কলকাতা, 30 মে : আইপিএল আত্মপ্রকাশে বাজিমাত গুজরাত টাইটান্সের ৷ যার পরতে পরতে জড়িয়ে রূপকথার মত একাধিক প্রত্যাবর্তনের কাহিনি ৷ টাইটান্স ম্যানেজমেন্ট এমন একটা সময় হার্দিক পান্ডিয়ার হাতে দলের দায়িত্ব সঁপে দিয়েছিল, যখন 2022 আইপিএলকে কেরিয়ারে ফিরে আসার মঞ্চ হিসেবে দেখছেন দেশের ইউটিলিটি অলরাউন্ডার ৷ তালিকা দীর্ঘ করেছেন বঙ্গ ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ৷ জাতীয় দলে ব্রাত্য হয়ে যিনি এই আইপিএলকে প্রতিবাদের মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন । দলের জয়ে অন্যতম কারিগর হিসেবে অবদান রাখতে যিনি সক্ষমও হয়েছেন (Wriddhiman Saha the forgotten hero behind Gujrat Titans success on maiden appearance) ৷
2022 আইপিএলের আগে জাতীয় দল থেকে বাদ পড়া, সেই বাদ পড়া নিয়ে তাঁর বিতর্কিত মন্তব্য ৷ পরে বাংলার হয়েও না-খেলার সিদ্ধান্ত নিলে পাপালির দায়বদ্ধতা নিয়েও জোরাল প্রশ্ন উঠেছিল ৷ আইপিএলের মেগা নিলামেও প্রথমে দল পাননি বাংলার এই স্টাম্পার-ব্যাটার ৷ সমস্তকিছুরই জবাব দেওয়ার মঞ্চ ছিল আইপিএল ৷ যেটা সুনিপুণ দক্ষতায় করলেন শিলিগুড়ির এই ক্রিকেটার। পঞ্চদশ আইপিএলে 11টি ম্যাচ খেলে ঋদ্ধিমানের সংগ্রহ 317 রান। একই দলে ছিলেন বাংলার আরেক ক্রিকেটার মহম্মদ শামি । যিনিও 16 ম্যাচে 20 উইকেট নিয়ে গুজরাতের ট্রফি জয়ের পিছনে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন ।
রবিবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ঋদ্ধি বলেন, "এটা আমার পঞ্চম আইপিএল ফাইনাল । দ্বিতীয়বার আইপিএল জিতলাম, ভাল লাগছে । নিলামের পর অনেকে বলেছিল, আমাদের দল নাকি ভাল হয়নি । আমরা তাদের ভুল প্রমাণ করলাম ।" সতীর্থ মহম্মদ শামির প্রশংসাও করেন ঋদ্ধিমান । আইপিএলে শামির প্রথম বলটির প্রশংসা করে ঋদ্ধি বলেন, "টুর্নামেন্টে ওর প্রথম বলটা অসাধারণ ছিল ৷ সবাই কিছু না কিছু অবদান রেখেছে । এটা দলগতভাবে ভাল খেলার জন্যই সম্ভব হয়েছে ।"
আরও পড়ুন : অন্ধকার কাটিয়ে আইপিএল জন্ম দিল দৃঢ়চেতা ও সংযমী হার্দিকের
অপরদিকে মহম্মদ শামি বলেন, “প্রতিযোগিতার শুরুটা ভাল হওয়া প্রয়োজন ছিল ৷ ঋদ্ধির সঙ্গে আমার 20 বছরের সম্পর্ক ৷ ফলত আমরা একে অপরকে খুব ভালভাবে চিনি ৷ ভাল লাগছে এই জয় পেয়ে ৷" আইপিএল শেষ ৷ এবার জাতীয় দলের দায়িত্ব সামলাবেন শামি ৷ তবে লড়াই জারি ঋদ্ধির জন্য ৷ তার আগে আপাতত শুধুই পরিবারের সঙ্গে সময় কাটানো ৷