ETV Bharat / sports

ফিল্ডার হিসেবে দুরন্ত রোহিত-কোহলির টি-20 বিশ্বকাপ খেলার পক্ষে মত সানির - বিরাট কোহলি

Sunil Gavaskar Backs Rohit Sharma and Virat Kohli: ফিল্ডার হিসেবে মাঠে এখনও যে কোনও তরুণকে পিছনে ফেলে দিতে পারেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা ৷ তাই আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের দুই সিনিয়র-প্রো’র খেলা পক্ষে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনী গাভাসকর ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2024, 8:21 PM IST

নয়াদিল্লি, 6 জানুয়ারি: আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে টি-20 সিরিজে তাঁদের পাওয়া যাবে বলে জানিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি ৷ আর তারপরেই জুন মাসে টি-20 বিশ্বকাপে দুই সিনিয়র ক্রিকেটারের খেলার সম্ভাবনা তৈরি হয়েছে ৷ আর তাতে পূর্ণ সমর্থন করছেন কিংবদন্তি সুনীল গাভাসকর ৷ আর এক্ষেত্রে তাঁর যুক্তি, দুই সিনিয়র ক্রিকেটারের ফিটনেস ও গ্রাউন্ড ফিল্ডিং ৷ আর দু’জনের ব্যাটিং দক্ষতা যে প্রশ্নাতীত, তা বলার অপেক্ষা রাখে না ৷

স্টার স্পোর্টসে ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে সানি বলেন, "আমার যেটা সবচেয়ে ভালোলাগে, তা হল ওদের ফিল্ডিং ৷ বিরাট কোহলি এবং রোহিত শর্মা এখনও ভারতের সেরা ফিল্ডার এবং মাঠে এটা খুবই সাহায্য করবে ৷ আর সিনিয়র হিসেবে ড্রেসিংরুম ও মাঠে নিজেদের বাড়তি অবদান রাখবে ৷" সুনীল গাভাসকরের এই মন্তব্য কোনও অংশ ভুল নয় ৷ কারণ, বিরাট ও রোহিতের বয়সে অতীতে বহু ক্রিকেটার ফিটনেসের কারণে দল থেকে বাদ পড়েছেন ৷ সেখানে এই দুই ক্রিকেটার, বিশেষত বিরাট ভারতীয় ড্রেসিংরুমে এখনও অন্যতম ফিট ক্রিকেটারদের একজন ৷

এ নিয়ে গাভাসকর বলেন, "অনেকক্ষেত্রে আপনার বয়স যখন 35-36 হয়ে যায়, তখন মাঠে সেই ক্রিকেটার অনেক স্লথ হয়ে পড়েন ৷ আপনার ছোড়া বল আর ততটা প্রভাবশালী হয় না ফিল্ডিংয়ে ৷ তখন সেখানে আলোচনা শুরু হয়ে যায়, আপনাকে মাঠে কোথায় ফিল্ডিং করানো যায় ৷ কিন্তু, এই দু’জনকে নিয়ে সেই সমস্যা একেবারেই নেই ৷ ওরা দু’জন এখনও অসাধারণ ফিল্ডার ৷"

তবে, 2022 সালের নভেম্বর মাসে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতের হয়ে আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেননি ৷ সেখানে হার্দিক পান্ডিয়াকে টি-20 ফরম্যাটে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ আর হার্দিক চোটের কারণে না-থাকায়, শেষ দুই সিরিজে সূর্যকুমার যাদব সেই দায়িত্ব পালন করেছেন ৷ কিন্তু, ঘরের মাঠে আফগানদের বিরুদ্ধে হার্দিক এবং সূর্য, কেউ খেলতে পারবেন না চোটের কারণে ৷ সেখানে রোহিত শর্মা এবং বিরাট কোহলির দলে ঢোকা বাড়তি সুবিধা করে দেবে বলে মনে করেন গাভাসকর ৷

তিনি বলেন, "আমি জানি না, রোহিত টি-20তে ভারতের অধিনায়ক হবেন কি না ! তবে, যেই অধিনায়ক হন না কেন, তাঁর কাছে রোহিত এবং কোহলির উপস্থিতিতে অধিনায়ক বাড়তি সুবিধা পাবেন ৷" রোহিত-বিরাটের ফর্মও টিম ম্যানেজমেন্টের কাছে বাড়তি সুবিধা ৷ যেখানে ওপেনিংয়ে রোহিত আক্রমণাত্মক ভূমিকা নেন ৷ আর বিরাট কোহলির গত 50 ওভারের বিশ্বকাপ পরিসংখ্যান, ক্রিকেটের ছোট ফরম্যাটে তাঁর হয়ে কথা বলবে ৷ যেখানে 11 ম্যাচে 3টি সেঞ্চুরি-সহ সাড়ে সাতশোর বেশি রান করেছেন বিরাট ৷ তাই দু’জনের টি-20 বিশ্বকাপে খেলার পক্ষে রয়েছেন সুনীল গাভাসকর ৷

আরও পড়ুন:

