ETV Bharat / sports

Yashasvi in WTC Final 2023: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে 'গ্রিন কার্ড' যশস্বীর

author img

By

Published : May 29, 2023, 7:08 PM IST

ভারতী টেস্ট দলের 'গ্রিন কার্ড' পেয়ে গেলেন যশস্বী জয়সওয়াল ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় স্কোয়াডে বিকল্প ক্রিকেটার হিসেবে যোগ দিয়েছেন তিনি ৷ আইসিসি আজ দলের দুই দলের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ৷

Yashasvi in WTC Final 2023 ETV BHARAT
Yashasvi in WTC Final 2023

কলকাতা, 29 মে: হাতে আর মাত্র 9টা দিন ৷ তারপরেই শুরু হয়ে যাবে বহু প্রতিক্ষিত বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বৈরথ ৷ একদিকে গতবারের রানার-আপ ভারত এবং উলটো দিকে প্রথমবার ফাইনাল খেলা অস্ট্রেলিয়া ৷ আইসিসি অফিসিয়ালি আজ দুই দলের ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ৷ যে ম্যাচের ফাইনাল টিম লিস্ট আইসিসি-র কাছে জমা পড়ার আগে, শেষ মুহূর্তে ভারতীয় দলের 'গ্রিন কার্ড' পেয়ে গেলেন যশস্বী জয়সওয়াল ৷ তবে, 15 জনের প্রাথমিক দলে নয় ৷ সুযোগ পেয়েছেন বিকল্প প্লেয়ার হিসেবে ৷

তবে, বিকল্প ক্রিকেটার হিসেবে এর আগে রুতুরাজ গায়কোয়াড়কে দলে রেখেছিল বিসিসিআই ৷ শোনা যাচ্ছে, তিনি বোর্ডের কাছে 5 জুনের পর ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন ৷ কারণ, তাঁর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রুতুরাজ ৷ তবে, 7 জুন থেকে শুরু হওয়া ফাইনাল ম্যাচের শেষ মুহূর্তে রুতুরাজের এই আবেদনে সাড়া দেওয়া সম্ভব হয়নি ৷ তাই তাঁর বদলে যস্বশী জয়সওয়াল বিকল্প ক্রিকেটার হিসেবে যোগ দিয়েছেন ৷

উল্লেখ্য, আইপিএল শুরু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে 15 জনের প্রাথমিক দল ঘোষণা করে দিয়েছিল বিসিসিআই (টিম তালিকা) ৷ সেই সঙ্গে 4 জন বিকল্প ক্রিকেটারের নামও ঘোষণা করা হয় ৷ সেখানে নাম ছিল রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষান, সূর্যকুমার যাদব এবং মুকেশ কুমারের ৷ কেএল রাহুল হ্যামস্ট্রিংয়ে মারাত্মক চোট পেয়ে 4 মাসের জন্য মাঠের বাইরে চলে যান ৷ সেখানে 15 জনের দলে জায়গা পান ঈশান কিষাণ ৷

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে মঙ্গলবারই লন্ডন পাড়ি বিরাটদের

এই পরিস্থিতিতে আইপিএল-এ দূরন্ত পারফর্ম করার পর, যশস্বী জয়সওয়ালকে ভারতীয় দলে যুক্ত করার দাবি ওঠে ৷ যদিও, ক্রিকেট বিশেষজ্ঞরা তাঁকে সীমিত ওভারের জন্য ভারতীয় দলে জায়গা দেওয়ার পক্ষপাতি ছিলেন ৷ কিন্তু, 2022-23 রঞ্জি মরশুমে যশস্বী যথেষ্ট ভালো পারফর্ম্যান্স করেছিলেন ৷ সেই সঙ্গে আইপিএল-এ তাঁর ব্যাটিং ক্লাস সোজা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের দরজা খুলে দেয় যশস্বীর ৷ সঙ্গে রুতুরাজের না থাকা, বাড়তি সুবিধা করে দিল মুম্বইকরকে ৷

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপে রাহুলের পরিবর্ত ঈশান, ঘোষণা বিসিসিআইয়ের

এমনকি গতকালই লন্ডনের বিমানে রোহিত শর্মার সঙ্গে ছবি পোস্ট করেছিলেন যশস্বী জয়সওয়াল ৷ আজ আইসিসি-র চূড়ান্ত দলের তালিকা প্রকাশ হতেই সেই খবরে সিলমোহর পড়ল ৷ অন্যদিকে, গতকাল লন্ডন পৌঁছে আজ ভারতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন, বিরাট কোহলি, রোহিত শর্মা, ঈশান কিষাণ এবং জয়দেব উনাদকট ৷ কাউন্টি দল থেকে জাতীয় দলের ডিউটিতে যোগ দিয়েছেন চেতেশ্বর পূজারাও ৷ বিসিসিআই দলের অনুশীলনের ছবি পোস্ট করেছে টুইটারে ৷

