ETV Bharat / sports

happy birthday MS Dhoni : বিরাট, রায়না, কইফদের শুভেচ্ছায় ভাসলেন চল্লিশের মাহি - ধোনির জন্মদিনে বিরাট কোহলিদের শুভেচ্ছা

আজ নিজের 40তম জন্মদিন পালন করছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷

ms dhoni birthday
ms dhoni birthday
author img

By

Published : Jul 7, 2021, 2:01 PM IST

রাঁচি, 7 জুলাই : ঘড়ির কাঁটা 12টা বাজার পর মহেন্দ্র সিং ধোনির রাঁচির ম্যানসনে কতটা উৎসব হয়েছে জানা নেই ৷ কিন্তু ধোনি অনুরাগীরা মাঝরাত থেকেই সেলিব্রেশন শুরু করে দিয়েছেন ৷ কোথাও ধোনির ছবি দেওয়া প্রমাণ সাইজ কেক এসেছে ৷ সোশাল মিডিয়া ধোনির ছবি, ভিডিয়োতে উপচে পড়ছে ৷ প্রাক্তন অধিনায়ককে শুভেচ্ছা জানাতে ভোলেননি বিরাট কোহলি, সুরেশ রায়না, যুজবেন্দ্র চহ্বালরা ৷ শুভেচ্ছা বার্তা এসেছে আইসিসি ও বিসিসিআইয়ের পক্ষ থেকে ৷

ধোনি সবসময় তাঁর ক্যাপ্টেন হয়ে থাকবেন ৷ কথাটা বিরাট কোহলির মুখে অনেকবারই শোনা গিয়েছে ৷ ক্যাপ্টেন কুল-এর 40তম জন্মদিনের শুভেচ্ছাবার্তায় বিরাট লিখলেন, শুভ জন্মদিন অধিনায়ক ৷ সঙ্গে লাভ ইমোজি ৷ পোস্টে 2011 বিশ্বকাপ জয়ের ছবি দিয়েছেন বর্তমান ভারত অধিনায়ক ৷ ধোনির কেরিয়ারের বিভিন্ন মুহূর্তের ভিডিয়োর কোলাজ করে শুভেচ্ছা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ৷ সঙ্গে ক্যাপশন, তাঁকে ক্যাপ্টেন কুল আখ্যা দেওয়ার পিছনে কয়েকটি কারণ দেওয়া হল ৷

  • Wishing you a very happy birthday @msdhoni You have been a friend, brother & a mentor to me, all one could ever ask for. May God bless you with good health & long life! Thank you for being an iconic player & a great leader.#HappyBirthdayDhoni ❤️🙌 pic.twitter.com/qeLExrMonJ

    — Suresh Raina🇮🇳 (@ImRaina) July 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিসিসিআইয়ের তরফে লেখা হয়েছে, "একজন কিংবদন্তি এবং অনুপ্রেরণাদায়ক ৷ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাই ৷" একইদিনে ধোনির সঙ্গে জাতীয় দল থেকে অবসর ঘোষণা করেছিলেন সুরেশ রায়না ৷ চেন্নাই সুপার কিংসের এই গুরুত্বপূর্ণ সদস্য ধোনির সঙ্গে কয়েকটি মুহূর্তের ভিডিয়ো টুইট করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "জন্মদিনের অনেক শুভেচ্ছা ধোনি ভাই ৷ আমার কাছে তুমি একজন বন্ধু, ভাই এবং মেন্টর ৷ তোমার সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করি ৷"

  • Mahi Bhai wishing you a very Happy Birthday!! A great friend in a captain!🙌

    Hope you have the best day and a great year ahead!! 🎂 @msdhoni pic.twitter.com/cjflB6hd8N

    — Ishant Sharma (@ImIshant) July 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Happy Birthday MS Dhoni : তিনি ম্যান ইউ-র ফ্যান, কিশোর কুমারের ভক্ত; চেনেন এই ধোনিকে ?

ধোনির জন্মদিনের একদিন পরই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন ৷ ভারতীয় ক্রিকেটের এই দুই প্রাক্তন নেতাকে শুভেচ্ছা জানিয়েছেন মহম্মদ কইফ ৷ তিনি লিখেছেন, কীভাবে জিততে হয় তা শিখিয়েছিলেন দাদা ৷ আর ধোনি সেই জয়টাকে অভ্যাসে পরিণত করেছিলেন ৷ দুটি প্রজন্মের দুই অধিনায়ক মাত্র একদিনের ব্যবধানে জন্মগ্রহণ করেছেন ৷ ভারতীয় ক্রিকেটকে সঠিক আকার দেওয়া এই দুজনকে জন্মদিনের শুভেচ্ছা জানাই ৷

হার্দিক পাণ্ডিয়া লিখেছেন, "আমার চিরকালের ভালবাসা এবং সবচেয়ে বড় বন্ধু ৷ শুভ জন্মদিন মাহি ভাই ৷ তোমার জন্য শুধুই ভালবাসা ৷" টুইটারে ধোনিকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন উমেশ যাদব, শ্রেয়াস আইয়ার, যুজবেন্দ্র চহ্বালরা ৷

