ETV Bharat / sports

ICC World Cup 2023: রাজধানীতে 754 রানের ম্যাচে প্রোটিয়াদের কাছে হার শ্রীলঙ্কার

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 10:52 PM IST

অরুণ জেটলি স্টেডিয়ামে জয় দিয়ে সফর শুরু করল দক্ষিণ আফ্রিকা ৷ প্রথম ব্যাট করে কুইন্টন ডি'কক, ভ্যান ডার ডুসান, এইডেন মার্করামদের তাণ্ডবে 428 রান তুলেছিল প্রোটিয়াবাহিনী ৷ রান তাড়া করেত নেমে 326 রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস ৷

ICC World Cup 2023
দক্ষিণ আফ্রিকার কাছে বিরাট হার শ্রীলঙ্কার

নয়াদিল্লি, 7 অক্টোবর: জয় দিয়েই বিশ্বকাপের সফর শুরু করল প্রোটিয়াবাহিনী ৷ পাটা পিচে দিনের শুরুতেই লঙ্কাবাহিনীর কোমর ভেঙে দিয়েছিলেন কুইন্টন ডি'কক, ভ্যান ডার ডুসান, এইডেন মার্করামরা ৷ শতরানের হ্যাটট্রিকের জেরে 428 রানের বিশাল পাহাড় গড়ে ছিল দক্ষিণ আফ্রিকা ৷ জবাবে ব্যাট করতে নেমে লড়াই করলেও 102 রানে হার মানতে হয় লঙ্কাবাহিনীকে ৷ কুশল মেন্ডিস এবং চরিথ আশালঙ্কা চেষ্টা করেছিলেন, তবে শেষরক্ষা হয়নি ৷

429 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে এদিন শুরুতেই নিশাঙ্কাকে হারায় শ্রীলঙ্কা ৷ ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি কুশল পেরেরাও ৷ তবে আরেক কুশল অবশ্য প্রোটিয়া বোলিংকে শাসন করার চেষ্টা চালান ৷ 4টি বাউন্ডারি এবং 8টি ওভার বাউন্ডারির সাহায্যে 76 রানের ইনিংস খেলেন তিনি ৷

চেষ্টা করেছিলেন আশালঙ্কাও ৷ তিনি এদিন খেলেন 79 রানের ইনিংস ৷ লঙ্কা অধিনায়ক দাসুন শনকাও চেষ্টা করেছিলেন ৷ কিন্তু তাঁর 68 রানের ইনিংস সত্ত্বেও এদিন 326 রানে অল-আউট হয়ে যায় শ্রীলঙ্কা ৷ অরুণ জেটলি স্টেডিয়ামের পিচে এদিন উঠল 754 রান ৷ যা দেখে ভ্রুঁ কুজকাবেন বোলাররা ৷ দক্ষিণ আফ্রিকার হয়ে এদিন সর্বোচ্চ 3 উইকেট শিকার করেন জিরাল্ড কোর্টজে ৷ দু'টি করে উইকেট তুলে নেন রাবাডা, জেনসন এবং কেশব ৷

আরও পড়ুন: ভাঙল এক যুগ আগের রেকর্ড! বিশ্বকাপে দ্রুততম শতরান মার্করামের ব্যাটে, তালিকায় কে কোথায়?

দিনের শুরুতে এদিন টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কা অধিনায়ক দাসুন শনকা ৷ সেই ভুল সিদ্ধান্তের মাসুলই তাঁকে দিতে হল ম্যাচ খুইয়ে ৷ প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা রান না-পেলেও মাত্র 84 বলে প্রোটিয়াদের হয়ে প্রথম শতরানটি করেন কুইন্টন ডি'কক ৷ দ্বিতীয় উইকেটে ভ্যানডার ডুসানকে সঙ্গে নিয়ে 204 রানের পার্টনারশিপ গড়েন তিনি ৷ 110 বলে 108 রান করে দিনের দ্বিতীয় সেঞ্চুরিটি উপহার দেন ডুসান ৷ এরপর তৃতীয় সেঞ্চুরিটি মারকুটে মার্করামের ব্যাট থেকে ৷ 49 বলে শতরান করে বিশ্বকাপের দ্রুততম শতরানের রেকর্ড গড়েন তিনি ৷ এই ত্রিফলা আক্রমণে এদিন এতটাই ঘায়েল হয়েছিল লঙ্কাবাহিনী, যে ব্যাটিংয়েও সেভাবে প্রতিরোধই করতে পারল না তারা ৷

