ETV Bharat / sports

501 Runs Scored in T-20: দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-20 ম্যাচে উঠল 501 রান ! ভাঙল সব রেকর্ড

দক্ষিণ আফ্রিকা টি-20 চ্যালেঞ্জের (CSA T20 Challenge) একটি ম্যাচে রেকর্ড 501 রান উঠল ৷ টাইটন বনাম নাইটদের ম্যাচে প্রথম ইনিংসে 271 রান তোলে টাইটনরা ৷ আর দ্বিতীয় ইনিংসে নাইটরা করে 230 রান (T20 World Record 501 Runs Scored) ৷

T20 World Record 501 Runs Scored in South Africa T20 Challenge
T20 World Record 501 Runs Scored in South Africa T20 Challenge
author img

By

Published : Nov 2, 2022, 10:16 AM IST

Updated : Nov 2, 2022, 10:34 AM IST

পোচেফস্ট্রম, 2 নভেম্বর: দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে উঠল রেকর্ড রান ! টাইটন বনাম নাইটদের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে 501 রান উঠল (T20 World Record 501 Runs Scored) ৷ যে ম্যাচে মাত্র 57 বলে 162 রান করে ফের একবার জাতীয় দলে নিজের দাবিদারী পেশ করলেন ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis) ৷ যাকে ‘বেবি এবি’ বলেও চেনে ক্রিকেট বিশ্ব ৷ দক্ষিণ আফ্রিকা টি-20 চ্যালেঞ্জে (CSA T20 Challenge) টাইটনরা প্রথমে ব্যাট করে 271 রান তোলে ৷ জবাবে নাইটরা নির্ধারিত 20 ওভারে 230 রানে থেমে যায় ৷

দক্ষিণ আফ্রিকা টি-20 চ্যালেঞ্জের ওই ম্যাচে টস জিতে টাইটনদের আগে ব্যাট করতে পাঠায় নাইটরা ৷ কিন্তু, ওপেন করতে নামা ডেওয়াল্ড ব্রেভিস এবং জীভেশান পিল্লেই জুটি বিস্ফোরক ইনিংস খেলেন ৷ জীভেশান 45 বলে 52 রান করলেও, উলটোদিক থেকে ব্রেভিসের ব্যাটিং নাইট বোলারদের ব্যতিব্যস্ত করে দেয় ৷ 162 রানের ইনিংসে মোট 13টি চার ও 13টি ছয় মেরেছেন ব্রেভিস ৷

এই বিশাল রান তাড়া করতে নেমে নাইট ব্যাটাররাও ভালোই শুরু করেছিলেন ৷ কিন্তু, টি-20 ক্রিকেটে 272 রান তাড়া করা কার্যত অসম্ভব ৷ তবে, নাইটরাও 9 উইকেট হারিয়ে 230 রান তুলেছে ৷ টাইটনরা 41 রানে ম্যাচ জেতে ৷ এর আগে টি-20 ক্রিকেটে দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ 497 রান উঠেছিল সুপার স্ম্যাশ টুর্নামেন্টে । 2016-17 সিজনে ৷ সুপার স্ম্যাশের সেই ম্যাচ খেলা হয়েছিল সেন্ট্রাল ডিস্ট্রিক্টস এবং ওটাগোর মধ্যে ৷

আরও পড়ুন: বিরাটের হোটেল রুমের ভিডিয়ো ভাইরালে ক্ষমা চাইল কর্তৃপক্ষ, সাসপেন্ড অভিযুক্ত কর্মী

তবে, দক্ষিণ আফ্রিকার এই ঘরোয়া ম্যাচে শুধু মোট রান নয়, ওভার বাউন্ডারি মারার ক্ষেত্রেও রেকর্ড তৈরি হয়েছে ৷ মোট 36টি ছয় মেরেছেন টাইটন এবং নাইট ব্যাটাররা ৷ যা টি-20তে একটি ম্যাচে তৃতীয় সর্বাধিক ওভার বাউন্ডারি ৷ আর 271 রান টি-20তে কোনও দলের করা চতুর্থ সর্বাধিক রান ৷ ব্রেভিসের 162-র ইনিংস টি-20 ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান ৷ প্রথম স্থানে রয়েছেন ক্রিস গেইল ৷ তিনি আইপিএলে পুনে ওয়ারিয়ার্স ইন্ডিয়ার বিরুদ্ধে আরসিবি’র হয়ে 175 রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ৷ আর দ্বিতীয় সর্বোচ্চ রানের অধিকারী হলেন অস্ট্রেলিয়ার বর্তমান টি-20 অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৷ 2018 সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে 172 রান করেন ফিঞ্চ ৷

