ETV Bharat / sports

Sourav Ganguly New App: জন্মদিনে সৌরভের নেতৃত্বে 'মাস্টার ক্লাস'

নেতৃত্ব নিয়ে সৌরভের নতুন অ্যাপ ৷ জন্মদিনে দেশবাসীর জন্য এক নতুন উপহার নিয়ে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ এই অ্যাপের মাধ্যমে যে কেউ শিখতে পারবেন নেতৃত্বের কৌশল ৷

Sourav Ganguly New App ETV BHARAT
Sourav Ganguly New App
author img

By

Published : Jul 8, 2023, 2:02 PM IST

Updated : Jul 8, 2023, 6:39 PM IST

কলকাতা, 8 জুলাই: তাঁর নেতৃত্বে নতুন করে বিশ্ব ক্রিকেটকে চিনেছিল ভারত ৷ সেই সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর 51 বছরের জন্মদিনে অনুরাগীদের জন্য একটি নতুন অ্যাপলিকেশন আনলেন ৷ ‘সৌরভ গাঙ্গুলি মাস্টারক্লাস’, যে অ্যাপে শেখা যাবে কীভাবে নেতৃত্ব দিতে হয় ৷ তা যে কোনও ক্ষেত্রেই হতে পারে ৷ 16 বছরের বেশি আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ সেই সব অভিজ্ঞতাকে একত্রিত করে এই নতুন অ্যাপটি আনলেন তিনি ৷ দু’দিন আগেই সৌরভ সোশাল মিডিয়ায় একটি নতুন ঘোষণার কথা জানিয়েছিলেন ৷ জন্মদিনে এই অ্যাপের উন্মোচন করে, সেই রহস্যের পর্দা তুললেন তিনি ৷

ক্রিকেট মাঠে প্রতিপক্ষের চোখে চোখ রেখে নেতৃত্ব দেওয়া শিখিয়ে ছিলেন তিনি ৷ বিদেশের মাঠেও আত্মবিশ্বাসের সঙ্গে কীভাবে ম্যাচ জিততে হয় ? তার পথ দেখিয়েছিলেন ৷ সেই সব অভিজ্ঞতাকে একত্রিত করে এবার অললাইন কোর্স চালু করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সেখানো হবে, কীভাবে নেতৃত্ব দিতে হয় ? নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যে আত্মবিশ্বাসের দরকার, তার মূলমন্ত্র দেওয়া হবে ‘সৌরভ গাঙ্গুলি মাস্টারক্লাস’-এ ৷

এ দিন দুপুরে একটি পোস্ট করেন সৌরভ ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘16 বছরের বেশি আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা এবং তার পরেও অংসখ্য ম্যাচ... এই 51 বছরের জন্মদিনে আমি আমার সমস্ত শিক্ষাকে আপনাদের জন্য একত্রিত করলাম ৷ সেগুলি এবার আপনাদের ! ‘সৌরভ গাঙ্গুলি মাস্টারক্লাস’, নেতৃত্ব নিয়ে আমার প্রথম অনলাইন কোর্সের একটি অ্যাপ ৷’’

  • 16+ years of international cricket and countless matches later… on this 51st bday, I sum up my learnings for you. They are now yours!
    Announcing “Sourav Ganguly Masterclass”, an app that has my first-ever online course on leadership - https://t.co/fX0dM4NVTb

    Thanks to… pic.twitter.com/Dek5fBzBM5

    — Sourav Ganguly (@SGanguly99) July 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ‘আশায়ে’র গানে তুলে ধরলেন ক্রিকেটার জীবনের সেরা মুহূর্ত, সৌরভের জন্মদিনে চমকের প্রতীক্ষায় অনুরাগীরা

এই অনলাইন লিডারশিপ অ্যাপটি তৈরি করতে প্রযুক্তিগতভাবে সৌরভকে সাহায্য করেছে ‘ক্লাসপ্লাস’ নামে একটি অনলাইন অ্যাপ কর্তৃপক্ষ ৷ ওই সংস্থাকেও ধন্যবাদ জানিয়েছেন সৌরভ ৷ তিনি লেখেন, ‘‘ক্লালপ্লাস অ্যাপকে ধন্যবাদ জানাই তাদের প্রযুক্তিগত সাহায্যের জন্য ৷ তাদের সহযোগিতায় এত অল্প সময়ের মধ্যে এটা সম্ভব হয়েছে ৷’’

উল্লেখ্য, গতকাল সৌরভ দেড় মিনিটের একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন ৷ সেখানে তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শুরুর দিনের মুহূর্ত যেমন ছিল ৷ তেমনি অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে সিরিজ জয়ের মুহূর্তও তুলে ধরেছিলেন তিনি ৷ সেই সঙ্গে গ্রেগ চ্যাপেল অধ্যায়ের পর, তাঁর প্রত্যাবর্তনের কাহিনীও সেই ভিডিয়ো তুলে ধরেছিলেন ৷ যার মর্মার্থ আজ ‘সৌরভ গাঙ্গুলি মাস্টারক্লাস’-এর আত্মপ্রকাশে বোঝা গেল ৷

