ETV Bharat / sports

Virat Kohli: ‘অবিশ্বাস্য’, রোহিতকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার প্রশ্নে বিস্ময় প্রকাশ কোহলির - Pakistan

রোহিত শর্মাকে বাদ দিয়ে ঈশান কিষাণকে ওপেনার হিসেবে খেলানো নিয়ে সাংবাদিকের প্রশ্ন ক্ষুব্ধ ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ কোন যুক্তিতে এই প্রশ্ন করা হচ্ছে ? পালটা সেই প্রশ্নই সাংবাদিককে করেন বিরাট ৷ রোহিতের সাম্প্রতিক পারফরম্যান্স তুলে ধরে বিরাট সাংবাদিককে বলেন, ‘‘আপনি রোহিত শর্মাকে টি-20 আন্তর্জাতিক থেকে বাদ দিতে চান ?’’

unbelievable-virat-kohli-left-surprised-with-suggestion-to-drop-rohit-sharma-for-ishan-kishan
‘অবিশ্বাস্য’! রোহিতকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার প্রশ্নে বিস্ময় প্রকাশ কোহলির
author img

By

Published : Oct 25, 2021, 1:28 PM IST

দুবাই, 25 অক্টোবর : পাকিস্তানের বিরুদ্ধে লজ্জাজনক হারের পর ভারতের দল গঠন নিয়ে প্রশ্ন তুলেছে ভারতীয় সংবাদ মাধ্যমের একাংশ ৷ যেখানে রোহিত শর্মার বদলে প্রথম একাদশে ঈশান কিষাণকে কেন খেলানো হল না ? ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে সেই প্রশ্নই করা হল ৷ আর সেই প্রশ্ন শুনে নিজের বিস্ময়কে চেপে রাখতে পারলে না বিরাট ৷ সরাসরি প্রশ্নকর্তা সাংবাদিককে বলেই দিলেন, ‘‘আপনি কি বিতর্কিত মন্তব্য আশা করছেন ? তাহলে আগে থেকে জানিয়ে দেবেন, আমি তৈরি হয়ে আসব !’’ হাসতে হাসতে জবাব দেন বিরাট ৷

আইসিসি’র 50 ওভারের বিশ্বকাপ হোক বা টি-20, এতদিন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একশো শতাংশ ট্র্যাক রেকর্ড ছিল ৷ কিন্তু, গতকাল দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে সেই রেকর্ডই ভেঙে চুরমার করে দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং উইকেট কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান ৷ 13 বল বাকি থাকতে 10 উইকেটে ভারতকে হারিয়েছে পাকিস্তান ৷ আর এই হারের পর ভারতের দল গঠন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমের একাংশ ৷

সাংবাদিক বৈঠক বিরাট কোহলিকে পাকিস্তানের এক সাংবাদিক প্রশ্ন করেন, রোহিত শর্মাকে বসিয়ে পরের ম্যাচে ওপেনার হিসেবে ঈশান কিষাণকে খেলানো হবে কি না ? সাংবাদিকের এই প্রশ্ন শুনে নিজের বিস্ময় চেপে রাখতে পারেননি ভারত অধিনায়ক ৷ বিরাট বলেন, ‘‘এটা খুবই সাহসী প্রশ্ন ৷ আপনি কী মনে করেন, স্যর ? আমি যে দল নিয়ে খেলি, সেই দলটি আমার মতে সেরা ৷ আপনার মত কী ? আপনি চান রোহিত শর্মাকে টি-20 আন্তর্জাতিক থেকে বাদ দেওয়া হোক ? আপনি রোহিত শর্মাকে বাদ দিতে চান ? আপনি জানেন আমরা শেষ যে ম্যাচটা খেলেছিলাম, সেখানে তিনি কী করেছিলেন ? অবিশ্বাস্য ! যদি আপনি বিতর্ক চান, দয়া করে আমায় আগে জানিয়ে দেবেন ৷ তাহলে আমি সেই মতো উত্তর দেব ৷’’

আরও পড়ুন : IND vs PAK : 13তম প্রচেষ্টায় সফল বাবরের পাকিস্তান, কী বলছেন দু'দেশের প্রাক্তনীরা ?

প্রসঙ্গত, গতকাল পাকিস্তানের বিরুদ্ধে প্রথম বলেই লেগ বিফোর হন রোহিত ৷ পাক বাঁ হাতি পেসার শাহিন শাহ্ আফ্রিদির ইনসুইঙ্গার উইকেটের সামনে রোহিত পিছনের পায়ে গিয়ে লাগে ৷ ওভারের তৃতীয় বলটি খেলার সময় রোহিত নিজের দেহের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ৷ প্রায় একইভাবে তৃতীয় ওভারে আফ্রিদির বলে বোল্ড হন কে এল রাহুল ৷ এর পর সূর্যকুমার যাদবও আউট হয়ে যান ৷ পাওয়ার প্লে-তে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত ৷ সেখান থেকে অধিনায়ক বিরাট এবং ঋষভ পন্থ মিলে ভারতের ইনিংস সামলান ৷ ভারত নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 151 রান তোলে ৷ জবাবে কোনও উইকেট না হারিয়ে 17.5 ওভারে 152 রান তুলে নেন পাকিস্তানের দুই তরুণ ওপেনার ৷ যেখানে উইকেট কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান 55 বলে 79 রান করেন এবং পাক অধিনায়ক বাবর আজম 52 বলে 68 রানের ইনিংস খেলেন ৷

