ETV Bharat / sports

WTC final : বৃষ্টিতে ভেস্তে গেল চতুর্থ দিনের খেলা

বৃষ্টির কারণে ফাইনাল টেস্টে প্রথমদিন খেলা হয়নি ৷ চতুর্থদিনও সাউদাম্পটনের রোজ বোলের মাঠে বল গড়াল না ৷

wtc-final
wtc-final
author img

By

Published : Jun 21, 2021, 8:21 PM IST

সাউদাম্পটন, 21 জুন : কী হওয়ার কথা ছিল আর কী হচ্ছে ! কথা ছিল ব্যাটে রানের ফুলঝুরি ছোটানোর ৷ পেসারদের ভেলকি দেখানোর ৷ কিন্তু ম্যাচ স্কোরের পরিবর্তে এখন বৃষ্টির পরিমাপ গুনতে হচ্ছে ৷ ভেস্তে গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিনের খেলা ৷ প্রবল বৃষ্টি ও ভিজে মাঠের জন্য নামতেই পারলেন না ভারত ও নিউজ়িল্যান্ডের খেলোয়াড়রা ৷ বৃষ্টির চোটে লাঞ্চের পরও শুরু করা যায়নি খেলা ৷ অতএব চতুর্থ দিনের খেলা বাতিল ঘোষণা করতে বাধ্য হলেন ম্যাচ অফিসিয়ালরা ৷ আইসিসি ও বিসিসিআইয়ের তরফে আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেওয়া হয়েছে ৷

গতকাল রাত থেকে সাউদাম্পটনে বৃষ্টি চলছিল ৷ সকাল হতেই দেখা যায় ঢেকে রাখা হয়েছে পিচ ৷ আবহাওয়ার গতিপ্রকৃতি বলে দিচ্ছিল লক্ষণ ভালো নয় ৷ অবশেষে আশঙ্কা সত্যি প্রমাণিত হল ৷ নির্ধারিত সময় পরও বৃষ্টি না থামায় প্রথম সেশনের খেলা বাতিল হয় ৷ আশা করা হচ্ছিল লাঞ্চের পর শুরু হতে পারে খেলা ৷ লাঞ্চের পর বৃষ্টি হালকা হলেও ম্যাচ শুরু করা সম্ভব হয়নি ৷ অনেকক্ষণ অপেক্ষার পর শেষমেশ চতুর্থ দিনের খেলা বাতিল ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা ৷

এই নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বৃষ্টির জন্য দু‘দিন খেলা ভেস্তে গেল ৷ বৃষ্টির জন্য 18 জুন প্রথমদিনের খেলা শুরু করা যায়নি ৷ এরপর দ্বিতীয় দিন ম্যাচ শুরু হলেও খারাপ আলোর জন্য মাঠ ছাড়তে হয় বিরাটদের ৷ এই ডামাডোলের মধ্যে তৃতীয় দিনের খেলা কিছুটা সম্ভব হয়েছে ৷ কিন্তু বৃষ্টির দাপটে চতুর্থ দিনের খেলা শুরুই হল না ৷ বৃষ্টির কথা মাথায় রেখে ফাইনালে রিজার্ভ ডে-র ব্যবস্থা রেখেছে আইসিসি ৷ যা পরিস্থিতি তাতে খেলা রিজার্ভ ডে গড়াবেই ৷ 23 জুন পর্যন্ত হবে খেলা ৷ ফলে আর মাত্র দুদিন হাতে রয়েছে ৷

আরও পড়ুন : 22 গজের উত্তেজক ম্যাচে ভিলেন যখন বৃষ্টি

পরিস্থিতি দেখে ইতিমধ্যেই ষষ্ঠদিনের টিকিট বিক্রির তোড়জোড় শুরু করে দিয়েছে আইসিসি ৷ তবে টিকিটের দাম কমানো হচ্ছে ৷ পাশাপাশি প্রথমদিন ও চতুর্থদিনের টিকিট যাঁরা কেটেছিলেন ষষ্ঠদিনে তাঁদের প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে ৷

সাউদাম্পটন, 21 জুন : কী হওয়ার কথা ছিল আর কী হচ্ছে ! কথা ছিল ব্যাটে রানের ফুলঝুরি ছোটানোর ৷ পেসারদের ভেলকি দেখানোর ৷ কিন্তু ম্যাচ স্কোরের পরিবর্তে এখন বৃষ্টির পরিমাপ গুনতে হচ্ছে ৷ ভেস্তে গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিনের খেলা ৷ প্রবল বৃষ্টি ও ভিজে মাঠের জন্য নামতেই পারলেন না ভারত ও নিউজ়িল্যান্ডের খেলোয়াড়রা ৷ বৃষ্টির চোটে লাঞ্চের পরও শুরু করা যায়নি খেলা ৷ অতএব চতুর্থ দিনের খেলা বাতিল ঘোষণা করতে বাধ্য হলেন ম্যাচ অফিসিয়ালরা ৷ আইসিসি ও বিসিসিআইয়ের তরফে আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেওয়া হয়েছে ৷

গতকাল রাত থেকে সাউদাম্পটনে বৃষ্টি চলছিল ৷ সকাল হতেই দেখা যায় ঢেকে রাখা হয়েছে পিচ ৷ আবহাওয়ার গতিপ্রকৃতি বলে দিচ্ছিল লক্ষণ ভালো নয় ৷ অবশেষে আশঙ্কা সত্যি প্রমাণিত হল ৷ নির্ধারিত সময় পরও বৃষ্টি না থামায় প্রথম সেশনের খেলা বাতিল হয় ৷ আশা করা হচ্ছিল লাঞ্চের পর শুরু হতে পারে খেলা ৷ লাঞ্চের পর বৃষ্টি হালকা হলেও ম্যাচ শুরু করা সম্ভব হয়নি ৷ অনেকক্ষণ অপেক্ষার পর শেষমেশ চতুর্থ দিনের খেলা বাতিল ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা ৷

এই নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বৃষ্টির জন্য দু‘দিন খেলা ভেস্তে গেল ৷ বৃষ্টির জন্য 18 জুন প্রথমদিনের খেলা শুরু করা যায়নি ৷ এরপর দ্বিতীয় দিন ম্যাচ শুরু হলেও খারাপ আলোর জন্য মাঠ ছাড়তে হয় বিরাটদের ৷ এই ডামাডোলের মধ্যে তৃতীয় দিনের খেলা কিছুটা সম্ভব হয়েছে ৷ কিন্তু বৃষ্টির দাপটে চতুর্থ দিনের খেলা শুরুই হল না ৷ বৃষ্টির কথা মাথায় রেখে ফাইনালে রিজার্ভ ডে-র ব্যবস্থা রেখেছে আইসিসি ৷ যা পরিস্থিতি তাতে খেলা রিজার্ভ ডে গড়াবেই ৷ 23 জুন পর্যন্ত হবে খেলা ৷ ফলে আর মাত্র দুদিন হাতে রয়েছে ৷

আরও পড়ুন : 22 গজের উত্তেজক ম্যাচে ভিলেন যখন বৃষ্টি

পরিস্থিতি দেখে ইতিমধ্যেই ষষ্ঠদিনের টিকিট বিক্রির তোড়জোড় শুরু করে দিয়েছে আইসিসি ৷ তবে টিকিটের দাম কমানো হচ্ছে ৷ পাশাপাশি প্রথমদিন ও চতুর্থদিনের টিকিট যাঁরা কেটেছিলেন ষষ্ঠদিনে তাঁদের প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.