কলকাতা, 8 জুলাই: তাঁর নেতৃত্বে নতুন করে বিশ্ব ক্রিকেটকে চিনেছিল ভারত ৷ সেই সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর 51 বছরের জন্মদিনে অনুরাগীদের জন্য একটি নতুন অ্যাপলিকেশন আনলেন ৷ ‘সৌরভ গাঙ্গুলি মাস্টারক্লাস’, যে অ্যাপে শেখা যাবে কীভাবে নেতৃত্ব দিতে হয় ৷ তা যে কোনও ক্ষেত্রেই হতে পারে ৷ 16 বছরের বেশি আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ সেই সব অভিজ্ঞতাকে একত্রিত করে এই নতুন অ্যাপটি আনলেন তিনি ৷ দু’দিন আগেই সৌরভ সোশাল মিডিয়ায় একটি নতুন ঘোষণার কথা জানিয়েছিলেন ৷ জন্মদিনে এই অ্যাপের উন্মোচন করে, সেই রহস্যের পর্দা তুললেন তিনি ৷

ক্রিকেট মাঠে প্রতিপক্ষের চোখে চোখ রেখে নেতৃত্ব দেওয়া শিখিয়ে ছিলেন তিনি ৷ বিদেশের মাঠেও আত্মবিশ্বাসের সঙ্গে কীভাবে ম্যাচ জিততে হয় ? তার পথ দেখিয়েছিলেন ৷ সেই সব অভিজ্ঞতাকে একত্রিত করে এবার অললাইন কোর্স চালু করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সেখানো হবে, কীভাবে নেতৃত্ব দিতে হয় ? নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যে আত্মবিশ্বাসের দরকার, তার মূলমন্ত্র দেওয়া হবে ‘সৌরভ গাঙ্গুলি মাস্টারক্লাস’-এ ৷

এ দিন দুপুরে একটি পোস্ট করেন সৌরভ ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘16 বছরের বেশি আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা এবং তার পরেও অংসখ্য ম্যাচ... এই 51 বছরের জন্মদিনে আমি আমার সমস্ত শিক্ষাকে আপনাদের জন্য একত্রিত করলাম ৷ সেগুলি এবার আপনাদের ! ‘সৌরভ গাঙ্গুলি মাস্টারক্লাস’, নেতৃত্ব নিয়ে আমার প্রথম অনলাইন কোর্সের একটি অ্যাপ ৷’’

  • 16+ years of international cricket and countless matches later… on this 51st bday, I sum up my learnings for you. They are now yours!
    Announcing “Sourav Ganguly Masterclass”, an app that has my first-ever online course on leadership - https://t.co/fX0dM4NVTb

    Thanks to… pic.twitter.com/Dek5fBzBM5

    — Sourav Ganguly (@SGanguly99) July 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ‘আশায়ে’র গানে তুলে ধরলেন ক্রিকেটার জীবনের সেরা মুহূর্ত, সৌরভের জন্মদিনে চমকের প্রতীক্ষায় অনুরাগীরা

এই অনলাইন লিডারশিপ অ্যাপটি তৈরি করতে প্রযুক্তিগতভাবে সৌরভকে সাহায্য করেছে ‘ক্লাসপ্লাস’ নামে একটি অনলাইন অ্যাপ কর্তৃপক্ষ ৷ ওই সংস্থাকেও ধন্যবাদ জানিয়েছেন সৌরভ ৷ তিনি লেখেন, ‘‘ক্লালপ্লাস অ্যাপকে ধন্যবাদ জানাই তাদের প্রযুক্তিগত সাহায্যের জন্য ৷ তাদের সহযোগিতায় এত অল্প সময়ের মধ্যে এটা সম্ভব হয়েছে ৷’’

উল্লেখ্য, গতকাল সৌরভ দেড় মিনিটের একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন ৷ সেখানে তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শুরুর দিনের মুহূর্ত যেমন ছিল ৷ তেমনি অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে সিরিজ জয়ের মুহূর্তও তুলে ধরেছিলেন তিনি ৷ সেই সঙ্গে গ্রেগ চ্যাপেল অধ্যায়ের পর, তাঁর প্রত্যাবর্তনের কাহিনীও সেই ভিডিয়ো তুলে ধরেছিলেন ৷ যার মর্মার্থ আজ ‘সৌরভ গাঙ্গুলি মাস্টারক্লাস’-এর আত্মপ্রকাশে বোঝা গেল ৷

Last Updated : Jul 8, 2023, 6:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.