আহমেদাবাদ, 7 মার্চ: আড়াই দিনে শেষ হয়ে গিয়েছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট । ব়্যাঙ্ক টার্নারে বিধ্বস্ত হয়েছে রোহিত অ্যান্ড কোং । জটিল হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অংকটাও । ইন্দোরে 9 উইকেটে জিতে ইতিমধ্যে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া । অংক আমেদাবাদে চতুর্থ টেস্টে ফের জয়ের সরণিতে অজিদের বিপক্ষে ওভালে ফাইনালে নামার ছাড়পত্র পেয়ে যাবে ভারত । তার আগে রঙের উৎসবে মাতল টিম ইন্ডিয়া (Team India celebrates holi ahead of 4th Test) ।
সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন দলের ওপেনার শুভমন গিল । তাতে দেখা যাচ্ছে আনন্দে মাতোয়ারা রোহিত শর্মা, বিরাট কোহলিরা । গিলের ঠিক পেছনেই রয়েছেন বিরাট । মুখ ভর্তি রং । উচ্ছ্বাসে মেতেছেন কোহলি । 2019 সালে শেষবার সেঞ্চুরি এসেছিল বিরাট ব্যাটে । আমেদাবাদ টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট নিশ্চিত করার পাশাপাশি ব্যাটে খরা কাটানোর চেষ্টাও করবেন তিনি । তার আগে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়ার প্রাক্তন স্কিপার ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
কোহলির পেছনে রয়েছেন রোহিত । কোহলির দিকে রং ছুড়ছেন ক্যাপ্টেন । পাশ থেকে উচ্ছ্বাসে যোগ দিচ্ছেন শ্রেয়স আইয়ার । টিম বাসের ভেতরে সিলসিলা সিনেমার 'রং বরষে' গানের তালে নাচছেন দলের সদস্যরা । ভিডিয়োর ক্যাপশনে গিল লিখেছেন, 'ভারতীয় ক্রিকেট দলের পক্ষ থেকে সবাইকে হোলির শুভেচ্ছা' ।
আরও পড়ুন: 'চ্যাম্পিয়নরা ফেরার রাস্তা চেনে', কোহলির কামব্যাকের অপেক্ষায় পান্টার
প্রসঙ্গত, আমেদাবাদে চতুর্থ টেস্ট জিতলেই ফাইনালে নামার ছাড়পত্র পেয়ে যাবে ভারত । যদি গুজরাত টেস্ট ড্র হয় বা ভারতীয় দল অজিদের কাছে হেরে যায়, তাহলেও ভারতের সামনে ফাইনালের দরজা খোলা থাকছে । তবে রোহিত অ্যান্ড কোং'কে তখন তাকিয়ে থাকতে হবে অন্য দলের উপর (ICC World Test Championship Final)।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তখন টিম ইন্ডিয়ার ভাগ্য নির্ভর করবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচের ফলাফলের উপর । অস্ট্রেলিয়া 68.52 শতাংশ পয়েন্ট নিয়ে ডব্লিউটিসি টেবিলের শীর্ষে রয়েছে । এখনও পর্যন্ত 18টি ম্যাচে 11টি জয় এবং 4টি ড্রয়ের ফলে অস্ট্রেলিয়ার সংগ্রহ 148 পয়েন্ট । ভারতের বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্ট হেরে গেলেও তারা শীর্ষেই থাকবে ।