মুম্বই, 28 মে : লাদাখে মর্মান্তিক পথ দুর্ঘটনায় 9 জওয়ানের মৃত্যুতে সমবেদনা জ্ঞাপন করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli expresses grief on deaths of soldiers in Ladakh bus accident) ৷ শুক্রবার আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার হেরে ফাইনালের আগেই অভিযান শেষ হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ৷ সেই ম্যাচ নিয়ে বা ফের দলের খেতাব অধরা রয়ে যাওয়া নিয়ে যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও ভাব ব্যক্ত করেননি বিরাট ৷
তবে গতকালের দুর্ঘটনায় সেনা জওয়ানদের মৃত্যুতে শোকপ্রকাশ করে বিরাট শনিবার টুইটারে লেখেন, "সাহসী সেনাদের প্রাণ হারানোর ঘটনা আমি বিধ্বস্ত ৷ শোকাহত পরিবারবর্গের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল ৷ আহত সেনা জওয়াানদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷" 26 জন জওয়ানকে নিয়ে সেনার একটি গাড়ি শুক্রবার পর্তাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে লেহ জেলার তুরটুকে ফরওয়ার্ড ক্যাম্পে যাওয়ার সময় পাহাড়ি রাস্তা থেকে প্রায় 50 ফুট নিচে পড়ে যায় ৷ সেখানেই গুরুতর আহত 7 সেনা জওয়ানের মৃত্যু হয় ৷ পরে হরিয়ানার পঞ্চকুলার হাসপাতালে মারা যান আরও 2 জওয়ান ৷
-
Devastated to hear about the loss of lives of our brave soldiers. My condolences to the bereaved families and praying for the speedy recovery of all those who are injured.🙏
— Virat Kohli (@imVkohli) May 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Devastated to hear about the loss of lives of our brave soldiers. My condolences to the bereaved families and praying for the speedy recovery of all those who are injured.🙏
— Virat Kohli (@imVkohli) May 28, 2022Devastated to hear about the loss of lives of our brave soldiers. My condolences to the bereaved families and praying for the speedy recovery of all those who are injured.🙏
— Virat Kohli (@imVkohli) May 28, 2022
আরও পড়ুন : নদীতে পড়ল সেনার গাড়ি, লাদাখে মৃত 9 জওয়ান
কোহলির পাশাপাশি দুর্ঘটনায় শোকজ্ঞাপন করেছেন হরভজন সিং, গৌতম গম্ভীররাও ৷ টার্বুনেটর লেখেন, "লাদাখের দুর্ঘটনার খবরে মর্মাহত ৷ নিহত সেনা জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা রইল ৷ দেশের মানুষ নিহত জওয়ানদের পাশে রয়েছে ৷" প্রাক্তন জাতীয় ওপেনার তথা লখনউ সুপার জায়ান্টস মেন্টর গৌতম গম্ভীরও দুর্ঘটনায় শোক প্রকাশ করে সেনা জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ৷