  • Dada taught us youngsters how to win and Dhoni made it into a habit. Two great leaders from different eras born just a day apart. Happy birthday to the men who shaped Indian cricket.@msdhoni @SGanguly99 pic.twitter.com/l8F7qaPlWr

    — Mohammad Kaif (@MohammadKaif) July 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাঁচি, 7 জুলাই : ঘড়ির কাঁটা 12টা বাজার পর মহেন্দ্র সিং ধোনির রাঁচির ম্যানসনে কতটা উৎসব হয়েছে জানা নেই ৷ কিন্তু ধোনি অনুরাগীরা মাঝরাত থেকেই সেলিব্রেশন শুরু করে দিয়েছেন ৷ কোথাও ধোনির ছবি দেওয়া প্রমাণ সাইজ কেক এসেছে ৷ সোশাল মিডিয়া ধোনির ছবি, ভিডিয়োতে উপচে পড়ছে ৷ প্রাক্তন অধিনায়ককে শুভেচ্ছা জানাতে ভোলেননি বিরাট কোহলি, সুরেশ রায়না, যুজবেন্দ্র চহ্বালরা ৷ শুভেচ্ছা বার্তা এসেছে আইসিসি ও বিসিসিআইয়ের পক্ষ থেকে ৷

ধোনি সবসময় তাঁর ক্যাপ্টেন হয়ে থাকবেন ৷ কথাটা বিরাট কোহলির মুখে অনেকবারই শোনা গিয়েছে ৷ ক্যাপ্টেন কুল-এর 40তম জন্মদিনের শুভেচ্ছাবার্তায় বিরাট লিখলেন, শুভ জন্মদিন অধিনায়ক ৷ সঙ্গে লাভ ইমোজি ৷ পোস্টে 2011 বিশ্বকাপ জয়ের ছবি দিয়েছেন বর্তমান ভারত অধিনায়ক ৷ ধোনির কেরিয়ারের বিভিন্ন মুহূর্তের ভিডিয়োর কোলাজ করে শুভেচ্ছা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ৷ সঙ্গে ক্যাপশন, তাঁকে ক্যাপ্টেন কুল আখ্যা দেওয়ার পিছনে কয়েকটি কারণ দেওয়া হল ৷

  • Wishing you a very happy birthday @msdhoni You have been a friend, brother & a mentor to me, all one could ever ask for. May God bless you with good health & long life! Thank you for being an iconic player & a great leader.#HappyBirthdayDhoni ❤️🙌 pic.twitter.com/qeLExrMonJ

    — Suresh Raina🇮🇳 (@ImRaina) July 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিসিসিআইয়ের তরফে লেখা হয়েছে, "একজন কিংবদন্তি এবং অনুপ্রেরণাদায়ক ৷ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাই ৷" একইদিনে ধোনির সঙ্গে জাতীয় দল থেকে অবসর ঘোষণা করেছিলেন সুরেশ রায়না ৷ চেন্নাই সুপার কিংসের এই গুরুত্বপূর্ণ সদস্য ধোনির সঙ্গে কয়েকটি মুহূর্তের ভিডিয়ো টুইট করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "জন্মদিনের অনেক শুভেচ্ছা ধোনি ভাই ৷ আমার কাছে তুমি একজন বন্ধু, ভাই এবং মেন্টর ৷ তোমার সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করি ৷"

  • Mahi Bhai wishing you a very Happy Birthday!! A great friend in a captain!🙌

    Hope you have the best day and a great year ahead!! 🎂 @msdhoni pic.twitter.com/cjflB6hd8N

    — Ishant Sharma (@ImIshant) July 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Happy Birthday MS Dhoni : তিনি ম্যান ইউ-র ফ্যান, কিশোর কুমারের ভক্ত; চেনেন এই ধোনিকে ?

ধোনির জন্মদিনের একদিন পরই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন ৷ ভারতীয় ক্রিকেটের এই দুই প্রাক্তন নেতাকে শুভেচ্ছা জানিয়েছেন মহম্মদ কইফ ৷ তিনি লিখেছেন, কীভাবে জিততে হয় তা শিখিয়েছিলেন দাদা ৷ আর ধোনি সেই জয়টাকে অভ্যাসে পরিণত করেছিলেন ৷ দুটি প্রজন্মের দুই অধিনায়ক মাত্র একদিনের ব্যবধানে জন্মগ্রহণ করেছেন ৷ ভারতীয় ক্রিকেটকে সঠিক আকার দেওয়া এই দুজনকে জন্মদিনের শুভেচ্ছা জানাই ৷

হার্দিক পাণ্ডিয়া লিখেছেন, "আমার চিরকালের ভালবাসা এবং সবচেয়ে বড় বন্ধু ৷ শুভ জন্মদিন মাহি ভাই ৷ তোমার জন্য শুধুই ভালবাসা ৷" টুইটারে ধোনিকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন উমেশ যাদব, শ্রেয়াস আইয়ার, যুজবেন্দ্র চহ্বালরা ৷

  • Dada taught us youngsters how to win and Dhoni made it into a habit. Two great leaders from different eras born just a day apart. Happy birthday to the men who shaped Indian cricket.@msdhoni @SGanguly99 pic.twitter.com/l8F7qaPlWr

    — Mohammad Kaif (@MohammadKaif) July 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.