পোচেফস্ট্রম, 2 নভেম্বর: দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে উঠল রেকর্ড রান ! টাইটন বনাম নাইটদের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে 501 রান উঠল (T20 World Record 501 Runs Scored) ৷ যে ম্যাচে মাত্র 57 বলে 162 রান করে ফের একবার জাতীয় দলে নিজের দাবিদারী পেশ করলেন ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis) ৷ যাকে ‘বেবি এবি’ বলেও চেনে ক্রিকেট বিশ্ব ৷ দক্ষিণ আফ্রিকা টি-20 চ্যালেঞ্জে (CSA T20 Challenge) টাইটনরা প্রথমে ব্যাট করে 271 রান তোলে ৷ জবাবে নাইটরা নির্ধারিত 20 ওভারে 230 রানে থেমে যায় ৷

দক্ষিণ আফ্রিকা টি-20 চ্যালেঞ্জের ওই ম্যাচে টস জিতে টাইটনদের আগে ব্যাট করতে পাঠায় নাইটরা ৷ কিন্তু, ওপেন করতে নামা ডেওয়াল্ড ব্রেভিস এবং জীভেশান পিল্লেই জুটি বিস্ফোরক ইনিংস খেলেন ৷ জীভেশান 45 বলে 52 রান করলেও, উলটোদিক থেকে ব্রেভিসের ব্যাটিং নাইট বোলারদের ব্যতিব্যস্ত করে দেয় ৷ 162 রানের ইনিংসে মোট 13টি চার ও 13টি ছয় মেরেছেন ব্রেভিস ৷

এই বিশাল রান তাড়া করতে নেমে নাইট ব্যাটাররাও ভালোই শুরু করেছিলেন ৷ কিন্তু, টি-20 ক্রিকেটে 272 রান তাড়া করা কার্যত অসম্ভব ৷ তবে, নাইটরাও 9 উইকেট হারিয়ে 230 রান তুলেছে ৷ টাইটনরা 41 রানে ম্যাচ জেতে ৷ এর আগে টি-20 ক্রিকেটে দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ 497 রান উঠেছিল সুপার স্ম্যাশ টুর্নামেন্টে । 2016-17 সিজনে ৷ সুপার স্ম্যাশের সেই ম্যাচ খেলা হয়েছিল সেন্ট্রাল ডিস্ট্রিক্টস এবং ওটাগোর মধ্যে ৷

আরও পড়ুন: বিরাটের হোটেল রুমের ভিডিয়ো ভাইরালে ক্ষমা চাইল কর্তৃপক্ষ, সাসপেন্ড অভিযুক্ত কর্মী

তবে, দক্ষিণ আফ্রিকার এই ঘরোয়া ম্যাচে শুধু মোট রান নয়, ওভার বাউন্ডারি মারার ক্ষেত্রেও রেকর্ড তৈরি হয়েছে ৷ মোট 36টি ছয় মেরেছেন টাইটন এবং নাইট ব্যাটাররা ৷ যা টি-20তে একটি ম্যাচে তৃতীয় সর্বাধিক ওভার বাউন্ডারি ৷ আর 271 রান টি-20তে কোনও দলের করা চতুর্থ সর্বাধিক রান ৷ ব্রেভিসের 162-র ইনিংস টি-20 ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান ৷ প্রথম স্থানে রয়েছেন ক্রিস গেইল ৷ তিনি আইপিএলে পুনে ওয়ারিয়ার্স ইন্ডিয়ার বিরুদ্ধে আরসিবি’র হয়ে 175 রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ৷ আর দ্বিতীয় সর্বোচ্চ রানের অধিকারী হলেন অস্ট্রেলিয়ার বর্তমান টি-20 অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৷ 2018 সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে 172 রান করেন ফিঞ্চ ৷

Last Updated : Nov 2, 2022, 10:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.