ETV Bharat / sports

ICC World Cup 2023: বয়সের নিরিখে সবচেয়ে অভিজ্ঞ 5 ক্রিকেটার, 2023 বিশ্বকাপে চোখ থাকবে যাঁদের দিকে

Top Five Elderly Players in Cricket World Cup: বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক পাঁচ ক্রিকেটার, যাঁরা এই টুর্নামেন্টে নিজেদের দলের হয়ে নির্ণায়ক ভূমিকা পালন করতে পারেন ৷ যে তালিকায় রয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন ৷ রয়েছেন আফগানিস্তানের মহম্মদ নবি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 3:02 PM IST

Updated : Oct 2, 2023, 3:11 PM IST

হায়দরাবাদ, 2 অক্টোবর: আর মাত্র তিনদিন ৷ আগামী 5 অক্টোবর ভারতের মাটিতে ঢাকে কাঠি পড়ছে ক্রিকেট বিশ্বকাপের ৷ 46 দিনের এই প্রতিযোগিতায় অনুষ্ঠিত হবে 48টি ম্যাচ ৷ যেখান অনেক ক্রিকেটার যেমন প্রথমবার বিশ্বকাপের মঞ্চে নামবেন ৷ তেমনি বহু ক্রিকেটার রয়েছে, যাঁদের এটি শেষ বিশ্বকাপ হতে পারে ৷ তেমনই বয়সের দিক থেকে পাঁচজন সবচেয়ে সিনিয়র ক্রিকেটারের দিকে নজর থাকবে ৷ যাঁরা এই বিশ্বকাপে প্রভাব ফেলতে পারেন ৷

ওয়েসলি বেরেসি

ডাচ এই ক্রিকেটারের এটি শেষ বিশ্বকাপ ৷ নেদারল্যান্ডসের ব্যাটার ওয়েসলি বারেসি ক্রিকেট বিশ্বকাপ 2023-এ খেলা সবচেয়ে বয়স্ক ক্রিকেটার ৷ তাঁর বয়স 39 বছর 152 দিন ৷ 2010 সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে ওয়েসলির অভিষেক হয় ৷ তিনি 45টি ওয়ান-ডে খেলেছেন ৷ যার মধ্যে 44 ইনিংসে 30.58 গড়ে 1,193 রান করেছেন তিনি ৷ একটি সেঞ্চুরি ও আটটি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর ৷ স্ট্রাইক রেট 78.48 এবং সর্বোচ্চ স্কোর 137 রান ৷

রোয়েলফ ইরাসমাস ভ্যান ডার মারউই

ভ্যান ডার মেরউই নেদারল্যান্ডসের দ্বিতীয় সবচেয়ে বয়স্ক খেলোয়াড় ৷ ডাচ হলেও, বাঁ-হাতি এই স্পিনার কেরিয়ারের অনেকটা সময় দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ৷ মেরউইয়ের বয়স 38 বছর 257 দিন ৷ 2019 সালে নেদারল্যান্ডসের হয়ে তার ওডিআই অভিষেক হয় ৷ মারউই এখন পর্যন্ত 16টি ওয়ান-ডে ম্যাচে 19 উইকেট নিয়েছেন ৷ ওয়ান-ডে'তে তাঁর ইকনমি রেট 4.98 ৷ মারউই'র বোলিং গড় 36.05 ৷

আরও পড়ুন: দলের ভারসাম্যের কারণে ভারত বিশ্বকাপ জয়ের দাবিদার, মত রোহিতের ছোটবেলার কোচের

মহম্মদ নবি

বয়সের নিরিখে তৃতীয়স্থানে আছেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মহম্মদ নবি ৷ তাঁর বয়স 38 বছর 270 দিন ৷ 2015 বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে তাঁর অভিষেক হয় ৷ নবি 147টি ওয়ান-ডে খেলেছেন, যার মধ্যে 131টি ইনিংসে 27.18 গড়ে 3 হাজার 153 রান করেছেন ৷ তাঁর ওয়ান ডে কেরিয়ারে একটি সেঞ্চুরি এবং 16টি হাফ সেঞ্চুরি রয়েছে ৷ অলরাউন্ডার নবি তাঁর দুর্দান্ত বোলিংয়ের জন্যও পরিচিত ৷ মহম্মদ নবি নিয়েছেন 154 উইকেট ৷ তাঁর সেরা বোলিং পারফরম্যান্স হল 30 রানে 4 উইকেট ৷ তাঁর ওয়ান-ডে ইকনমি রেট 4.29 ৷

