দুবাই, 15 মার্চ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত পারফর্ম্যান্স করেছেন ৷ আর তারপরেই বুধবার জারি করা সর্বশেষ আইসিসি র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন তিনি (Ravichandran Ashwin Regains No 1 Spot in ICC) ৷ অশ্বিন ড্র হওয়ার আমেদাবাদের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে 91 রান দিয়ে 6 উইকেট নিয়েছিলেন ৷ সম্প্রতি শেষ হওয়া বর্ডার-গাভাসকর ট্রফির চার টেস্টে অশ্বিন মোট 25টি উইকেট নিয়েছেন ৷ ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসনের থেকে 10 পয়েন্টে এগিয়ে একনম্বর জায়গা পুনরুদ্ধার করেছেন অশ্বিন ৷ বিরাট কোহলি (Virat Kohli) শেষ টেস্টে 186 রানের ইনিংসের দৌলতে 7 ধাপ উঠে 13 নম্বরে রয়েছেন ৷
অশ্বিন বাদে ভারতের আরেক বাঁ-হাতি অর্থডক্স স্পিনার অক্ষর প্যাটেল 6 ধাপ উঠে বোলারদের তালিকায় 28 নম্বরে উঠে এসেছেন ৷ অল-রাউন্ডারদের তালিকায় অক্ষর প্যাটেল 4 নম্বর স্থানে রয়েছেন ৷ তবে, দীর্ঘদিন 4 ও 5 নম্বরের মধ্যে থাকা জসপ্রীত বুমরা কয়েকধাপ নেমে 7 নম্বরে রয়েছেন ৷ উল্লেখ্য, তিনি গত 1 বছরে কোনও টেস্ট ম্যাচ খেলেননি ৷
আরও পড়ুন: অক্টোবরে ঘরের মাঠে বুমরার বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ে সৌরভ
অন্যদিকে, শুভমন গিল শেষ টেস্টে সেঞ্চুরি করার পর 17 ধাপ উঠে 46 নম্বরে রয়েছেন ব্যাটারদের আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের তালিকায় ৷ ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে বিরাট ছাড়াও ঋষভ পন্থ (9) এবং রোহিত শর্মা (10) প্রথম দশে রয়েছেন ৷ তবে, ঋষভ বেশিদিন এই জায়গা ধরে রাখতে পারবেন কি না, সে নিয়ে সংশয় রয়েছে ৷ তবে, ভারতীয় ব্যাটাররা নন ৷ অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খোয়াজা এবং নিউজিল্যান্জের ড্যারিল মিচেল ব্যাটারদের তালিকায় উল্লেখযোগ্য উন্নতি করেছেন ৷ উসমান খোয়াজা কেরিয়ারের বেস্ট 815 পয়েন্ট নিয়ে 7 নম্বর জায়গা দখল করেছেন ৷ মিচেল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে 102 এবং 81 রানের ইনিংস খেলে কেরিয়ারের সেরা ব়্যাংকিং 8 নম্বরে রয়েছেন ৷