ETV Bharat / sports

Virat Kohli on Captaincy: আইসিসি টুর্নামেন্ট না-জেতায় ব্যর্থ অধিনায়ক বলা হয়েছিল, বিস্ফোরক বিরাট - বিরাট কোহলি

তাঁকে ভারতের ব্যর্থ অধিনায়ক বলা হয়েছিল ৷ সেই নিয়েই এবার বিস্ফোরক বিরাট কোহলি ৷ তবে, তিনি নিজেকে কোনওদিন ব্যর্থ বলে মনে করেন না ৷ এর কারণ হিসেবে তিনি মনে করেন, তাঁর সময়ে ভারতের সাফল্য এসেছে (Virat Kohli on Captaincy) ৷

Virat Kohli on Captaincy ETV BHARAT
Virat Kohli on Captaincy
author img

By

Published : Feb 25, 2023, 7:15 PM IST

নয়াদিল্লি, 25 ফেব্রুয়ারি: তাঁর অধিনায়কত্বে কোনও আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি টিম ইন্ডিয়া ৷ তাই বিরাট কোহলিকে ভারতের ব্যর্থ অধিনায়ক বলা হয়েছিল (Virat Kohli Considers as Failed Captain) ৷ এমনটাই জানালেন মর্ডান ডে ক্রিকেটের গ্রেট বিরাট ৷ তবে, তিনি কোনও দিনই নিজেকে সেই জায়গা থেকে বিচার করে দেখেননি ৷ কারণ, টেস্ট ক্যাপ্টেন হিসেবে ম্যাচ জয় এবং তাঁর নেতৃত্ব দীর্ঘ সময় ভারত টেস্ট ক্রিকেটে এক নম্বর ছিল ৷

ভারতের সর্বকালের সেরা এবং সফল টেস্ট ক্যাপ্টেন বিরাট কোহলি ৷ অধিনায়ক হিসেবে বিরাট 40টি টেস্টে জয় পেয়েছেন ৷ যা ভারতের ‘ফ্যাব ফাইভ’ এর সময়েও হয়নি ৷ টানা 42 মাস ভারত টেস্ট ক্রিকেটে এক নম্বর জায়গা ধরে রেখেছিল ৷ এর বাইরে 65টি একদিনের ও 30টি টি-20 আন্তর্জাতিক ম্যাচ ভারত জিতেছে বিরাট কোহলির নেতৃত্বে ৷ উল্লেখ্য, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার-আপ এবং 2021 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত ৷ যদিও, ফাইনালের সময় বিরাট অধিনায়ক ছিলেন না ৷

আর এসব নিয়ে বলতে গিয়ে রীতিমতো বিস্ফোরক শোনাল বিরাটকে ৷ প্রাক্তন অধিনায়ক বলেন, ‘‘আপনি টুর্নামেন্টে খেলেন জেতার জন্যই ৷ কিন্তু, সত্যি বলছি, আমাকে নিয়ে অনেক বেশি বলা হয়েছে ৷ আমি 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি, 2019 বিশ্বকাপ এবং 2021 টেস্ট চ্যাম্পিয়নশিপে অধিনায়ক ছিলাম ৷ 3টে আইসিসি টুর্নামেন্টে অধিনায়কত্ব করে ফেলেছিলাম ৷ তার মধ্যে, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, বিশ্বকাপ সেমিফাইনাল এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দলকে তুলেছিল ৷ তারপর আমাকে বলা হচ্ছে ব্যর্থ অধিনায়ক ৷’’

আরও পড়ুন: খারাপ সময়ে পাশে পেয়েছিলেন ধোনিকে, ফের ‘অধিনায়ক’কে ধন্যবাদ কোহলির

এরপেরই তিনি জানান, নিজেকে সেই জায়গা থেকে কখনও বিচার করে দেখেননি ৷ তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দল হিসেবে কী অর্জন করেছেন ৷ আর দলে কোন ধরনের সংস্কৃতি রয়েছে, সেটা তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বলে জানান বিরাট কোহলি ৷ তিনি জানান, সেরা দলের চরিত্র হবে কঠোর ৷ সেখানে টুর্নামেন্ট জেতাটা জরুরি নয় ৷ দলের মানসিকতাটা জরুরি ৷ মানসিকতা ঠিক থাকলে জয় এমনই আসবে বলে জানান বিরাট ৷ এদিন আরসিবি-র পডকাস্টে এক সাক্ষাৎকারে কথাগুলি বলেন তিনি ৷

নয়াদিল্লি, 25 ফেব্রুয়ারি: তাঁর অধিনায়কত্বে কোনও আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি টিম ইন্ডিয়া ৷ তাই বিরাট কোহলিকে ভারতের ব্যর্থ অধিনায়ক বলা হয়েছিল (Virat Kohli Considers as Failed Captain) ৷ এমনটাই জানালেন মর্ডান ডে ক্রিকেটের গ্রেট বিরাট ৷ তবে, তিনি কোনও দিনই নিজেকে সেই জায়গা থেকে বিচার করে দেখেননি ৷ কারণ, টেস্ট ক্যাপ্টেন হিসেবে ম্যাচ জয় এবং তাঁর নেতৃত্ব দীর্ঘ সময় ভারত টেস্ট ক্রিকেটে এক নম্বর ছিল ৷

ভারতের সর্বকালের সেরা এবং সফল টেস্ট ক্যাপ্টেন বিরাট কোহলি ৷ অধিনায়ক হিসেবে বিরাট 40টি টেস্টে জয় পেয়েছেন ৷ যা ভারতের ‘ফ্যাব ফাইভ’ এর সময়েও হয়নি ৷ টানা 42 মাস ভারত টেস্ট ক্রিকেটে এক নম্বর জায়গা ধরে রেখেছিল ৷ এর বাইরে 65টি একদিনের ও 30টি টি-20 আন্তর্জাতিক ম্যাচ ভারত জিতেছে বিরাট কোহলির নেতৃত্বে ৷ উল্লেখ্য, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার-আপ এবং 2021 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত ৷ যদিও, ফাইনালের সময় বিরাট অধিনায়ক ছিলেন না ৷

আর এসব নিয়ে বলতে গিয়ে রীতিমতো বিস্ফোরক শোনাল বিরাটকে ৷ প্রাক্তন অধিনায়ক বলেন, ‘‘আপনি টুর্নামেন্টে খেলেন জেতার জন্যই ৷ কিন্তু, সত্যি বলছি, আমাকে নিয়ে অনেক বেশি বলা হয়েছে ৷ আমি 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি, 2019 বিশ্বকাপ এবং 2021 টেস্ট চ্যাম্পিয়নশিপে অধিনায়ক ছিলাম ৷ 3টে আইসিসি টুর্নামেন্টে অধিনায়কত্ব করে ফেলেছিলাম ৷ তার মধ্যে, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, বিশ্বকাপ সেমিফাইনাল এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দলকে তুলেছিল ৷ তারপর আমাকে বলা হচ্ছে ব্যর্থ অধিনায়ক ৷’’

আরও পড়ুন: খারাপ সময়ে পাশে পেয়েছিলেন ধোনিকে, ফের ‘অধিনায়ক’কে ধন্যবাদ কোহলির

এরপেরই তিনি জানান, নিজেকে সেই জায়গা থেকে কখনও বিচার করে দেখেননি ৷ তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দল হিসেবে কী অর্জন করেছেন ৷ আর দলে কোন ধরনের সংস্কৃতি রয়েছে, সেটা তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বলে জানান বিরাট কোহলি ৷ তিনি জানান, সেরা দলের চরিত্র হবে কঠোর ৷ সেখানে টুর্নামেন্ট জেতাটা জরুরি নয় ৷ দলের মানসিকতাটা জরুরি ৷ মানসিকতা ঠিক থাকলে জয় এমনই আসবে বলে জানান বিরাট ৷ এদিন আরসিবি-র পডকাস্টে এক সাক্ষাৎকারে কথাগুলি বলেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.