ETV Bharat / sports

শেষ ম্যাচ জিতেও চ্যাম্পিয়নশিপের ভাগ্য ঝুলে রইল পিয়ারলেসের - Calcutta Football League

পিয়ারলেসের কলকাতা লিগ জেতা এখন সময়ের অপেক্ষা । শেষ ম্যাচে জর্জের আস্ফালনকে হেলায় উড়িয়ে জিতল পিয়ারলেস । শেষ পর্যন্ত লিগ যে তাঁবুতেই যাক, এবারের লিগ হয়ে থাকল ক্রোমাময় ।

পিয়ারলেস
author img

By

Published : Sep 29, 2019, 7:42 PM IST

Updated : Sep 29, 2019, 8:14 PM IST

বারাসত, 29 সেপ্টেম্বর : ময়দানে বিস্ময়কর অঘটন না ঘটলে, পিয়ারলেসের কলকাতা লিগ জেতা এখন সময়ের অপেক্ষা । শেষ ম্যাচে জর্জের আস্ফালনকে হেলায় উড়িয়ে জিতল পিয়ারলেস । শেষ পর্যন্ত লিগ যে তাঁবুতেই যাক, এবারের লিগ হয়ে থাকল ক্রোমাময় । দুই গোল করে লিগের শেষ ম্যাচেও লাইবেরিয়ান তারকা আবার জাত চেনালেন ।

খেলা শুরু থেকেই জর্জ বক্সে চাপ তৈরি করতে থাকে পিয়ারলেস । প্রথমার্ধের 36 মিনিটে অনিল কিস্কুর পাস ধরে দুর্দান্ত ফিনিশ করেন ক্রোমা । এই গোলের পরই চাপে পড়ে যান জর্জের ফুটবলাররা৷ এরপর দ্বিতীয়ার্ধে খেলায় ঝাঁজ বাড়িয়ে 51 মিনিটে ব্যবধান বাড়ায় পিয়ারলেস ৷ এবারও সেই ক্রোমা ৷ মদয়াদানের স্বঘোষিত মেসির দাপটে ম্যাচ থেকে তখন হারিয়ে গেচে জর্জ ৷ খেলার শেষে বিজয়ী দলের কোচ জহর দাসের হুংকার, স্প্যানিশ কোচ ও ফুটবলাররা ময়দানে অচল । জল কাদার মাঠে স্প্যানিশ খেলোয়াড়দের দুর্বলতা প্রতিম্যাচে চোখে পড়েছে ৷ । তাঁর মতে এই মুহূর্তের ময়দানের সেরা খেলোয়াড় ক্রোমা, কামো , ডোডোজ়রাই ।

ভিডিয়োয় দেখুন

বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে ম্যাচের শেষে খেলোয়াড়দের সঙ্গে উদযাপনে ভাসতে দেখা গেল জহর দাসকে । নিজের স্ত্রী ও মাকে জয় উৎসর্গ করেন পিয়ারলেস কোচ । এদিকে সংবাদ মাধ্যমের সামনে ক্রোমা তাঁর প্রিয় অভিনেতা শাহরুখ খানের লিপে জনপ্রিয় গান "কুছ কুছ হোতা হ্যায়"-র দু'কলি গেয়ে শোনান । ক্রোমা জানান, ভবানীপুর ম্যাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ৷ পিয়ারলেস শিবির মনে করছে , তাঁরা কার্যত চ্যাম্পিয়ন হয়ে গেছে । খেলার শেষে উৎসব তাঁরই প্রমাণ ৷ এখন প্রতীক্ষা ইস্টবেঙ্গল বনাম কাস্টমস ম্যাচের ফলাফলের । এই ম্যাচে ইস্টবেঙ্গলকে সাত গোলে জিততে হবে ৷

বারাসত, 29 সেপ্টেম্বর : ময়দানে বিস্ময়কর অঘটন না ঘটলে, পিয়ারলেসের কলকাতা লিগ জেতা এখন সময়ের অপেক্ষা । শেষ ম্যাচে জর্জের আস্ফালনকে হেলায় উড়িয়ে জিতল পিয়ারলেস । শেষ পর্যন্ত লিগ যে তাঁবুতেই যাক, এবারের লিগ হয়ে থাকল ক্রোমাময় । দুই গোল করে লিগের শেষ ম্যাচেও লাইবেরিয়ান তারকা আবার জাত চেনালেন ।

খেলা শুরু থেকেই জর্জ বক্সে চাপ তৈরি করতে থাকে পিয়ারলেস । প্রথমার্ধের 36 মিনিটে অনিল কিস্কুর পাস ধরে দুর্দান্ত ফিনিশ করেন ক্রোমা । এই গোলের পরই চাপে পড়ে যান জর্জের ফুটবলাররা৷ এরপর দ্বিতীয়ার্ধে খেলায় ঝাঁজ বাড়িয়ে 51 মিনিটে ব্যবধান বাড়ায় পিয়ারলেস ৷ এবারও সেই ক্রোমা ৷ মদয়াদানের স্বঘোষিত মেসির দাপটে ম্যাচ থেকে তখন হারিয়ে গেচে জর্জ ৷ খেলার শেষে বিজয়ী দলের কোচ জহর দাসের হুংকার, স্প্যানিশ কোচ ও ফুটবলাররা ময়দানে অচল । জল কাদার মাঠে স্প্যানিশ খেলোয়াড়দের দুর্বলতা প্রতিম্যাচে চোখে পড়েছে ৷ । তাঁর মতে এই মুহূর্তের ময়দানের সেরা খেলোয়াড় ক্রোমা, কামো , ডোডোজ়রাই ।

ভিডিয়োয় দেখুন

বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে ম্যাচের শেষে খেলোয়াড়দের সঙ্গে উদযাপনে ভাসতে দেখা গেল জহর দাসকে । নিজের স্ত্রী ও মাকে জয় উৎসর্গ করেন পিয়ারলেস কোচ । এদিকে সংবাদ মাধ্যমের সামনে ক্রোমা তাঁর প্রিয় অভিনেতা শাহরুখ খানের লিপে জনপ্রিয় গান "কুছ কুছ হোতা হ্যায়"-র দু'কলি গেয়ে শোনান । ক্রোমা জানান, ভবানীপুর ম্যাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ৷ পিয়ারলেস শিবির মনে করছে , তাঁরা কার্যত চ্যাম্পিয়ন হয়ে গেছে । খেলার শেষে উৎসব তাঁরই প্রমাণ ৷ এখন প্রতীক্ষা ইস্টবেঙ্গল বনাম কাস্টমস ম্যাচের ফলাফলের । এই ম্যাচে ইস্টবেঙ্গলকে সাত গোলে জিততে হবে ৷

Intro:পিয়ারলেস ২ জর্জ ০


বারাসতঃ ময়দানে বিস্ময়কর অঘটন না কলকাতা লীগ পাওয়া পিয়ারলেসের সময়ের অপেক্ষা। শেষ ম্যাচে জর্জের আস্ফালন কে হেলায় উড়িয়ে জিতল পিয়ারলেস । এবারের লীগ হয়ে থাকল ক্রোমাময় । দু গোল করে লীগের শেষ ম্যাচেও লাইবেরিয়ান তারকা আবার জাত চেনালেন । দুটি গোল ৩৬ মিনিটে ও ৫১ মিনিটে। অনিল কিস্কু মারফত বল পেয়ে সহজাত দক্ষতায় ক্রোমা গোল দুটি করেন ।
খেলা শুরু থেকেই চাপ তৈরি করতে থাকে পিয়ারলেস।প্রথমার্ধে ৩৬ মিনিটে অনিল কিস্কুর পাস ধরে স্বকীয় দক্ষতায় গোল করে যায় পিয়ারলেস এর ক্রোমা। আর এই গোল থেকেই খানিকটা চাপে পড়ে খেলার খেই হারায় জর্জের খেলোয়াড় রা।এরপর দ্বিতীয়ার্ধে খেলায় ঝাঁজ বাড়িয়ে ৫১ মিনিটে ব্যাবধান বাড়ায় ক্রোমা।খেলার শেষে বিজয়ী দলের কোচ জহর দাস বলেন স্প্যানিশ কোচ ও ফুটবলার রা ময়দানে অচল । জল কাদার মাঠে নবাগত স্প্যানিশ খেলোয়াড়দের দুর্বলতা প্রকট ।তাঁর মতে এমূহূর্তে এই মুহূর্তের সেরা খেলোয়াড় ক্রোমা, কামো , ডোডোস রা । শুধু তাই নয় ময়দানের খেপ খেলা প্লেয়াররা যে কার্যকরী তাও জানান তিনি।বারাসাতের এই ম্যাচের শেষে অন্যান্য খেলোয়াড় ও বিজয়ী দলের কোচ কে উদ্দীপনায় ভাসতে দেখা গেল।আর নিজের স্ত্রী পূজা ও মা কে আজকের ম্যাচে জেতার জন্য উৎসর্গ করেন। এছাড়া সংবাদ মাধ্যমের সামনে ক্রোমা তার প্রিয় অভিনেতা শাহরুখ খানের লিপে গান "আপ তো মেরা দিল,,,,,,,,,,কুছ কুছ হোতা হে ,দু কলী শোনান। কিয়াতম্বো এদিন ও পিয়ারলেস ডিফেন্সে দুর্ভেদ্য ছিলেন। তিনি অবশ্য জর্জের ম্যাচের চেয়ে গুরুত্ব দিলেন রেনবো ম্যাচ কে । ক্রোমা যিনি নিজেকে এদিনও কোলকাতার মেসি বলে দাবি করলেন , তাঁর মতে ভবানীপুর ম্যাচ টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ॥ অর্থাৎ মোহন বাগান ইস্টবেঙ্গল ম্যাচে জয় কে অত্যন্ত স্বাভাবিক ঘটনা মানে করছেন তাঁরা । জহর দাস একেই মানে করছেন সাফল্য । তবে পিয়ারলেস শিবির মনে করছে , তাঁরা কার্যত চ্যাম্পিয়ন হয়ে গ্যাছেন। খেলার শেষে উৎসব তাঁরই অনুষঙ্গ ॥ তবুও কোথাও একটু ফাঁক থেকে গ্যাছে । তাঁরা এদিন মাঠ থেকেই খাতায় কলমে চ্যাম্পিয়ন হয়ে ফিরতে চান । এখন প্রতীক্ষা ইস্টবেঙ্গল ম্যাচের ফলাফলের ।Body:পিয়ারলেস ২ জর্জ ০


