মুম্বই, 2 নভেম্বর: শরীরটা বেকিয়ে অনায়াসে বলে গতিপথ ঘুরিয়ে দিতেন সচিন তেন্ডুলকর । বল গিয়ে আছড়ে পড়ত বাউন্ডারিতে । শ্রীলঙ্কার বিরুদ্ধে মাস্টার ব্লাস্টারের সেই ক্লাসিক আপার-কাটই মারতে গিয়েছিলেন শুভমন গিল । ওয়াংখেড়ে স্টেডিয়ামে 'ক্রিকেট ঈশ্বরে'র সামনে মারা শটটা কোনওভাবেই 'সচিনসুলভ' হয়নি । ফলত বল বাউন্ডারির বদলে জমা পড়ে স্টাম্পারের দস্তানায় । ব্যক্তিগত 92 রানের মাথায় মাঠ ছাড়েন পঞ্জাব-তনয় । প্রথম বিশ্বকাপ শতরান মাঠে ফেলে আসায় শুভমনকে সান্ত্বনা দিলেন স্বয়ং ঈশ্বর-কন্যা, সারা তেন্ডুলকর । যার সঙ্গে গিলে প্রেমের গুঞ্জন এই মুহূর্তে হট কেক ।
শুরুতে রোহিত শর্মা ফিরলেও খেলাটা ধরে নিয়েছিল শুভমন গিল ও বিরাট কোহলি জুটি । 191 রানের পার্টনারশিপে দলকে ক্রমশ ভালো জায়গায় নিয়ে যাচ্ছিলেন দুই ব্যাটার । শুভমন এগোচ্ছিলেন নিজের প্রথম বিশ্বকাপ শতরানের দিকে । ঠিক সে মুহূর্তে কার্যত দায়িত্বজ্ঞানহীন শট খেলতে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে আসেন 'মেন ইন ব্ল'র ওপেনার । সচিনের মতো আপার-কাট খেলতে চেয়েছিলেন । কিন্তু দিলসান মধুশঙ্কার স্লোয়ার ব্যাটে ঠিকমতো কানেক্ট হয়নি । ফলে বল গিয়ে জমা পড়ে কুশল মেন্ডিসের হাতে ।
পুনেতে ভারত-বাংলাদেশ ম্যাচেও মাঠে ছিলেন সারা । ডেঙ্গিতে বিশ্বকাপের প্রথম দু'ম্যাচে খেলতে পারেননি । পাকিস্তান ম্যাচে ফিরেছিলেন 16 রানে । বাংলাদেশ ম্যাচে শুরু থেকেই কথা বলছিল শুভমনের ব্যাট । যদিও ব্যক্তিগত 53 রানের মাথায় উইকেট দিয়ে বসেন গিল । সেদিনও ক্যামেরাবন্দি হয়েছিল সচিন-কন্যার হতাশ মুখ ।
আরও পড়ুন:
-
A superb 92-run knock by Shubman Gill comes to an end!
— BCCI (@BCCI) November 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
A fine innings that from the #TeamIndia opener 👏👏
India 193/2 after 30 overs. #CWC23 | #MenInBlue | #INDvSL pic.twitter.com/tfotB5X7Fa
">A superb 92-run knock by Shubman Gill comes to an end!
— BCCI (@BCCI) November 2, 2023
A fine innings that from the #TeamIndia opener 👏👏
India 193/2 after 30 overs. #CWC23 | #MenInBlue | #INDvSL pic.twitter.com/tfotB5X7FaA superb 92-run knock by Shubman Gill comes to an end!
— BCCI (@BCCI) November 2, 2023
A fine innings that from the #TeamIndia opener 👏👏
India 193/2 after 30 overs. #CWC23 | #MenInBlue | #INDvSL pic.twitter.com/tfotB5X7Fa
10 বছর বয়সে লুকিয়ে খেলা দেখতে এসেছিলেন এই মাঠে ৷ টিকিট ছিল না তাঁর কাছে ৷ আর সেই ওয়াংখেড়েতেই এখন শোভা পাচ্ছে তাঁর 'বিরাট' মূর্তি ৷ বৃহস্পতিবার ভারতের খেলা দেখতে গ্যালারিতে হাজির মাস্টার ব্লাস্টার ৷ তার সামনেই এদিন সেঞ্চুরি মাঠে ফেলে এলেন গিল ।