কানপুর, 26 নভেম্বর : শতরানের পর দীর্ঘায়িত হল না অভিষেককারী শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ইনিংস ৷ প্রথমদিনের পর রবীন্দ্র জাদেজাও (Ravindra Jadeja) ফিরলেন কোনও রান যোগ না করেই ৷ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) ৷ কিউয়িদের বিরুদ্ধে কানপুর টেস্টের দ্বিতীয়দিন মধ্য়াহ্নভোজের বিরতিতে রবি অশ্বিনের (Ravichandran Ashwin) ব্য়াটে লড়াই চালাচ্ছিল টিম ইন্ডিয়া ৷ কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতে সাড়ে তিনশোর আগেই গুটিয়ে গেল তারা ৷ নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে রান করল ভারত 345 রান (team india regiters 345 runs in the first innings) ৷ টিম সাউদি নিলেন 5 উইকেট ৷ কাইল জেমিসনের দখলে 3 উইকেট ৷
প্রথম সেশনেই চার উইকেট তুলে নিয়ে প্রথম ইনিংসে ভারতের বড় রান তোলার পথে কাঁটা বিছিয়ে দেন কিউয়ি বোলাররা ৷ 4 উইকেটে 338 রান তুলে দ্বিতীয়দিন প্রথম সেশন শেষ করেন অশ্বিন-যাদব জুটি ৷ 38 রানে অপরাজিত ছিলেন অশ্বিন ৷ কিন্তু বিরতির পর মাত্র এক রান যোগ করেই সাজঘরে ফিরতে হয় দক্ষিণী অলরাউন্ডারকে ৷
এর আগে দ্বিতীয়দিনের শুরুতে এদিন রবীন্দ্র জাদেজার উইকেট হারায় ভারত ৷ গতকালের অবিভক্ত জুটিতে এদিন যোগ হয় মাত্র 8 রান ৷ শ্রেয়স-জাদেজা জুটিতে ওঠে 121 রান ৷ তবে জাড্ডু আউট হলেও ধৈর্য হারাননি গতকাল 75 রানে অপরাজিত শ্রেয়স আইয়ার ৷ ঠিক যেমনটা চলতি বছর এপ্রিলে কাঁধের অস্ত্রোপচার কিংবা টি-20 বিশ্বকাপের দলে জায়গা না পেয়েও হারাননি মুম্বই ব্যাটার ৷ 92তম ওভারের প্রথম বলে কাইল জেমিসনকে পয়েন্টে ঠেলে দিয়ে অভিষেকেই তিন অঙ্কের রানে পৌঁছে যান শ্রেয়স ৷ 157 বল খেলে তিন অঙ্কের রানে পৌঁছে যান শ্রেয়স ৷ ছুঁয়ে ফেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin), শিখর ধাওয়ান (Shikhar Dhawan), রোহিত শর্মা (Rohit Sharma), পৃথ্বী শ'র (Prithvi Shaw) কীর্তি ৷
আরও পড়ুন : IND vs NZ Kanpur Test : সৌরভের কীর্তি ছুঁয়ে কানপুরে শতরান শ্রেয়সের ব্যাটে
কিন্তু শ্রেয়সের ইনিংস 105 রানের বেশি স্থায়ী হয়নি ৷ দলীয় 305 রানের মাথায় সাউদির বলে আউট হন তিনি ৷ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেন ঋদ্ধিমানও ৷ মাত্র 1 রান করে শ্রেয়সের আগেই ফেরেন তিনি ৷ ক্রমাগত উইকেট পতনের মাঝে হাল ধরেন অশ্বিন ৷ অক্ষর প্যাটেল ফেরেন 3 রানে ৷ নবম উইকেটে অশ্বিন-উমেশের জুটিতে ওঠে 25 রান ৷ কিন্তু মধ্য়াহ্নভোজের বিরতির অনতিপরেই 345 রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস ৷