বারাসতঃ ময়দানে বিস্ময়কর অঘটন না কলকাতা লীগ পাওয়া পিয়ারলেসের সময়ের অপেক্ষা। শেষ ম্যাচে জর্জের আস্ফালন কে হেলায় উড়িয়ে জিতল পিয়ারলেস । এবারের লীগ হয়ে থাকল ক্রোমাময় । দু গোল করে লীগের শেষ ম্যাচেও লাইবেরিয়ান তারকা আবার জাত চেনালেন । দুটি গোল ৩৬ মিনিটে ও ৫১ মিনিটে। অনিল কিস্কু মারফত বল পেয়ে সহজাত দক্ষতায় ক্রোমা গোল দুটি করেন ।
খেলা শুরু থেকেই চাপ তৈরি করতে থাকে পিয়ারলেস।প্রথমার্ধে ৩৬ মিনিটে অনিল কিস্কুর পাস ধরে স্বকীয় দক্ষতায় গোল করে যায় পিয়ারলেস এর ক্রোমা। আর এই গোল থেকেই খানিকটা চাপে পড়ে খেলার খেই হারায় জর্জের খেলোয়াড় রা।এরপর দ্বিতীয়ার্ধে খেলায় ঝাঁজ বাড়িয়ে ৫১ মিনিটে ব্যাবধান বাড়ায় ক্রোমা।খেলার শেষে বিজয়ী দলের কোচ জহর দাস বলেন স্প্যানিশ কোচ ও ফুটবলার রা ময়দানে অচল । জল কাদার মাঠে নবাগত স্প্যানিশ খেলোয়াড়দের দুর্বলতা প্রকট ।তাঁর মতে এমূহূর্তে এই মুহূর্তের সেরা খেলোয়াড় ক্রোমা, কামো , ডোডোস রা । শুধু তাই নয় ময়দানের খেপ খেলা প্লেয়াররা যে কার্যকরী তাও জানান তিনি।বারাসাতের এই ম্যাচের শেষে অন্যান্য খেলোয়াড় ও বিজয়ী দলের কোচ কে উদ্দীপনায় ভাসতে দেখা গেল।আর নিজের স্ত্রী পূজা ও মা কে আজকের ম্যাচে জেতার জন্য উৎসর্গ করেন। এছাড়া সংবাদ মাধ্যমের সামনে ক্রোমা তার প্রিয় অভিনেতা শাহরুখ খানের লিপে গান "আপ তো মেরা দিল,,,,,,,,,,কুছ কুছ হোতা হে ,দু কলী শোনান। কিয়াতম্বো এদিন ও পিয়ারলেস ডিফেন্সে দুর্ভেদ্য ছিলেন। তিনি অবশ্য জর্জের ম্যাচের চেয়ে গুরুত্ব দিলেন রেনবো ম্যাচ কে । ক্রোমা যিনি নিজেকে এদিনও কোলকাতার মেসি বলে দাবি করলেন , তাঁর মতে ভবানীপুর ম্যাচ টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ॥ অর্থাৎ মোহন বাগান ইস্টবেঙ্গল ম্যাচে জয় কে অত্যন্ত স্বাভাবিক ঘটনা মানে করছেন তাঁরা । জহর দাস একেই মানে করছেন সাফল্য । তবে পিয়ারলেস শিবির মনে করছে , তাঁরা কার্যত চ্যাম্পিয়ন হয়ে গ্যাছেন। খেলার শেষে উৎসব তাঁরই অনুষঙ্গ ॥ তবুও কোথাও একটু ফাঁক থেকে গ্যাছে । তাঁরা এদিন মাঠ থেকেই খাতায় কলমে চ্যাম্পিয়ন হয়ে ফিরতে চান । এখন প্রতীক্ষা ইস্টবেঙ্গল ম্যাচের ফলাফলের ।Conclusion:পিয়ারলেস ২ জর্জ ০


বারাসতঃ ময়দানে বিস্ময়কর অঘটন না কলকাতা লীগ পাওয়া পিয়ারলেসের সময়ের অপেক্ষা। শেষ ম্যাচে জর্জের আস্ফালন কে হেলায় উড়িয়ে জিতল পিয়ারলেস । এবারের লীগ হয়ে থাকল ক্রোমাময় । দু গোল করে লীগের শেষ ম্যাচেও লাইবেরিয়ান তারকা আবার জাত চেনালেন । দুটি গোল ৩৬ মিনিটে ও ৫১ মিনিটে। অনিল কিস্কু মারফত বল পেয়ে সহজাত দক্ষতায় ক্রোমা গোল দুটি করেন ।
খেলা শুরু থেকেই চাপ তৈরি করতে থাকে পিয়ারলেস।প্রথমার্ধে ৩৬ মিনিটে অনিল কিস্কুর পাস ধরে স্বকীয় দক্ষতায় গোল করে যায় পিয়ারলেস এর ক্রোমা। আর এই গোল থেকেই খানিকটা চাপে পড়ে খেলার খেই হারায় জর্জের খেলোয়াড় রা।এরপর দ্বিতীয়ার্ধে খেলায় ঝাঁজ বাড়িয়ে ৫১ মিনিটে ব্যাবধান বাড়ায় ক্রোমা।খেলার শেষে বিজয়ী দলের কোচ জহর দাস বলেন স্প্যানিশ কোচ ও ফুটবলার রা ময়দানে অচল । জল কাদার মাঠে নবাগত স্প্যানিশ খেলোয়াড়দের দুর্বলতা প্রকট ।তাঁর মতে এমূহূর্তে এই মুহূর্তের সেরা খেলোয়াড় ক্রোমা, কামো , ডোডোস রা । শুধু তাই নয় ময়দানের খেপ খেলা প্লেয়াররা যে কার্যকরী তাও জানান তিনি।বারাসাতের এই ম্যাচের শেষে অন্যান্য খেলোয়াড় ও বিজয়ী দলের কোচ কে উদ্দীপনায় ভাসতে দেখা গেল।আর নিজের স্ত্রী পূজা ও মা কে আজকের ম্যাচে জেতার জন্য উৎসর্গ করেন। এছাড়া সংবাদ মাধ্যমের সামনে ক্রোমা তার প্রিয় অভিনেতা শাহরুখ খানের লিপে গান "আপ তো মেরা দিল,,,,,,,,,,কুছ কুছ হোতা হে ,দু কলী শোনান। কিয়াতম্বো এদিন ও পিয়ারলেস ডিফেন্সে দুর্ভেদ্য ছিলেন। তিনি অবশ্য জর্জের ম্যাচের চেয়ে গুরুত্ব দিলেন রেনবো ম্যাচ কে । ক্রোমা যিনি নিজেকে এদিনও কোলকাতার মেসি বলে দাবি করলেন , তাঁর মতে ভবানীপুর ম্যাচ টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ॥ অর্থাৎ মোহন বাগান ইস্টবেঙ্গল ম্যাচে জয় কে অত্যন্ত স্বাভাবিক ঘটনা মানে করছেন তাঁরা । জহর দাস একেই মানে করছেন সাফল্য । তবে পিয়ারলেস শিবির মনে করছে , তাঁরা কার্যত চ্যাম্পিয়ন হয়ে গ্যাছেন। খেলার শেষে উৎসব তাঁরই অনুষঙ্গ ॥ তবুও কোথাও একটু ফাঁক থেকে গ্যাছে । তাঁরা এদিন মাঠ থেকেই খাতায় কলমে চ্যাম্পিয়ন হয়ে ফিরতে চান । এখন প্রতীক্ষা ইস্টবেঙ্গল ম্যাচের ফলাফলের ।
Last Updated : Sep 29, 2019, 8:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.