ETV Bharat / sports

ICC ODI Ranking এক শতরানেই ব়্যাংকিংয়ে বিরাট লাফ শুভমানের, পাঁচেই রইলেন কোহলি - Shubman Gill

জিম্বাবোয়ের বিরুদ্ধে দুরন্ত খেলার পুরস্কার পেলেন গিল ৷ আইসিসি ওডিআই ব়্যাংকিংয়ে এক লাফে 45 ধাপ উঠলেন শুভমান ৷ অন্যদিকে, পরপর দুই সিরিজে না খেললেও পঞ্চম স্থানেই রয়েছেন বিরাট কোহলি (ICC Mens ODI Player Rankings) ৷

ICC Ranking
পঁয়তাল্লিশ ধাপ উঠলেন গিল, কোহলি পাঁচেই
author img

By

Published : Aug 25, 2022, 9:54 AM IST

কলকাতা, 25 অগস্ট: আইসিসি ওডিআই র‌্যাংকিংয়ে (ICC ODI Rankings) বড় লাফ দিলেন ভারতীয় দলের ওপেনার শুভমান গিল (Shubman Gill)। 45 ধাপ লাফিয়ে তিনি 38তম স্থানে উঠে এসেছেন । জিম্বাবোয়ের বিরুদ্ধে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওডিআই সিরিজে দারুণ খেলেছেন পঞ্জাব-তনয় । তারই পুরস্কার গিয়েছে তাঁর ঝুলিতে ৷

হারারেতে শেষ ওডিআই-তে তিনি শতরান করেছেন । 97 বলে 130 রান এসেছে তরুণের চওড়া ব্যাট থেকে । অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে না-খেললেও 744 রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই রইলেন বিরাট । এছাড়াও জিম্বাবোয়ের বিপক্ষে সিরিজে বিশ্রাম নেওয়া ভারত অধিনায়ক রোহিত শর্মাও ষষ্ঠ স্থানেই রয়েছেন।

  • 🔹 Rabada rises
    🔹 Afghanistan spinners make gains

    Some big movements in the @MRFWorldwide ICC Men's Player Rankings this week 📈

    — ICC (@ICC) August 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : করোনাক্রান্ত দ্রাবিড়, এশিয়া কাপে রোহিতদের হেডস্যর লক্ষ্মণ

অভিজ্ঞ ব্যাটার শিখর ধাওয়ান একধাপ নেমে 12তম স্থান পেয়েছেন । 3 ম্যাচে ধাওয়ানের সংগ্রহ 154 রান । প্রথম এবং তৃতীয় ম্যাচে দু'টি হাফ সেঞ্চুরি করেছেন গব্বর । এই মুহূর্তে আইসিসি ওডিআই ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন বাবর আজম ৷ পাক অধিনায়কের সংগ্রহ 891 পয়েন্ট । অন্যদিকে
বোলিং বিভাগে নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট শীর্ষে রয়েছেন ৷ অলরাউন্ডারদের তালিকায় এক নম্বর জায়গা ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান ।

কলকাতা, 25 অগস্ট: আইসিসি ওডিআই র‌্যাংকিংয়ে (ICC ODI Rankings) বড় লাফ দিলেন ভারতীয় দলের ওপেনার শুভমান গিল (Shubman Gill)। 45 ধাপ লাফিয়ে তিনি 38তম স্থানে উঠে এসেছেন । জিম্বাবোয়ের বিরুদ্ধে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওডিআই সিরিজে দারুণ খেলেছেন পঞ্জাব-তনয় । তারই পুরস্কার গিয়েছে তাঁর ঝুলিতে ৷

হারারেতে শেষ ওডিআই-তে তিনি শতরান করেছেন । 97 বলে 130 রান এসেছে তরুণের চওড়া ব্যাট থেকে । অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে না-খেললেও 744 রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই রইলেন বিরাট । এছাড়াও জিম্বাবোয়ের বিপক্ষে সিরিজে বিশ্রাম নেওয়া ভারত অধিনায়ক রোহিত শর্মাও ষষ্ঠ স্থানেই রয়েছেন।

  • 🔹 Rabada rises
    🔹 Afghanistan spinners make gains

    Some big movements in the @MRFWorldwide ICC Men's Player Rankings this week 📈

    — ICC (@ICC) August 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : করোনাক্রান্ত দ্রাবিড়, এশিয়া কাপে রোহিতদের হেডস্যর লক্ষ্মণ

অভিজ্ঞ ব্যাটার শিখর ধাওয়ান একধাপ নেমে 12তম স্থান পেয়েছেন । 3 ম্যাচে ধাওয়ানের সংগ্রহ 154 রান । প্রথম এবং তৃতীয় ম্যাচে দু'টি হাফ সেঞ্চুরি করেছেন গব্বর । এই মুহূর্তে আইসিসি ওডিআই ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন বাবর আজম ৷ পাক অধিনায়কের সংগ্রহ 891 পয়েন্ট । অন্যদিকে
বোলিং বিভাগে নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট শীর্ষে রয়েছেন ৷ অলরাউন্ডারদের তালিকায় এক নম্বর জায়গা ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.