  1. 'এন্টারটেইনার' হয়েই মানুষের মনে থেকে যেতে চান ওয়ার্নার
  2. রূপকথার শেষপর্বে 'হোয়াইট ওয়াশ' পাকিস্তান, ম্যাচ জিতিয়ে কুলীন ফরম্যাটকে গুডবাই ওয়ার্নারের
  3. 16 কোটি টাকা প্রতারণার শিকার ধোনি, আদালতের দ্বারস্থ বিশ্বজয়ী অধিনায়ক

নয়াদিল্লি, 6 জানুয়ারি: আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে টি-20 সিরিজে তাঁদের পাওয়া যাবে বলে জানিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি ৷ আর তারপরেই জুন মাসে টি-20 বিশ্বকাপে দুই সিনিয়র ক্রিকেটারের খেলার সম্ভাবনা তৈরি হয়েছে ৷ আর তাতে পূর্ণ সমর্থন করছেন কিংবদন্তি সুনীল গাভাসকর ৷ আর এক্ষেত্রে তাঁর যুক্তি, দুই সিনিয়র ক্রিকেটারের ফিটনেস ও গ্রাউন্ড ফিল্ডিং ৷ আর দু’জনের ব্যাটিং দক্ষতা যে প্রশ্নাতীত, তা বলার অপেক্ষা রাখে না ৷

স্টার স্পোর্টসে ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে সানি বলেন, "আমার যেটা সবচেয়ে ভালোলাগে, তা হল ওদের ফিল্ডিং ৷ বিরাট কোহলি এবং রোহিত শর্মা এখনও ভারতের সেরা ফিল্ডার এবং মাঠে এটা খুবই সাহায্য করবে ৷ আর সিনিয়র হিসেবে ড্রেসিংরুম ও মাঠে নিজেদের বাড়তি অবদান রাখবে ৷" সুনীল গাভাসকরের এই মন্তব্য কোনও অংশ ভুল নয় ৷ কারণ, বিরাট ও রোহিতের বয়সে অতীতে বহু ক্রিকেটার ফিটনেসের কারণে দল থেকে বাদ পড়েছেন ৷ সেখানে এই দুই ক্রিকেটার, বিশেষত বিরাট ভারতীয় ড্রেসিংরুমে এখনও অন্যতম ফিট ক্রিকেটারদের একজন ৷

এ নিয়ে গাভাসকর বলেন, "অনেকক্ষেত্রে আপনার বয়স যখন 35-36 হয়ে যায়, তখন মাঠে সেই ক্রিকেটার অনেক স্লথ হয়ে পড়েন ৷ আপনার ছোড়া বল আর ততটা প্রভাবশালী হয় না ফিল্ডিংয়ে ৷ তখন সেখানে আলোচনা শুরু হয়ে যায়, আপনাকে মাঠে কোথায় ফিল্ডিং করানো যায় ৷ কিন্তু, এই দু’জনকে নিয়ে সেই সমস্যা একেবারেই নেই ৷ ওরা দু’জন এখনও অসাধারণ ফিল্ডার ৷"

তবে, 2022 সালের নভেম্বর মাসে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতের হয়ে আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেননি ৷ সেখানে হার্দিক পান্ডিয়াকে টি-20 ফরম্যাটে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ আর হার্দিক চোটের কারণে না-থাকায়, শেষ দুই সিরিজে সূর্যকুমার যাদব সেই দায়িত্ব পালন করেছেন ৷ কিন্তু, ঘরের মাঠে আফগানদের বিরুদ্ধে হার্দিক এবং সূর্য, কেউ খেলতে পারবেন না চোটের কারণে ৷ সেখানে রোহিত শর্মা এবং বিরাট কোহলির দলে ঢোকা বাড়তি সুবিধা করে দেবে বলে মনে করেন গাভাসকর ৷

তিনি বলেন, "আমি জানি না, রোহিত টি-20তে ভারতের অধিনায়ক হবেন কি না ! তবে, যেই অধিনায়ক হন না কেন, তাঁর কাছে রোহিত এবং কোহলির উপস্থিতিতে অধিনায়ক বাড়তি সুবিধা পাবেন ৷" রোহিত-বিরাটের ফর্মও টিম ম্যানেজমেন্টের কাছে বাড়তি সুবিধা ৷ যেখানে ওপেনিংয়ে রোহিত আক্রমণাত্মক ভূমিকা নেন ৷ আর বিরাট কোহলির গত 50 ওভারের বিশ্বকাপ পরিসংখ্যান, ক্রিকেটের ছোট ফরম্যাটে তাঁর হয়ে কথা বলবে ৷ যেখানে 11 ম্যাচে 3টি সেঞ্চুরি-সহ সাড়ে সাতশোর বেশি রান করেছেন বিরাট ৷ তাই দু’জনের টি-20 বিশ্বকাপে খেলার পক্ষে রয়েছেন সুনীল গাভাসকর ৷

আরও পড়ুন:

  1. 'এন্টারটেইনার' হয়েই মানুষের মনে থেকে যেতে চান ওয়ার্নার
  2. রূপকথার শেষপর্বে 'হোয়াইট ওয়াশ' পাকিস্তান, ম্যাচ জিতিয়ে কুলীন ফরম্যাটকে গুডবাই ওয়ার্নারের
  3. 16 কোটি টাকা প্রতারণার শিকার ধোনি, আদালতের দ্বারস্থ বিশ্বজয়ী অধিনায়ক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.