আরও পড়ুন : IND vs PAK : হারের ময়নাতদন্তে কোহলির সাফাই, 'বোর্ডে কুড়ি রান কম উঠেছিল'

মঙ্গলবার পাকিস্তান নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ৷ প্রথম ম্যাচে হারের পর, সেই ম্যাচে ভারতের নজর থাকবে ৷ তার পর 31 অক্টোবর রবিবার দুবাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত ৷

দুবাই, 25 অক্টোবর : পাকিস্তানের বিরুদ্ধে লজ্জাজনক হারের পর ভারতের দল গঠন নিয়ে প্রশ্ন তুলেছে ভারতীয় সংবাদ মাধ্যমের একাংশ ৷ যেখানে রোহিত শর্মার বদলে প্রথম একাদশে ঈশান কিষাণকে কেন খেলানো হল না ? ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে সেই প্রশ্নই করা হল ৷ আর সেই প্রশ্ন শুনে নিজের বিস্ময়কে চেপে রাখতে পারলে না বিরাট ৷ সরাসরি প্রশ্নকর্তা সাংবাদিককে বলেই দিলেন, ‘‘আপনি কি বিতর্কিত মন্তব্য আশা করছেন ? তাহলে আগে থেকে জানিয়ে দেবেন, আমি তৈরি হয়ে আসব !’’ হাসতে হাসতে জবাব দেন বিরাট ৷

আইসিসি’র 50 ওভারের বিশ্বকাপ হোক বা টি-20, এতদিন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একশো শতাংশ ট্র্যাক রেকর্ড ছিল ৷ কিন্তু, গতকাল দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে সেই রেকর্ডই ভেঙে চুরমার করে দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং উইকেট কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান ৷ 13 বল বাকি থাকতে 10 উইকেটে ভারতকে হারিয়েছে পাকিস্তান ৷ আর এই হারের পর ভারতের দল গঠন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমের একাংশ ৷

সাংবাদিক বৈঠক বিরাট কোহলিকে পাকিস্তানের এক সাংবাদিক প্রশ্ন করেন, রোহিত শর্মাকে বসিয়ে পরের ম্যাচে ওপেনার হিসেবে ঈশান কিষাণকে খেলানো হবে কি না ? সাংবাদিকের এই প্রশ্ন শুনে নিজের বিস্ময় চেপে রাখতে পারেননি ভারত অধিনায়ক ৷ বিরাট বলেন, ‘‘এটা খুবই সাহসী প্রশ্ন ৷ আপনি কী মনে করেন, স্যর ? আমি যে দল নিয়ে খেলি, সেই দলটি আমার মতে সেরা ৷ আপনার মত কী ? আপনি চান রোহিত শর্মাকে টি-20 আন্তর্জাতিক থেকে বাদ দেওয়া হোক ? আপনি রোহিত শর্মাকে বাদ দিতে চান ? আপনি জানেন আমরা শেষ যে ম্যাচটা খেলেছিলাম, সেখানে তিনি কী করেছিলেন ? অবিশ্বাস্য ! যদি আপনি বিতর্ক চান, দয়া করে আমায় আগে জানিয়ে দেবেন ৷ তাহলে আমি সেই মতো উত্তর দেব ৷’’

আরও পড়ুন : IND vs PAK : 13তম প্রচেষ্টায় সফল বাবরের পাকিস্তান, কী বলছেন দু'দেশের প্রাক্তনীরা ?

প্রসঙ্গত, গতকাল পাকিস্তানের বিরুদ্ধে প্রথম বলেই লেগ বিফোর হন রোহিত ৷ পাক বাঁ হাতি পেসার শাহিন শাহ্ আফ্রিদির ইনসুইঙ্গার উইকেটের সামনে রোহিত পিছনের পায়ে গিয়ে লাগে ৷ ওভারের তৃতীয় বলটি খেলার সময় রোহিত নিজের দেহের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ৷ প্রায় একইভাবে তৃতীয় ওভারে আফ্রিদির বলে বোল্ড হন কে এল রাহুল ৷ এর পর সূর্যকুমার যাদবও আউট হয়ে যান ৷ পাওয়ার প্লে-তে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত ৷ সেখান থেকে অধিনায়ক বিরাট এবং ঋষভ পন্থ মিলে ভারতের ইনিংস সামলান ৷ ভারত নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 151 রান তোলে ৷ জবাবে কোনও উইকেট না হারিয়ে 17.5 ওভারে 152 রান তুলে নেন পাকিস্তানের দুই তরুণ ওপেনার ৷ যেখানে উইকেট কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান 55 বলে 79 রান করেন এবং পাক অধিনায়ক বাবর আজম 52 বলে 68 রানের ইনিংস খেলেন ৷

আরও পড়ুন : IND vs PAK : হারের ময়নাতদন্তে কোহলির সাফাই, 'বোর্ডে কুড়ি রান কম উঠেছিল'

মঙ্গলবার পাকিস্তান নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ৷ প্রথম ম্যাচে হারের পর, সেই ম্যাচে ভারতের নজর থাকবে ৷ তার পর 31 অক্টোবর রবিবার দুবাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.