নয়াদিল্লি, 6 ডিসেম্বর: এত বেশি ক্রিকেট ক্ষতি করছে অলরাউন্ডারদের ৷ ঠিক এমনটাই দাবি করলন প্রাক্তন প্রোটিয়া অল-রাউন্ডার জ্যাক কালিস ৷ আধুনিক ক্রিকেট তথা টেস্ট ক্রিকেটে যে এত অলরাউন্ডারের অভাব তার একটা কারণ এত বেশি ক্রিকেট ৷ স্যার গ্যারিফিল্ড সোবার্স একইসঙ্গে 8000-এর বেশি রান ও 235টি উইকেট শিকার করেছিলেন ৷ কালিস নিজেও 25000-এর বেশি রান ও তিন ফরম্যাট মিলিয়ে প্রায় 600-এর কাছাকাছি উইকেট নিয়েছেন ৷ রিচার্ড হ্যাডলি, ইমরান খান, কপিল দেব, ইয়ান বোথামদের মতো একাধিক অলরাউন্ডার একসময় ক্রিকেট দুনিয়া দাপিয়ে বেড়িয়েছেন ৷ কিন্ত আজ আর তেমন অলরাউন্ডারদের দেখা প্রায় মেলে না বললেই চলে ৷
কেউ কেউ বেন স্টোকস, শাকিব-আল-হাসান বা হার্দিক পান্ডিয়ার নাম করতে পারেন ঠিকই তবে বিভিন্ন ফরম্যাটে হ্যাডলি বা কপিলের মতো দাপট অনেকেরই নেই ৷ কারণ হিসেবে কালিস বলেন, "এটা কঠিন প্রশ্ন, অলরাউন্ডার প্রতিদিন তৈরি করা যায় না ৷ ইতিহাস ঘেঁটে দেখলেও খুব বেশি অলরাউন্ডার পাবেন না ৷ প্রচুর কারণ আছে বিশেষত যে পরিমাণ ক্রিকেট এখন খেলা হয় তা একটা বড় ভূমিকা নেয় ৷"
লেজেন্ডস লিগ ক্রিকেট খেলতে এই মুহূর্তে ভারতে রয়েছেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ৷ যদিও প্রাক্তন কেকেআর কোচ আইপিএল-এর নাম উল্লেখ করেননি ৷ তবে তিনি জানান 'ইমপ্যাক্ট প্লেয়ার' বিষয়টি তাঁর তেমন ভালো লাগে না ৷ কালিস বলেন, "এখন বেশ কিছু টি-20 লিগে সাবস্টিউট বিষয়টি এসেছে ৷ আমার এটা একেবারেই ভালো লাগে না ৷ যে সমস্ত টিমের ভালো অলরাউন্ডার নেই তারা 12 জনে খেলে ৷ আমার এটা ভালো লাগে না ৷"
তাঁর মতে বিভিন্ন কারণে এখন অলরাউন্ডার পাওয়া যাচ্ছে না ৷ অথচ তাঁরা ক্রিকেটে এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ৷ কিছুদিনের মধ্যেই দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল ৷ 31 বছর ধরে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিততে পারেনি ভারত ৷ এবারের সিরিজ নিয়ে কালিস বলেন, "ভারত অত্যন্ত ভালো দল ৷ কিন্তু দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারানো অত্যন্ত কঠিন ৷ সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকা সাহায্য পাবে আর ভারত সাহায্য পাবে নিউজিল্যান্ডে ৷ এটা দারুণ সিরিজ হতে চলেছে ৷ একটা দু'টো সেশন যাারা ভালো খেলবে তারাই এগিয়ে থাকবে ৷"
আরও পড়ুন: