সাউদাম্পটন, 19 জুন : বিরাট কোহলির মুকুটে নতুন পালক ৷ টেস্টে ভারতকে সর্বাধিক ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়ক হলেন বিরাট কোহলি ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেতৃত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে মোট 61টি টেস্টে ম্যাচে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট ৷ ভাঙলেন মহেন্দ্র সিং ধোনির 60 ম্যাচে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড ৷
এতদিন এই রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনির দখলে ৷ যদিও আগেই ম্যাচ জেতার নিরিখে ধোনিকে টপকে গিয়েছেন বিরাট কোহলি ৷ 60টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ধোনি জিতেছিলেন 27টি ম্যাচ ৷ সেখানে কোহলি ইতিমধ্যেই জিতেছেন 36টি ম্যাচ ৷ আজ সাউদাম্পটনে টস করতে এসে ধোনির সর্বাধিক টেস্টে নেতৃত্ব দেওয়ার রেকর্ড ভাঙেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় ৷
একনজরে দেখে নেওয়া যাক দেশকে সর্বাধিক টেস্টে নেতৃত্ব দেওয়া পাঁচ অধিনায়কের পরিসংখ্যান-
- তালিকায় পঞ্চম স্থানে আছেন সুনীল গাভাসকর ৷ 47টি টেস্টে ভারতকে নেতৃত্ব দেন তিনি ৷ মোট 47টি ম্যাচের মধ্যে গাভাসকর দলকে জিতিয়েছেন 9টি ম্যাচে ৷ হেরেছেন 8টি টেস্টে ৷ ড্র করেছেন 30টিতে ৷
- চতুর্থ স্থানে থাকা মহম্মদ আজহারউদ্দিনও ভারতকে 47টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ৷ তিনি ভারতকে জিতিয়েছেন 14টি ম্যাচে ৷ হেরেছেন 14টি ম্যাচে ৷ 19টি ম্যাচ ড্র করেছেন আজহারউদ্দিন ৷
- তালিকায় তৃতীয় স্থানে আছেন বর্তমান ভারতীয় বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ জেতার বিষয়েও বাকি দুই পূর্বসূরিকে ছাপিয়ে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ 49টি টেস্টে 21টিতে জিতেছেন সৌরভ ৷ হারের মুখ দেখতে হয়েছে 13টি ম্যাচে ৷
- তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মহেন্দ্র সিং ধোনি ৷ 60টি ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়া ধোনি জিতেছেন 27টি ম্যাচ ৷ হেরেছেন 18টিতে ৷
- সবার উপরে চলে এলেন বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ মোট 61টি ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি ৷ এখনও পর্যন্ত জিতেছেন 36টি টেস্ট ৷ হেরেছেন 14টি ৷