মুম্বই, 24 অক্টোবর: দুর্গোৎসব শেষে দশমী বা দশেরা , মায়ের বিদায়লগ্নে তাঁর থেকে আশীর্বাদ নেওয়ার পালা। আমজনতার সঙ্গে দশেরার উদযাপনে মেতে উঠলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও ৷ নিলেন আশীর্বাদও । তবে একটু অন্যভাবে ৷ ঠিক কী করলেন মাস্টার ব্লাস্টার? ব্যাট এবং বলের সামনে নতজানু হয়ে বসলেন লিটল মাস্টার ৷ সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন 'গড অফ ইন্ডিয়ান ক্রিকেট' ৷
সাধারণভাবে বিজয়া দশমীতে গুরুজনদের আশীর্বাদ গ্রহণ আমাদের প্রচলিত রীতি ৷ মঙ্গলবার মায়ের পা ছুঁয়ে প্রণাম করলেন সচিনও ৷ পাশাপাশি ঠাকুর ঘরে তিনি শুধু ঈশ্বরের কাছেই প্রার্থনা করলেন না ৷ দেবীর আসনের ঠিক নীচে দেখা গেল একটি ব্যাট এবং বলও ৷ আর সেই ব্যাটের সামনেই নতজানু লিটল মাস্টার ৷
এই ব্যাটই 22 গজে ব্যবহার হয়েছে অস্ত্র হিসাবে ৷ বহু যুদ্ধে জয়ী মাস্টার ব্লাস্টার গ্লেন ম্যাকগ্রাথ, ওয়াসিম আক্রম, শেন ওয়ার্নদের কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিয়েছেন এই ব্যাট দিয়েও ৷ আর ব্যাটও তাঁর হাতে বশ মেনেছে প্রিয় শিষ্যের মতোই ৷ কখনও আগুনের গোলার মতো ধেয়ে আসা মরিয়া বাউন্সার, কখনও ইয়র্কার তিনি সামলেছেন তাঁর হাতের এই অস্ত্র দিয়েই ৷ এমনকী বেশিরভাগ সমালোচনার জবাবও দিয়েছে সচিনের ব্যাট ৷
কেন দেবীর আসনের নীচে ব্যাট ও বল রেখেছেন তিনি? তাও এদিন ক্য়াপশনে লিখেছেন লিটল মাস্টার ৷ সচিন লেখেন, "সকলকে জানাই বিজয়া দশমী ও দশেরার প্রীতি ও শুভেচ্ছা ৷ বল যেমন সীমনার পার করে প্রতিপক্ষকে জবাব দেয় , তেমনই মন্দকে হারিয়ে শুভশক্তির বিজয় হোক ৷ আর আপনাদের জীবনের সব জটিল বাধা দূর হয়ে যাক ৷ সব সময় যা সঠিক তার পক্ষে ব্যাটিং করে যান ৷ সুস্থ থাকুন ৷"
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে দলাই লামার সঙ্গে সাক্ষাৎ নিউজিল্যান্ড দলের