ETV Bharat / sports

এটাই নিউজ়িল্যান্ডের সর্বকালের সেরা টেস্ট দল : হ্যাডলি - বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

বুধবারই, সাউদাম্পটনের রোজ বোলে ভারতকে হারিয়ে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব দখল করে নিউজ়িল্যান্ড ৷ এটাই কিউয়িদের প্রথম আইসিসি ট্রফি জয় ৷

স্যার রিচার্ড হার্ডলি
স্যার রিচার্ড হার্ডলি
author img

By

Published : Jun 24, 2021, 6:36 PM IST

ওয়েলিংটন, 24 জুন : কেন উইলিয়ানসনের বিশ্বজয়ী দলই নিউজ়িল্যান্ডের সর্বকালের সেরা টেস্ট দল বলে আখ্যা দিলেন স্যার রিচার্ড হ্যাডলি ৷ বলেন, শেষ দুই বছরে কেন উইলিয়ামসনের এই দলটি অসাধারণ পারফর্ম করেছে ৷

বুধবারই, সাউদাম্পটনের রোজ বোলে ভারতকে হারিয়ে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব দখল করে নিউজ়িল্যান্ড ৷ এটাই কিউয়িদের প্রথম আইসিসি ট্রফি জয় ৷ ট্রফি জয়ের পর একটি বিবৃতিতে হ্যাডলি বলেন, ‘‘এটি নিউজ়িল্যান্ডের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা দিন ৷ এটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জয় উদযাপনের দিন ৷ এটি একটি অসাধারণ টেস্ট ম্যাচ, যার পরতে পরতে ছিল উত্তেজনা ৷ দুরন্ত ভারতীয় দলের বিরুদ্ধে ব্ল্যাক ক্যাপসের অসাধারণ পারফরমেন্স ৷ বেশ কয়েক বছর কয়েকজন দুরন্ত ক্রিকেটার তুলে এনেছে নিউজ়িল্যান্ড ৷ যা বিশ্ব ক্রিকেটে আমাদের অন্যতম শক্তিতে পরিণত করেছে ৷ এটি বলা সঠিক হবে যে এই দলটি আমাদের ইতিহাসে সর্বকালের সেরা ৷’’

আরও পড়ুন : নিউজ়িল্যান্ড, বৃষ্টি, রিজার্ভ-ডে আর স্বপ্নভঙ্গ

পেস বোলিংয়ের অন্যতম সেরা হ্যাডলি টেস্টে 400 উইকেট নেওয়া প্রথম বোলার ৷ তাঁর কথায়, এই দলটি দুই বছরের কঠিন পরিশ্রমের ফসল ৷ তিনি বলেন, ‘‘শেষ দুই বছর টেস্টের আঙিনায় ব্ল্যাক ক্যাপসদের পারফরমেন্স অবিস্মরণীয় ৷ ঘরে-বাইরে সিরিজ় জয় ৷ তাঁরা নিশ্চিতভাবে টেস্টের বিশ্ব সেরার শিরোপা পাওয়ার যোগ্যতম দল ৷’’

ওয়েলিংটন, 24 জুন : কেন উইলিয়ানসনের বিশ্বজয়ী দলই নিউজ়িল্যান্ডের সর্বকালের সেরা টেস্ট দল বলে আখ্যা দিলেন স্যার রিচার্ড হ্যাডলি ৷ বলেন, শেষ দুই বছরে কেন উইলিয়ামসনের এই দলটি অসাধারণ পারফর্ম করেছে ৷

বুধবারই, সাউদাম্পটনের রোজ বোলে ভারতকে হারিয়ে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব দখল করে নিউজ়িল্যান্ড ৷ এটাই কিউয়িদের প্রথম আইসিসি ট্রফি জয় ৷ ট্রফি জয়ের পর একটি বিবৃতিতে হ্যাডলি বলেন, ‘‘এটি নিউজ়িল্যান্ডের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা দিন ৷ এটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জয় উদযাপনের দিন ৷ এটি একটি অসাধারণ টেস্ট ম্যাচ, যার পরতে পরতে ছিল উত্তেজনা ৷ দুরন্ত ভারতীয় দলের বিরুদ্ধে ব্ল্যাক ক্যাপসের অসাধারণ পারফরমেন্স ৷ বেশ কয়েক বছর কয়েকজন দুরন্ত ক্রিকেটার তুলে এনেছে নিউজ়িল্যান্ড ৷ যা বিশ্ব ক্রিকেটে আমাদের অন্যতম শক্তিতে পরিণত করেছে ৷ এটি বলা সঠিক হবে যে এই দলটি আমাদের ইতিহাসে সর্বকালের সেরা ৷’’

আরও পড়ুন : নিউজ়িল্যান্ড, বৃষ্টি, রিজার্ভ-ডে আর স্বপ্নভঙ্গ

পেস বোলিংয়ের অন্যতম সেরা হ্যাডলি টেস্টে 400 উইকেট নেওয়া প্রথম বোলার ৷ তাঁর কথায়, এই দলটি দুই বছরের কঠিন পরিশ্রমের ফসল ৷ তিনি বলেন, ‘‘শেষ দুই বছর টেস্টের আঙিনায় ব্ল্যাক ক্যাপসদের পারফরমেন্স অবিস্মরণীয় ৷ ঘরে-বাইরে সিরিজ় জয় ৷ তাঁরা নিশ্চিতভাবে টেস্টের বিশ্ব সেরার শিরোপা পাওয়ার যোগ্যতম দল ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.