আরও পড়ুন: পারিবারিক কারণে জরুরি ভিত্তিতে মুম্বই ফিরলেন বিরাট, সোমবারই যোগ দিতে পারেন দলের সঙ্গে

মাহমুদুল্লাহ রিয়াদ

বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ তালিকার চতুর্থ বয়স্ক খেলোয়াড় ৷ তাঁর বয়স 37 বছর 240 দিন ৷ মাহমুদউল্লাহ বাংলাদেশের হয়ে 221টি ওয়ান-ডে খেলেছেন ৷ যার মধ্যে তিনি 192 ইনিংসে 35.35 গড়ে 5 হাজার 20 রান করেছেন ৷ যার মধ্যে 3টি সেঞ্চুরি এবং 27টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর ৷ মেহমুদউল্লাহর সর্বোচ্চ স্কোর 150 রান ৷ 5.21 ইকনমি-সহ 82 উইকেট নিয়েছেন তিনি ৷ 4 রানে 3 উইকেট তাঁর সেরা বোলিং পরিসংখ্যান ওয়ান-ডে ক্রিকেটে ৷

রবিচন্দ্রন অশ্বিন

2023 বিশ্বকাপে খেলা সবচেয়ে বয়স্ক খেলোয়াড়দের তালিকায় ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের নাম পাঁচ নম্বরে রয়েছে ৷ অক্ষর প্যাটেলের জায়গায় তিনি শেষ মুহূর্তে ভারতের বিশ্বকাপ দলে ডাক পান ৷ 115টি ওয়ান-ডে ম্যাচে অশ্বিন 155 উইকেট নিয়েছেন ৷ তাঁর ইকনমি রেট 4.94 ৷ 25 রানে 4 উইকেট অশ্বিনের সেরা পারফরম্যান্স ৷ আর ব্যাটিংয়ে একটি হাফ সেঞ্চুরি-সহ 63 ইনিংসে 707 রান করেছেন ৷ রবিচন্দ্রন অশ্বিনের সর্বোচ্চ স্কোর 65 রান ৷

হায়দরাবাদ, 2 অক্টোবর: আর মাত্র তিনদিন ৷ আগামী 5 অক্টোবর ভারতের মাটিতে ঢাকে কাঠি পড়ছে ক্রিকেট বিশ্বকাপের ৷ 46 দিনের এই প্রতিযোগিতায় অনুষ্ঠিত হবে 48টি ম্যাচ ৷ যেখান অনেক ক্রিকেটার যেমন প্রথমবার বিশ্বকাপের মঞ্চে নামবেন ৷ তেমনি বহু ক্রিকেটার রয়েছে, যাঁদের এটি শেষ বিশ্বকাপ হতে পারে ৷ তেমনই বয়সের দিক থেকে পাঁচজন সবচেয়ে সিনিয়র ক্রিকেটারের দিকে নজর থাকবে ৷ যাঁরা এই বিশ্বকাপে প্রভাব ফেলতে পারেন ৷

ওয়েসলি বেরেসি

ডাচ এই ক্রিকেটারের এটি শেষ বিশ্বকাপ ৷ নেদারল্যান্ডসের ব্যাটার ওয়েসলি বারেসি ক্রিকেট বিশ্বকাপ 2023-এ খেলা সবচেয়ে বয়স্ক ক্রিকেটার ৷ তাঁর বয়স 39 বছর 152 দিন ৷ 2010 সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে ওয়েসলির অভিষেক হয় ৷ তিনি 45টি ওয়ান-ডে খেলেছেন ৷ যার মধ্যে 44 ইনিংসে 30.58 গড়ে 1,193 রান করেছেন তিনি ৷ একটি সেঞ্চুরি ও আটটি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর ৷ স্ট্রাইক রেট 78.48 এবং সর্বোচ্চ স্কোর 137 রান ৷

রোয়েলফ ইরাসমাস ভ্যান ডার মারউই

ভ্যান ডার মেরউই নেদারল্যান্ডসের দ্বিতীয় সবচেয়ে বয়স্ক খেলোয়াড় ৷ ডাচ হলেও, বাঁ-হাতি এই স্পিনার কেরিয়ারের অনেকটা সময় দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ৷ মেরউইয়ের বয়স 38 বছর 257 দিন ৷ 2019 সালে নেদারল্যান্ডসের হয়ে তার ওডিআই অভিষেক হয় ৷ মারউই এখন পর্যন্ত 16টি ওয়ান-ডে ম্যাচে 19 উইকেট নিয়েছেন ৷ ওয়ান-ডে'তে তাঁর ইকনমি রেট 4.98 ৷ মারউই'র বোলিং গড় 36.05 ৷

আরও পড়ুন: দলের ভারসাম্যের কারণে ভারত বিশ্বকাপ জয়ের দাবিদার, মত রোহিতের ছোটবেলার কোচের

মহম্মদ নবি

বয়সের নিরিখে তৃতীয়স্থানে আছেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মহম্মদ নবি ৷ তাঁর বয়স 38 বছর 270 দিন ৷ 2015 বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে তাঁর অভিষেক হয় ৷ নবি 147টি ওয়ান-ডে খেলেছেন, যার মধ্যে 131টি ইনিংসে 27.18 গড়ে 3 হাজার 153 রান করেছেন ৷ তাঁর ওয়ান ডে কেরিয়ারে একটি সেঞ্চুরি এবং 16টি হাফ সেঞ্চুরি রয়েছে ৷ অলরাউন্ডার নবি তাঁর দুর্দান্ত বোলিংয়ের জন্যও পরিচিত ৷ মহম্মদ নবি নিয়েছেন 154 উইকেট ৷ তাঁর সেরা বোলিং পারফরম্যান্স হল 30 রানে 4 উইকেট ৷ তাঁর ওয়ান-ডে ইকনমি রেট 4.29 ৷

আরও পড়ুন: পারিবারিক কারণে জরুরি ভিত্তিতে মুম্বই ফিরলেন বিরাট, সোমবারই যোগ দিতে পারেন দলের সঙ্গে

মাহমুদুল্লাহ রিয়াদ

বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ তালিকার চতুর্থ বয়স্ক খেলোয়াড় ৷ তাঁর বয়স 37 বছর 240 দিন ৷ মাহমুদউল্লাহ বাংলাদেশের হয়ে 221টি ওয়ান-ডে খেলেছেন ৷ যার মধ্যে তিনি 192 ইনিংসে 35.35 গড়ে 5 হাজার 20 রান করেছেন ৷ যার মধ্যে 3টি সেঞ্চুরি এবং 27টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর ৷ মেহমুদউল্লাহর সর্বোচ্চ স্কোর 150 রান ৷ 5.21 ইকনমি-সহ 82 উইকেট নিয়েছেন তিনি ৷ 4 রানে 3 উইকেট তাঁর সেরা বোলিং পরিসংখ্যান ওয়ান-ডে ক্রিকেটে ৷

রবিচন্দ্রন অশ্বিন

2023 বিশ্বকাপে খেলা সবচেয়ে বয়স্ক খেলোয়াড়দের তালিকায় ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের নাম পাঁচ নম্বরে রয়েছে ৷ অক্ষর প্যাটেলের জায়গায় তিনি শেষ মুহূর্তে ভারতের বিশ্বকাপ দলে ডাক পান ৷ 115টি ওয়ান-ডে ম্যাচে অশ্বিন 155 উইকেট নিয়েছেন ৷ তাঁর ইকনমি রেট 4.94 ৷ 25 রানে 4 উইকেট অশ্বিনের সেরা পারফরম্যান্স ৷ আর ব্যাটিংয়ে একটি হাফ সেঞ্চুরি-সহ 63 ইনিংসে 707 রান করেছেন ৷ রবিচন্দ্রন অশ্বিনের সর্বোচ্চ স্কোর 65 রান ৷

Last Updated : Oct 2, 2023, 3:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.