ETV Bharat / sports

নেটে ব্যাট করতে গিয়ে বাঁ-কাঁধে চোট শার্দূলের! কেপটাউন টেস্টে অনিশ্চিত

Shardul Thakur Injured During Net Practice: নেটে ব্যাটিং করতে গিয়ে চোট পেলেন শার্দূল ঠাকুর ৷ ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের থ্রো ডাউন অনুশীলন করতে গিয়ে বাঁ-কাঁধে চোট পেলেন তিনি ৷

নেটে ব্যাটিং করতে গিয়ে চোট পেলেন শার্দূল
নেটে ব্যাটিং করতে গিয়ে চোট পেলেন শার্দূল
author img

By PTI

Published : Dec 30, 2023, 8:01 PM IST

সেঞ্চুরিয়ন, 30 ডিসেম্বর: চোট-আঘাতে জর্জরিত টিম ইন্ডিয়া ৷ এরইমাঝে শনিবার আরও একটি খারাপ খবর রোহিত শর্মার দলের জন্য ৷ তালিকা দীর্ঘায়িত করে চোট পেলেন অলরাউন্ডার শার্দূল ঠাকুর ৷ শার্দূলের এই চোটের জেরে দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় শিবিরের চিন্তা যে আরও বাড়ল, তা বলাই বাহুল্য ৷ চোটের জেরে আগেই দল থেকে বাদ পড়েছেন ঈশান কিষাণ, মহম্মদ শামিরা ৷ এবার সেই তালিকায় যোগ হতে পারে আরও একটি নাম ৷

প্রথম টেস্টে হেরে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার সিরিজ জয়ের আশা এমনিতেই শেষ হয়ে গিয়েছে ভারতীয় দলের ৷ এখন দ্বিতীয় টেস্টে জয় তুলে নিতে পারলে অন্তত সিরিজ হার বাঁচাতে পারবে রোহিত শর্মার দল ৷ কিন্তু দ্বিতীয় টেস্টের আগে দলের অলরাউন্ডের চোটে আরও ব্যাকফুটে রাহুল দ্রাবিড়ের ছেলেরা ৷ 3 জানুয়ারি কেপটাউনে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট ৷ শার্দূলের চোট কতটা গুরুতর তা অবশ্য় এখনও জানা যায়নি ৷ স্ক্যানিংয়ের পর তা নিয়ে নিশ্চয়তা মিলবে ৷ তবে নেট সেশনে তিনি এদিন বোলিং করতে পারেননি ৷

খবর অনুযায়ী, নেটে এদিন ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের সঙ্গে থ্রো ডাউন খেলার অনুশীলন করছিলেন তিনি ৷ বিক্রমের ছোড়া বলই এসে লাগে তাঁর বাঁ-কাঁধে ৷ প্রায় 15 মিনিট ধরে চলছিল নেট সেশন ৷ হঠাতই একটি বল আচমকা লাফিয়ে উঠে শার্দূলের কাঁধে এসে লাগে ৷ চোট নিয়েও বেশ কিছুক্ষণ ব্যাটিং করেন তিনি ৷ কিন্তু নেট সেশনে বোলিং করতে পারেননি মুম্বইয়ের এই অলরাউন্ডার ৷

ব্যাটিং শেষ করার পরেই ফিজিয়ো তাঁকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ৷ তাঁর কাঁধে আইস প্য়াকও লাগানো হয় ৷ যদিও এরপর আর নেট সেশনে অংশ নেননি শার্দূল ৷ আগামী ম্যাচে তাঁকে দেখা যাবে কি না সেটাই এখন বড় প্রশ্ন ৷ প্রথম টেস্টে প্রথম ইনিংসে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ 24 রানের ইনিংস খেলেন তিনি ৷ যদিও বল হাতে প্রচুর রান খরচ করেন তিনি ৷

আরও পড়ুন:

  1. 'স্বপ্ন পূরণের লক্ষ্যে তৈরি হচ্ছি', রঞ্জি নিয়ে বললেন অধিনায়ক মনোজ
  2. সেঞ্চুরিয়নে রোহিতদের হার নিয়ে মুখ খুললেন গাভাস্কর
  3. প্রোটিয়া সফরে টেস্ট সিরিজে শামির বদলি ঘোষণা করল বিসিসিআই

সেঞ্চুরিয়ন, 30 ডিসেম্বর: চোট-আঘাতে জর্জরিত টিম ইন্ডিয়া ৷ এরইমাঝে শনিবার আরও একটি খারাপ খবর রোহিত শর্মার দলের জন্য ৷ তালিকা দীর্ঘায়িত করে চোট পেলেন অলরাউন্ডার শার্দূল ঠাকুর ৷ শার্দূলের এই চোটের জেরে দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় শিবিরের চিন্তা যে আরও বাড়ল, তা বলাই বাহুল্য ৷ চোটের জেরে আগেই দল থেকে বাদ পড়েছেন ঈশান কিষাণ, মহম্মদ শামিরা ৷ এবার সেই তালিকায় যোগ হতে পারে আরও একটি নাম ৷

প্রথম টেস্টে হেরে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার সিরিজ জয়ের আশা এমনিতেই শেষ হয়ে গিয়েছে ভারতীয় দলের ৷ এখন দ্বিতীয় টেস্টে জয় তুলে নিতে পারলে অন্তত সিরিজ হার বাঁচাতে পারবে রোহিত শর্মার দল ৷ কিন্তু দ্বিতীয় টেস্টের আগে দলের অলরাউন্ডের চোটে আরও ব্যাকফুটে রাহুল দ্রাবিড়ের ছেলেরা ৷ 3 জানুয়ারি কেপটাউনে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট ৷ শার্দূলের চোট কতটা গুরুতর তা অবশ্য় এখনও জানা যায়নি ৷ স্ক্যানিংয়ের পর তা নিয়ে নিশ্চয়তা মিলবে ৷ তবে নেট সেশনে তিনি এদিন বোলিং করতে পারেননি ৷

খবর অনুযায়ী, নেটে এদিন ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের সঙ্গে থ্রো ডাউন খেলার অনুশীলন করছিলেন তিনি ৷ বিক্রমের ছোড়া বলই এসে লাগে তাঁর বাঁ-কাঁধে ৷ প্রায় 15 মিনিট ধরে চলছিল নেট সেশন ৷ হঠাতই একটি বল আচমকা লাফিয়ে উঠে শার্দূলের কাঁধে এসে লাগে ৷ চোট নিয়েও বেশ কিছুক্ষণ ব্যাটিং করেন তিনি ৷ কিন্তু নেট সেশনে বোলিং করতে পারেননি মুম্বইয়ের এই অলরাউন্ডার ৷

ব্যাটিং শেষ করার পরেই ফিজিয়ো তাঁকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ৷ তাঁর কাঁধে আইস প্য়াকও লাগানো হয় ৷ যদিও এরপর আর নেট সেশনে অংশ নেননি শার্দূল ৷ আগামী ম্যাচে তাঁকে দেখা যাবে কি না সেটাই এখন বড় প্রশ্ন ৷ প্রথম টেস্টে প্রথম ইনিংসে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ 24 রানের ইনিংস খেলেন তিনি ৷ যদিও বল হাতে প্রচুর রান খরচ করেন তিনি ৷

আরও পড়ুন:

  1. 'স্বপ্ন পূরণের লক্ষ্যে তৈরি হচ্ছি', রঞ্জি নিয়ে বললেন অধিনায়ক মনোজ
  2. সেঞ্চুরিয়নে রোহিতদের হার নিয়ে মুখ খুললেন গাভাস্কর
  3. প্রোটিয়া সফরে টেস্ট সিরিজে শামির বদলি ঘোষণা করল বিসিসিআই
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.