ETV Bharat / sports

TATA IPL Auction 2022 : শ্রেয়স আইয়ারকে 12.25 কোটি টাকায় কিনল কেকেআর

শ্রেয়স আইয়ারের উপরে বড় বাজি ধরল কলকাতা নাইট রাইডার্স (Shreyas Iyer Sold to Kolkata Knight Riders for 12 Crore 25 Lakhs) ৷ 12.25 কোটি টাকায় তাঁকে 2022’র আইপিএল নিলামে (TATA IPL Auction 2022) কিনল কলকাতা ফ্র্যাঞ্চাইজি ৷ সেই সঙ্গে প্যাট কামিন্সকে নিলাম থেকে 7.25 কোটি টাকায় ফের দলে নিয়েছে নাইটরা ৷

Shreyas Iyer Sold to Kolkata Knight Riders for 12 Crore 25 Lakhs
Shreyas Iyer Sold to Kolkata Knight Riders for 12 Crore 25 Lakhs
author img

By

Published : Feb 12, 2022, 1:26 PM IST

বেঙ্গালুরু, 12 ফেব্রুয়ারি : শ্রেয়স আইয়ারকে কিনল কলকাতা নাইট রাইডার্স ৷ 12.25 কোটি টাকায় নিলামে শ্রেয়সকে কিনল কেকেআর (Shreyas Iyer Sold to Kolkata Knight Riders for 12 Crore 25 Lakhs) ৷ দিল্লি ক্যাপিটালস তাঁকে ছেড়ে দিয়েছিল ৷ জানা গিয়েছিল, শ্রেয়স নিজেই দিল্লি ফ্র্যাঞ্চাইজি থেকে সরে যেতে চেয়েছিলেন ৷ এবার নিলামে ওঠার পর রেকর্ড দামে তাঁকে কিনেছে রেড চিলিজের কলকাতা ফ্র্যাঞ্চাইজি ৷

এবারের নিলামে (TATA IPL Auction 2022) মার্কি ক্রিকেটারদের মধ্যে একজন ছিলেন শ্রেয়স ৷ তাঁর বেস প্রাইজ ছিল 2 কোটি টাকা ৷ নিলাম শুরু আগেই কেকেআর এর ভিতরের খবর ছিল, শ্রেয়সকে কেনার জন্য ঝাঁপাবে কলকাতা ৷ তাই তাঁকে কেনার জন্য বড় দর হাঁকতেও পিছপা হননি রেড চিলিজের কর্মকর্তারা ৷ পাশাপাশি, অজি পেসার প্যাট কামিন্সকে ফের তুলে নিয়েছে কলকাতা ৷ তাঁকে 7.25 কোটি টাকায় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷

আরও পড়ুন : TATA IPL Auction 2022 : আজ থেকে শুরু মেগা নিলাম, ভাগ্য নির্ধারণ 600 ক্রিকেটারের

কোভিড থেকে সুস্থ হয়ে শুক্রবার ভারতীয় দলে কামব্যাক করেছেন শ্রেয়স আইয়ার ৷ আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কামব্যাক ম্যাচে কঠিন পরিস্থিতিতে 80 রানের ইনিংস খেলে ভারতকে ম্যাচ ফিরিয়ে এনেছিলেন তিনি ৷ তাঁর সেই ইনিংসে ভর করে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 266 রানের লক্ষ্য মাত্রা দিয়েছিল তৃতীয় একদিনের ম্যাচে ৷ এমনকি ম্যাচের সেরাও হয়েছিলেন শ্রেয়স ৷ তাঁর সেই ইনিংসের প্রভাব কিছুটা হলেও নিলামে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

বেঙ্গালুরু, 12 ফেব্রুয়ারি : শ্রেয়স আইয়ারকে কিনল কলকাতা নাইট রাইডার্স ৷ 12.25 কোটি টাকায় নিলামে শ্রেয়সকে কিনল কেকেআর (Shreyas Iyer Sold to Kolkata Knight Riders for 12 Crore 25 Lakhs) ৷ দিল্লি ক্যাপিটালস তাঁকে ছেড়ে দিয়েছিল ৷ জানা গিয়েছিল, শ্রেয়স নিজেই দিল্লি ফ্র্যাঞ্চাইজি থেকে সরে যেতে চেয়েছিলেন ৷ এবার নিলামে ওঠার পর রেকর্ড দামে তাঁকে কিনেছে রেড চিলিজের কলকাতা ফ্র্যাঞ্চাইজি ৷

এবারের নিলামে (TATA IPL Auction 2022) মার্কি ক্রিকেটারদের মধ্যে একজন ছিলেন শ্রেয়স ৷ তাঁর বেস প্রাইজ ছিল 2 কোটি টাকা ৷ নিলাম শুরু আগেই কেকেআর এর ভিতরের খবর ছিল, শ্রেয়সকে কেনার জন্য ঝাঁপাবে কলকাতা ৷ তাই তাঁকে কেনার জন্য বড় দর হাঁকতেও পিছপা হননি রেড চিলিজের কর্মকর্তারা ৷ পাশাপাশি, অজি পেসার প্যাট কামিন্সকে ফের তুলে নিয়েছে কলকাতা ৷ তাঁকে 7.25 কোটি টাকায় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷

আরও পড়ুন : TATA IPL Auction 2022 : আজ থেকে শুরু মেগা নিলাম, ভাগ্য নির্ধারণ 600 ক্রিকেটারের

কোভিড থেকে সুস্থ হয়ে শুক্রবার ভারতীয় দলে কামব্যাক করেছেন শ্রেয়স আইয়ার ৷ আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কামব্যাক ম্যাচে কঠিন পরিস্থিতিতে 80 রানের ইনিংস খেলে ভারতকে ম্যাচ ফিরিয়ে এনেছিলেন তিনি ৷ তাঁর সেই ইনিংসে ভর করে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 266 রানের লক্ষ্য মাত্রা দিয়েছিল তৃতীয় একদিনের ম্যাচে ৷ এমনকি ম্যাচের সেরাও হয়েছিলেন শ্রেয়স ৷ তাঁর সেই ইনিংসের প্রভাব কিছুটা হলেও নিলামে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.