নয়াদিল্লি, 7 অক্টোবর: জয় দিয়েই বিশ্বকাপের সফর শুরু করল প্রোটিয়াবাহিনী ৷ পাটা পিচে দিনের শুরুতেই লঙ্কাবাহিনীর কোমর ভেঙে দিয়েছিলেন কুইন্টন ডি'কক, ভ্যান ডার ডুসান, এইডেন মার্করামরা ৷ শতরানের হ্যাটট্রিকের জেরে 428 রানের বিশাল পাহাড় গড়ে ছিল দক্ষিণ আফ্রিকা ৷ জবাবে ব্যাট করতে নেমে লড়াই করলেও 102 রানে হার মানতে হয় লঙ্কাবাহিনীকে ৷ কুশল মেন্ডিস এবং চরিথ আশালঙ্কা চেষ্টা করেছিলেন, তবে শেষরক্ষা হয়নি ৷

429 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে এদিন শুরুতেই নিশাঙ্কাকে হারায় শ্রীলঙ্কা ৷ ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি কুশল পেরেরাও ৷ তবে আরেক কুশল অবশ্য প্রোটিয়া বোলিংকে শাসন করার চেষ্টা চালান ৷ 4টি বাউন্ডারি এবং 8টি ওভার বাউন্ডারির সাহায্যে 76 রানের ইনিংস খেলেন তিনি ৷

চেষ্টা করেছিলেন আশালঙ্কাও ৷ তিনি এদিন খেলেন 79 রানের ইনিংস ৷ লঙ্কা অধিনায়ক দাসুন শনকাও চেষ্টা করেছিলেন ৷ কিন্তু তাঁর 68 রানের ইনিংস সত্ত্বেও এদিন 326 রানে অল-আউট হয়ে যায় শ্রীলঙ্কা ৷ অরুণ জেটলি স্টেডিয়ামের পিচে এদিন উঠল 754 রান ৷ যা দেখে ভ্রুঁ কুজকাবেন বোলাররা ৷ দক্ষিণ আফ্রিকার হয়ে এদিন সর্বোচ্চ 3 উইকেট শিকার করেন জিরাল্ড কোর্টজে ৷ দু'টি করে উইকেট তুলে নেন রাবাডা, জেনসন এবং কেশব ৷

আরও পড়ুন: ভাঙল এক যুগ আগের রেকর্ড! বিশ্বকাপে দ্রুততম শতরান মার্করামের ব্যাটে, তালিকায় কে কোথায়?

দিনের শুরুতে এদিন টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কা অধিনায়ক দাসুন শনকা ৷ সেই ভুল সিদ্ধান্তের মাসুলই তাঁকে দিতে হল ম্যাচ খুইয়ে ৷ প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা রান না-পেলেও মাত্র 84 বলে প্রোটিয়াদের হয়ে প্রথম শতরানটি করেন কুইন্টন ডি'কক ৷ দ্বিতীয় উইকেটে ভ্যানডার ডুসানকে সঙ্গে নিয়ে 204 রানের পার্টনারশিপ গড়েন তিনি ৷ 110 বলে 108 রান করে দিনের দ্বিতীয় সেঞ্চুরিটি উপহার দেন ডুসান ৷ এরপর তৃতীয় সেঞ্চুরিটি মারকুটে মার্করামের ব্যাট থেকে ৷ 49 বলে শতরান করে বিশ্বকাপের দ্রুততম শতরানের রেকর্ড গড়েন তিনি ৷ এই ত্রিফলা আক্রমণে এদিন এতটাই ঘায়েল হয়েছিল লঙ্কাবাহিনী, যে ব্যাটিংয়েও সেভাবে প্রতিরোধই করতে পারল না তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.