কলকাতা, 29 মে: হাতে আর মাত্র 9টা দিন ৷ তারপরেই শুরু হয়ে যাবে বহু প্রতিক্ষিত বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বৈরথ ৷ একদিকে গতবারের রানার-আপ ভারত এবং উলটো দিকে প্রথমবার ফাইনাল খেলা অস্ট্রেলিয়া ৷ আইসিসি অফিসিয়ালি আজ দুই দলের ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ৷ যে ম্যাচের ফাইনাল টিম লিস্ট আইসিসি-র কাছে জমা পড়ার আগে, শেষ মুহূর্তে ভারতীয় দলের 'গ্রিন কার্ড' পেয়ে গেলেন যশস্বী জয়সওয়াল ৷ তবে, 15 জনের প্রাথমিক দলে নয় ৷ সুযোগ পেয়েছেন বিকল্প প্লেয়ার হিসেবে ৷

তবে, বিকল্প ক্রিকেটার হিসেবে এর আগে রুতুরাজ গায়কোয়াড়কে দলে রেখেছিল বিসিসিআই ৷ শোনা যাচ্ছে, তিনি বোর্ডের কাছে 5 জুনের পর ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন ৷ কারণ, তাঁর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রুতুরাজ ৷ তবে, 7 জুন থেকে শুরু হওয়া ফাইনাল ম্যাচের শেষ মুহূর্তে রুতুরাজের এই আবেদনে সাড়া দেওয়া সম্ভব হয়নি ৷ তাই তাঁর বদলে যস্বশী জয়সওয়াল বিকল্প ক্রিকেটার হিসেবে যোগ দিয়েছেন ৷

উল্লেখ্য, আইপিএল শুরু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে 15 জনের প্রাথমিক দল ঘোষণা করে দিয়েছিল বিসিসিআই (টিম তালিকা) ৷ সেই সঙ্গে 4 জন বিকল্প ক্রিকেটারের নামও ঘোষণা করা হয় ৷ সেখানে নাম ছিল রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষান, সূর্যকুমার যাদব এবং মুকেশ কুমারের ৷ কেএল রাহুল হ্যামস্ট্রিংয়ে মারাত্মক চোট পেয়ে 4 মাসের জন্য মাঠের বাইরে চলে যান ৷ সেখানে 15 জনের দলে জায়গা পান ঈশান কিষাণ ৷

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে মঙ্গলবারই লন্ডন পাড়ি বিরাটদের

এই পরিস্থিতিতে আইপিএল-এ দূরন্ত পারফর্ম করার পর, যশস্বী জয়সওয়ালকে ভারতীয় দলে যুক্ত করার দাবি ওঠে ৷ যদিও, ক্রিকেট বিশেষজ্ঞরা তাঁকে সীমিত ওভারের জন্য ভারতীয় দলে জায়গা দেওয়ার পক্ষপাতি ছিলেন ৷ কিন্তু, 2022-23 রঞ্জি মরশুমে যশস্বী যথেষ্ট ভালো পারফর্ম্যান্স করেছিলেন ৷ সেই সঙ্গে আইপিএল-এ তাঁর ব্যাটিং ক্লাস সোজা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের দরজা খুলে দেয় যশস্বীর ৷ সঙ্গে রুতুরাজের না থাকা, বাড়তি সুবিধা করে দিল মুম্বইকরকে ৷

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপে রাহুলের পরিবর্ত ঈশান, ঘোষণা বিসিসিআইয়ের

এমনকি গতকালই লন্ডনের বিমানে রোহিত শর্মার সঙ্গে ছবি পোস্ট করেছিলেন যশস্বী জয়সওয়াল ৷ আজ আইসিসি-র চূড়ান্ত দলের তালিকা প্রকাশ হতেই সেই খবরে সিলমোহর পড়ল ৷ অন্যদিকে, গতকাল লন্ডন পৌঁছে আজ ভারতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন, বিরাট কোহলি, রোহিত শর্মা, ঈশান কিষাণ এবং জয়দেব উনাদকট ৷ কাউন্টি দল থেকে জাতীয় দলের ডিউটিতে যোগ দিয়েছেন চেতেশ্বর পূজারাও ৷ বিসিসিআই দলের অনুশীলনের ছবি পোস্ট করেছে টুইটারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.