ETV Bharat / sports

IND vs SA 1st ODI : জলে গেল ধাওয়ান-কোহলির অর্ধশতরান, হার দিয়ে ওডিআই সিরিজ শুরু ভারতের - জলে গেল ধাওয়ান-কোহলির অর্ধশতরান, হার দিয়ে ওডিআই সিরিজ শুরু ভারতের

297 রান তাড়া করতে নেমে প্রথম ওডিআই ম্যাচে 265 রান তুলতে সমর্থ হল ভারত ৷ টেস্ট সিরিজ জয়ের পর 31 রানে জিতে একদিনের সিরিজেও এগিয়ে গেল প্রোটিয়ারা (South Africa beat India by 31 runs) ৷

IND vs SA 1st ODI
জলে গেল ধাওয়ান-কোহলির অর্ধশতরান, হার দিয়ে ওডিআই সিরিজ শুরু ভারতের
author img

By

Published : Jan 19, 2022, 10:29 PM IST

Updated : Jan 19, 2022, 10:58 PM IST

পার্ল, 19 জানুয়ারি : বিরাট কোহলি পরবর্তী জমানা হার দিয়েই শুরু হল ভারতীয় ক্রিকেটের ৷ তিন ব্যাটারের অর্ধশতরান সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার পাহাড়প্রমাণ রান তুলতে ব্যর্থ টিম ইন্ডিয়া ৷ 297 রান তাড়া করতে নেমে প্রথম একদিনের ম্যাচে 265 রান তুলতে সমর্থ হল তারা ৷ টেস্ট সিরিজ জয়ের পর 31 রানে জিতে একদিনের সিরিজেও এগিয়ে গেল প্রোটিয়ারা (South Africa beat India by 31 runs) ৷

2016 সালের 29 অক্টোবরের পর বুধবার প্রথমবারের জন্য কোহলি মাঠে নেমেছিলেন আর পাঁচজন সাধারণ ব্যাটার হিসেবে ৷ চেষ্টাতেও কোনও ত্রুটি রাখলেন না ৷ শুরুতে অধিনায়ক কেএল রাহুলের পর শিখর ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় উইকেটে যোগ করলেন 92 রান ৷ ওডিআই ক্রিকেটে 63তম শতরান করার পথে ভাঙলেন সচিন তেন্ডুলকরের নজিরও ৷ মাস্টার-ব্লাস্টারকে ছাপিয়ে বিদেশের মাটিতে সর্বোচ্চ রানের অধিকারী হলেন বিরাট (Kohli went past Sachin Tendulkar to become India's highest run-getter in away ODIs) ৷ আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনে 79 রানের ইনিংস এল ধাওয়ানের ব্যাটেও ৷

আরও পড়ুন : IND vs SA 1st ODI : বাভুমা-ডুসেনের জোড়া শতরান, পার্লে ভারতের সামনে কঠিন লক্ষ্যমাত্রা

কিন্তু ধাওয়ান-কোহলি আউট হওয়ার পর হাল ধরতে পারলেন না কেউ ৷ শেষদিকে শার্দূলের 43 বলে 50 রানের অপরাজিত ইনিংসও কাজে আসেনি মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ৷ সবমিলিয়ে 50 ওভারে 8 উইকেট হারিয়ে 265-তেই থেমে যায় টিম ইন্ডিয়া ৷

পার্ল, 19 জানুয়ারি : বিরাট কোহলি পরবর্তী জমানা হার দিয়েই শুরু হল ভারতীয় ক্রিকেটের ৷ তিন ব্যাটারের অর্ধশতরান সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার পাহাড়প্রমাণ রান তুলতে ব্যর্থ টিম ইন্ডিয়া ৷ 297 রান তাড়া করতে নেমে প্রথম একদিনের ম্যাচে 265 রান তুলতে সমর্থ হল তারা ৷ টেস্ট সিরিজ জয়ের পর 31 রানে জিতে একদিনের সিরিজেও এগিয়ে গেল প্রোটিয়ারা (South Africa beat India by 31 runs) ৷

2016 সালের 29 অক্টোবরের পর বুধবার প্রথমবারের জন্য কোহলি মাঠে নেমেছিলেন আর পাঁচজন সাধারণ ব্যাটার হিসেবে ৷ চেষ্টাতেও কোনও ত্রুটি রাখলেন না ৷ শুরুতে অধিনায়ক কেএল রাহুলের পর শিখর ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় উইকেটে যোগ করলেন 92 রান ৷ ওডিআই ক্রিকেটে 63তম শতরান করার পথে ভাঙলেন সচিন তেন্ডুলকরের নজিরও ৷ মাস্টার-ব্লাস্টারকে ছাপিয়ে বিদেশের মাটিতে সর্বোচ্চ রানের অধিকারী হলেন বিরাট (Kohli went past Sachin Tendulkar to become India's highest run-getter in away ODIs) ৷ আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনে 79 রানের ইনিংস এল ধাওয়ানের ব্যাটেও ৷

আরও পড়ুন : IND vs SA 1st ODI : বাভুমা-ডুসেনের জোড়া শতরান, পার্লে ভারতের সামনে কঠিন লক্ষ্যমাত্রা

কিন্তু ধাওয়ান-কোহলি আউট হওয়ার পর হাল ধরতে পারলেন না কেউ ৷ শেষদিকে শার্দূলের 43 বলে 50 রানের অপরাজিত ইনিংসও কাজে আসেনি মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ৷ সবমিলিয়ে 50 ওভারে 8 উইকেট হারিয়ে 265-তেই থেমে যায় টিম ইন্ডিয়া ৷

Last Updated : Jan 19, 2022, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.