কলম্বো, 14 সেপ্টেম্বর: মহম্মদ রিজওয়ানের চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে চ্য়ালেঞ্জিং লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল পাকিস্তান ৷ কিন্তু তাতেও শেষরক্ষা হল না। শেষ বলে ম্যাচ জিতল শ্রীলঙ্কা। আর তার ফলে এশিয়া কাপের ফাইনালে দ্বীপরাষ্ট্রের মুখোমুখি হবে ভারত। দলের দুই তারকা বোলারের অভাব বোধ করল পাকিস্তান। প্রথমে ব্যাট করে 252 রান তোলে পাকিস্তান। 8 উইকেট হারিয়ে লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় শ্রীলঙ্কা।
এর আগে স্টাম্পার-ব্যাটারের 73 বলে অপরাজিত 86 রানে ভর করে দ্বীপরাষ্ট্রকে 253 রানের টার্গেট দেয় পাকিস্তান ৷ এছাড়া ওপেনার আবদুল্লাহ শফিকের ব্যাট থেকেও অর্ধশতরান আসে ৷ তিনি করেন 69 বলে 52 রান ৷ ইফতিখর আহমেদ করেন 40 বলে 47 রান ৷ বৃষ্টির কারণে 45 ওভারের ম্যাচ 42 ওভারে নেমে এসেছে ৷
-
A nail-biter to decide the second #AsiaCup2023 finalist 😯
— ICC (@ICC) September 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Sri Lanka edge Pakistan to set up final clash against India 💪#PAKvSL 📝: https://t.co/09gsWZFGB8 pic.twitter.com/QvUad3XLZn
">A nail-biter to decide the second #AsiaCup2023 finalist 😯
— ICC (@ICC) September 14, 2023
Sri Lanka edge Pakistan to set up final clash against India 💪#PAKvSL 📝: https://t.co/09gsWZFGB8 pic.twitter.com/QvUad3XLZnA nail-biter to decide the second #AsiaCup2023 finalist 😯
— ICC (@ICC) September 14, 2023
Sri Lanka edge Pakistan to set up final clash against India 💪#PAKvSL 📝: https://t.co/09gsWZFGB8 pic.twitter.com/QvUad3XLZn
পাকিস্তান-শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিমধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে ভারত ৷ অন্যদিকে সুপার-ফোরের প্রথম দু'টি ম্যাচ হেরে ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া হয়েছে বাংলাদেশের ৷ ফলত বৃহস্পতিবার এশিয়া কাপে শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচকে সেমিফাইনাল বললে ভুল হবে না ৷ সুপার-ফোরে প্রথম দু'ম্যাচে একটি করে জয় পাওয়া এই দুই দলের মধ্যে আজ যে জিতবে, তারাই রবিবাসরীয় ফাইনালে মুখোমুখি হবে টিম ইন্ডিয়ার ৷
-
Death overs blitz propel Pakistan to 2️⃣5️⃣2️⃣-7️⃣ ⚡
— Pakistan Cricket (@TheRealPCB) September 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Over to the bowlers after the innings break 🎯#PAKvSL | #AsiaCup2023 pic.twitter.com/5M5iIcFrXh
">Death overs blitz propel Pakistan to 2️⃣5️⃣2️⃣-7️⃣ ⚡
— Pakistan Cricket (@TheRealPCB) September 14, 2023
Over to the bowlers after the innings break 🎯#PAKvSL | #AsiaCup2023 pic.twitter.com/5M5iIcFrXhDeath overs blitz propel Pakistan to 2️⃣5️⃣2️⃣-7️⃣ ⚡
— Pakistan Cricket (@TheRealPCB) September 14, 2023
Over to the bowlers after the innings break 🎯#PAKvSL | #AsiaCup2023 pic.twitter.com/5M5iIcFrXh
তবে কলম্বোয় অঘোষিত সেই সেমিফাইনালও রেহাই পেল না বৃষ্টির হাত থেকে ৷ নির্ধারিত সময়ের দু'ঘণ্টা পর অনুষ্ঠিত হল টস ৷ আর টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল পাকিস্তান ৷ বৃষ্টি এবং আউটফিল্ড ভিজে থাকার দরুণ ওভার সংখ্যা কমে হল 45 ৷ ভারতের কাছে বিশাল ব্যবধানে হারের পর পাঁচটি পরিবর্তন নিয়ে সুপার ফোরের শেষ ম্যাচে দ্বীপরাষ্ট্রের মুখোমুখি বাবর আজম অ্যান্ড কোম্পানি ৷ কাঁধের চোটে নাসিম শাহ ছিটকে যাওয়ায় জাতীয় দলের জার্সিতে অভিষেক হল ফাস্ট বোলার জামান খানের ৷
-
🚨 T O S S A L E R T 🚨
— Pakistan Cricket (@TheRealPCB) September 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Pakistan win the toss and elect to bat first. The match has been reduced to 45 overs per side 🏏#PAKvSL | #AsiaCup2023 pic.twitter.com/dvinfuBN0F
">🚨 T O S S A L E R T 🚨
— Pakistan Cricket (@TheRealPCB) September 14, 2023
Pakistan win the toss and elect to bat first. The match has been reduced to 45 overs per side 🏏#PAKvSL | #AsiaCup2023 pic.twitter.com/dvinfuBN0F🚨 T O S S A L E R T 🚨
— Pakistan Cricket (@TheRealPCB) September 14, 2023
Pakistan win the toss and elect to bat first. The match has been reduced to 45 overs per side 🏏#PAKvSL | #AsiaCup2023 pic.twitter.com/dvinfuBN0F
অন্যদিকে ভারতের বিরুদ্ধে একাদশে জোড়া বদল এনে পাকিস্তানের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ৷ দ্বীপরাষ্ট্রের অধিনায়ক দাসুন শানাকা টস হারের ভারত ম্যাচে দারুণ সুযোগ থাকা সত্ত্বেও হারের জন্য আক্ষেপ করেন ৷ তবে পাক 'বধ' করে ফাইনালে পা রাখার বিষয়ে তাঁরা আত্মবিশ্বাসী বলেও জানান শানাকা ৷ শ্রীলঙ্কা দলে প্রত্য়াবর্তন হয়েছে কুশল পেরেরা এবং প্রমোদ মধুশনের ৷
আরও পড়ুন: পাকিস্তানের পর কুলদীপের ঘূর্ণিতে বেসামাল শ্রীলঙ্কাও, কার্যত ফাইনালে ভারত
বৃষ্টিবিঘ্নিত সুপার-ফোরের কাছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা দু'দলই গত ম্যাচে ভারতের বিরুদ্ধে পরাজিত হয় ৷ ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টির জেরে রিজার্ভ-ডে'তে গড়ায় ৷ সেই ম্যাচে 228 রানে গো-হারা হয় বাবর অ্যান্ড কোম্পানি ৷ সেই ম্যাচে জোড়া শতরান করেন কেএল রাহুল এবং বিরাট কোহলি ৷ পরের ম্যাচে যদিও স্বল্প রানে ভারতকে বেঁধে রাখতে পারলেও ভারতীয় বোলারদের সামনে ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ ৷ 213 রান তাড়া করতে গিয়ে 172 রানেই গুটিয়ে যায় সিংহলীরা ৷