতা এভাবেই তুলে ধরেছেন সবুজ মেরুন চাণক্য।
প্রতিপক্ষের আক্রমণভাগের শক্তি নিয়ে সমীহ হাবাসের মুখে । ফন্ড্রে এবং ওবেচের মতো ফুটবলার যে কোনও মুহূর্তে ম্যাচ ঘোরাতে পারেন বলে বিশ্বাস করেন তিনি। ওড়িশার বিরুদ্ধে ভারতীয় ফুটবলার বিপিন হ্যাটট্রিক করেছেন । তাই রবিবার চাপে থাকবেন না বললেও হাবাস জানিয়েছেন, "ওদের দলে একাধিক ভালো ফুটবলার রয়েছে । আমাদের আক্রমণ এবং রক্ষণভাগের মধ্যে ভারসাম্য রাখতে হবে।" মুম্বই যেখানে বড় ব্যবধানে জয়ের আত্মবিশ্বাস নিয়ে রবিবার নামবে ৷ সেখানে পয়েন্ট হারানোর ক্ষত প্রীতম, প্রবীরদের কাঁটা, একথা মানতে নারাজ এটিকে মোহনবাগানের স্প্যানিশ হেডস্যার । তাঁর মতে, "আমরা পাঁচটি ম্যাচ জয়ের পরে ড্র করেছি । আইএসএলে সব ম্যাচ জেতা সম্ভব নয় । আমরা শেষ ম্যাচে পয়েন্ট হারানোর ধাক্কা নিয়ে চিন্তায় নেই । বরং তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নামব।"
আরও পড়ুন : প্লে অফের প্রতিপক্ষ নিয়ে মুখ খুলতে নারাজ হাবাস
রয় কৃষ্ণের প্রশংসা হাবাসের মুখে । টানা খেলার ধকল সামলে নিয়মিত গোল করে চলেছেন ফিজিয়ান স্ট্রাইকার । তাঁর কাছ থেকে আরও ভালো খেলার প্রত্যাশা হাবাসের । তবে, তাঁর দল রক্ষণ সামলে জয়ের জন্য ঝাঁপাবে, তা ফের মনে করিয়ে দিয়েছেন। বলা হচ্ছে, রবিবারের ম্যাচ ইতিহাসে জায়গা করে নেওয়ার । "নিসন্দেহে ঐতিহাসিক মুহূর্ত । তবে, এর জন্য মনসংযোগ জরুরি । আমরা তিন পয়েন্টের জন্য খেলব । আমাদের প্রতিপক্ষ যথেষ্ট শক্তিশালী এবং তাঁদের আক্রমণভাগ যে কোনও রক্ষণ ভাঙার শক্তি ধরে," সমীহের সুর হাবাসের গলায়।