দুবাই, 20 অক্টোবর : এই মুহূর্তে ভারতীয় দলের মেন্টর হিসেবে কাজ করছেন মহেন্দ্র সিং ধোনি ৷ তাঁর উপস্থিতিতে ড্রেসিংরুমে একটা শান্ত পরিবেশ তৈরি হয়েছে ৷ এমনটাই জানিয়েছেন ভারতীয় দলের ওপেনার লোকেশ রাহুল ৷ ধোনির উপস্থিতিকে সবরকমভাবে ব্য়বহার করতে চান তিনি ৷ জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহে ধোনির কাছ থেকে পাওয়া প্রতিটি পরামর্শকে তিনি কাজে লাগাতে চান ৷ প্রসঙ্গত, টি-20 বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন কে এল ৷ যেখানে 24 অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত ৷
ধোনিকে নিয়ে রাহুল জানিয়েছেন, ধোনির থেকে ভাল মেন্টর কেউ হতে পারে না ৷ তিনি বলেন, ‘‘অবশ্যই এম এস ধোনির দলের সঙ্গে যোগ দেওয়ার অনুভূতি অসাধারণ ৷ কারণ, আমরা তাঁর নেতৃত্ব খেলেছি এবং এখন মেন্টর হিসেবে তাঁর কাছ থেকে শেখার জন্য আগ্রহী ৷ এমনকি তিনি যখন অধিনায়ক ছিলেন তখনও ৷’’ আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নামবেন বিরাট কোহলিরা ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে গত 18 তারিখ প্রস্তুতি ম্যাচে ওপেনিং করতে নেমে দুর্দান্ত অর্ধ শতরান করেন রাহুল ৷ মাত্র 25 বলে 51 রান করেছেন তিনি ৷ আরও এক ওপেনার তথা উইকেটকিপার ব্যাটম্যান ইশান কিষাণও 70 রান করেন ৷
আরও পড়ুন : T20 WC : ডু অর ডাই ম্যাচে বাংলাদেশের রক্ষাকর্তা সাকিব
লোকেশ রাহুলের মতে, ক্রিকেটের অনুরাগী এবং পর্যবেক্ষকদের কাছে ধোনি আসলে একটা আবেগ ৷ যে আবেগ সবাইকে একসূত্রে বেঁধে রাখে ৷ বিশেষ করে ভারতীয় ড্রেসিংরুমে সবাইকে একসঙ্গে করে রাখেন তিনি ৷ রাহুল বলছেন, ‘‘ধোনি অধিনায়ক থাকাকালীন ড্রেসিংরুমে তাঁর উপস্থিতি আমাদের ভাল লাগত ৷ ওর শান্ত স্বভাব আমাদের ভাল লাগত ৷ সাহায্যের জন্য ওর দিকেই তাকিয়ে থাকতাম ৷ তাই ধোনিকে এখানে পাওয়াটা অসাধারণ ৷
আরও পড়ুন : MCC : এমসিসির আজীবন সদস্য হলেন শ্রীনাথ, হরভজন
ভারতীয় দলের এই ওপেনার বলেছেন, ‘‘তাঁর উপস্থিতি আমাদের শান্তি অনুভব করায় ৷ প্রথম দুই থেকে তিনদিন ওর সঙ্গে কাটানো সময় আমি খুব উপভোগ করেছি ৷ আর সেটা খুবই মজাদার ছিল ৷ আগামী কয়েকদিন ক্রিকেট, অধিনায়কত্ব এবং ক্রিকেট সংক্রান্ত সব কিছু নিয়ে তাঁর মাথা চিবনোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি ৷’’