ETV Bharat / sports

ICC Women's World Cup 2022 : বাইশের বিশ্বকাপে নেতৃত্বে মিতালি, দলে ঝুলন-সহ বাংলার তিন ক্রিকেটার

author img

By

Published : Jan 6, 2022, 10:45 AM IST

Updated : Jan 6, 2022, 11:18 AM IST

আজ সকালেই বিশ্বকাপ ও আগামী নিউজিল্যান্ড সফরের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই ৷ প্রত্যাশামতোই দলে রয়েছেন ঝুলন গোস্বামী ৷ ঝুলন ছাড়াও বিশ্বকাপ দলে রয়েছেন বাংলার আরও দুই ক্রিকেটার দীপ্তি শর্মা এবং রিচা ঘোষ (team India squad for ICC womens world cup 2022 announced) ৷

ICC Women's World Cup 2022
2022 আইসিসি মহিলা বিশ্বকাপ

মুম্বই, 6 জানুয়ারি : নতুন বছরের শুরুতেই বাজল 2022 আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের দামামা (ICC Women's World Cup 2022 ) ৷ নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ওডিআই বিশ্বকাপে উইমেন ইন ব্লু-র নেতৃত্বে থাকছেন মিতালি রাজ ৷ সহ অধিনায়কের দায়িত্বে থাকছেন হরমনপ্রীত কউর ৷ আজ সকালেই বিশ্বকাপ ও আগামী নিউজিল্যান্ড সফরের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই ৷ প্রত্যাশামতোই দলে রয়েছেন বঙ্গ পেসার ঝুলন গোস্বামী ৷ ঝুলন ছাড়াও বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন বাংলার আরও দুই ক্রিকেটার দীপ্তি শর্মা এবং রিচা ঘোষ ৷ তবে 15 সদস্যের এই স্কোয়াডে জোরে বোলার শিখা পাণ্ডে এবং ফর্মে থাকা ব্যাটসম্যান জেমিমা রড্রিগেজ অনুপস্থিত (team India squad for ICC womens world cup 2022 announced) ৷

আগামী 4 মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হচ্ছে 50 ওভারের মেয়েদের বিশ্বকাপ ৷ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা ৷ আর ভারতীয় দল এবারের বিশ্বকাপে অভিযান শুরু করবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ৷ 6 মার্চ তৌরাঙ্গার বে ওভালে বিশ্বজয়ের লক্ষ্যে নামবে মিতালি রাজের নেতৃত্বাধীন ভারত ৷ তার আগে অবশ্য ফেব্রুয়ারিতে বিশ্বকাপ আয়োজক নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারতীয় দল ৷ 11 ফেব্রুয়ারি থেকে শুরু হবে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ ৷ কিউয়িদের দেশে এই সিরিজ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারবে ভারত ৷ এর পাশাপাশি 9 ফেব্রুয়ারি নেপিয়ারে একটি টি-20 ম্যাচও খেলবেন হরমনপ্রীত, স্মৃতি মান্ধানারা ৷

আরও পড়ুন : IND vs SA Second Test : অ্যাডভান্টেজ দক্ষিণ আফ্রিকা, চতুর্থদিন শামি-বুমরাদের হাতেই টিম ইন্ডিয়ার ভাগ্য পরীক্ষা

বিশ্বকাপের 15 সদস্যের স্কোয়াড : মিতালি রাজ (অধিনায়ক), হরমনপ্রীত কউর (সহ অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা, যাশিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), স্নেহ রানা, ঝুলন গোস্বামী, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, রেণুকা সিং ঠাকুর, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), রাজেশ্বরী গায়কোয়াড, পুনম যাদব ৷

স্ট্যান্ডবাই ক্রিকেটার : সাব্বিহিনী মেঘনা, একতা বিস্ত, সিমরন দিল বাহাদুর ৷

মুম্বই, 6 জানুয়ারি : নতুন বছরের শুরুতেই বাজল 2022 আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের দামামা (ICC Women's World Cup 2022 ) ৷ নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ওডিআই বিশ্বকাপে উইমেন ইন ব্লু-র নেতৃত্বে থাকছেন মিতালি রাজ ৷ সহ অধিনায়কের দায়িত্বে থাকছেন হরমনপ্রীত কউর ৷ আজ সকালেই বিশ্বকাপ ও আগামী নিউজিল্যান্ড সফরের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই ৷ প্রত্যাশামতোই দলে রয়েছেন বঙ্গ পেসার ঝুলন গোস্বামী ৷ ঝুলন ছাড়াও বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন বাংলার আরও দুই ক্রিকেটার দীপ্তি শর্মা এবং রিচা ঘোষ ৷ তবে 15 সদস্যের এই স্কোয়াডে জোরে বোলার শিখা পাণ্ডে এবং ফর্মে থাকা ব্যাটসম্যান জেমিমা রড্রিগেজ অনুপস্থিত (team India squad for ICC womens world cup 2022 announced) ৷

আগামী 4 মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হচ্ছে 50 ওভারের মেয়েদের বিশ্বকাপ ৷ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা ৷ আর ভারতীয় দল এবারের বিশ্বকাপে অভিযান শুরু করবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ৷ 6 মার্চ তৌরাঙ্গার বে ওভালে বিশ্বজয়ের লক্ষ্যে নামবে মিতালি রাজের নেতৃত্বাধীন ভারত ৷ তার আগে অবশ্য ফেব্রুয়ারিতে বিশ্বকাপ আয়োজক নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারতীয় দল ৷ 11 ফেব্রুয়ারি থেকে শুরু হবে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ ৷ কিউয়িদের দেশে এই সিরিজ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারবে ভারত ৷ এর পাশাপাশি 9 ফেব্রুয়ারি নেপিয়ারে একটি টি-20 ম্যাচও খেলবেন হরমনপ্রীত, স্মৃতি মান্ধানারা ৷

আরও পড়ুন : IND vs SA Second Test : অ্যাডভান্টেজ দক্ষিণ আফ্রিকা, চতুর্থদিন শামি-বুমরাদের হাতেই টিম ইন্ডিয়ার ভাগ্য পরীক্ষা

বিশ্বকাপের 15 সদস্যের স্কোয়াড : মিতালি রাজ (অধিনায়ক), হরমনপ্রীত কউর (সহ অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা, যাশিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), স্নেহ রানা, ঝুলন গোস্বামী, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, রেণুকা সিং ঠাকুর, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), রাজেশ্বরী গায়কোয়াড, পুনম যাদব ৷

স্ট্যান্ডবাই ক্রিকেটার : সাব্বিহিনী মেঘনা, একতা বিস্ত, সিমরন দিল বাহাদুর ৷

Last Updated : Jan 6, 2022, 11:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.