রিও ডি জেনেইরো, 25 জানুয়ারি : 2016 সালের চাপেকোয়েনসের ভয়াবহ স্মৃতি ফিরল ব্রাজ়িলে ৷ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল ব্রাজ়িলের পালমাস ক্লাবের চার ফুটবলারের ৷ মৃত্যু হয়েছে ক্লাব প্রেসিডেন্টেরও ৷
ব্রাজ়িলের ফোর্থ ডিবিশনের ক্লাব পালমাস ৷ রবিবার একটি ঘরোয়া টুর্নামেন্টের জন্য দলের চার ফুটবলারকে বিমানে করে নিয়ে যাওয়ার কথা ছিল ৷ তাঁদের সঙ্গে ছিলেন পালমাস ক্লাব প্রেসিডেন্ট লুকাস মেইরাও ৷ কিন্তু বিমানটি টেক অফের পরই ভেঙে পড়ে ৷ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব প্রেসিডেন্ট মেইরা সহ লুকাস প্রাক্সিডাস, গুলিহারমি নোই, রানুওল এবং মার্কাস মোলিনহারি নামে ওই চার ফুটবলারের ৷ বিমানচালকেরও মৃত্যু হয়েছে ৷
-
A very sad day for Brazilian football 💔
— Brasil Football 🇧🇷 (@BrasilEdition) January 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
4 players from Palmas, along with the club’s president and the pilot passed away in a tragic plane crash. There were no survivors. pic.twitter.com/TLjt0XbpNn
">A very sad day for Brazilian football 💔
— Brasil Football 🇧🇷 (@BrasilEdition) January 24, 2021
4 players from Palmas, along with the club’s president and the pilot passed away in a tragic plane crash. There were no survivors. pic.twitter.com/TLjt0XbpNnA very sad day for Brazilian football 💔
— Brasil Football 🇧🇷 (@BrasilEdition) January 24, 2021
4 players from Palmas, along with the club’s president and the pilot passed away in a tragic plane crash. There were no survivors. pic.twitter.com/TLjt0XbpNn
আরও পড়ুন : হায়দরাবাদ এফসি থেকে ইস্টবেঙ্গলে সুব্রত পাল
দুর্ঘটনার পর পালমাস ক্লাবের তরফে বিবৃতিতে জানানো হয়, "টোকানটাইনিজ় অ্যাভিয়েশন অ্যাসোসিয়েশনের রানওয়ে থেকে বিমানটি টেক অফ করার পরই ভেঙে পড়ে ৷ আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে দুর্ঘটনায় প্রত্যেকের মৃত্যু হয়েছে ৷" টোকানটাইনিজ় অ্যাভিয়েশন হল পালমাসের একটি ছোট্ট বিমানঘাঁটি ৷
চাপেকোয়েনস বিমান দুর্ঘটনা
2016-র নভেম্বরে ব্রাজ়িলের চাপেকোয়েনস টিমের ফুটবলারদের নিয়ে ভেঙে পড়েছিল একটি বিমান ৷ কলম্বিয়ায় কোপা সুদামেরিকার ফাইনাল খেলতে যাচ্ছিলেন চাপেকোয়েনসের ফুটবলাররা ৷ মৃত্যু হয়েছিল টিমের বেশিরভাগ খেলোয়াড়ের ৷ ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল 71 জনের ৷